world-cup-fans-laud-kohli-for-run-chase-vs-ban

World Cup 2023: পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিলো টিম ইন্ডিয়া। প্রথম তিন ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে দুমড়ে দিয়ে যে দৌড় টিম ইন্ডিয়া শুরু করেছে, আজ পুনের বাইশ গজেও কি তা অব্যাহত থাকবে? নাকি কোনো কঠিন প্রশ্ন নিয়ে হাজির হবে বাংলাদেশ? উত্তরের সন্ধানে ছিলেন ক্রিকেটজনতা। পরিসংখ্যান বলছিলো ভারত এবং বাংলাদেশের মধ্যে গত চার একদিনের ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে টাইগার’রা। এই পরিসংখ্যানকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রচারও করতে দেখা গিয়েছিলো বাংলাদেশী মিডিয়াকে। কিন্তু দিনের শেষে বিশেষ লাভ কিছু হলো না তাতে। বিশ্বকাপে (ICC World Cup) এতদিন চার সাক্ষাতে ভারত এগিয়ে ছিলো ৩-১ ফলে। আজ পঞ্চম ম্যাচে চতুর্থ জয়টা বলা চলে বিনা বাধায় হাসিল করে নিলো রোহিত শর্মার দল।

শাকিব আল হাসানের অবর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং বেছে নেন তিনি। ওপেনারদের জোড়া অর্ধশতক এবং মাহমুদুল্লাহ’র ঝোড়ো ক্যামিও টাইগারদের পৌঁছে দেয় ২৫৬ রানে। শুরুটা ভালো না হলেও যেভাবে বুমরাহ (Jasprit Bumrah), কুলদীপ, জাদেজারা (Ravindra Jadeja) ভারতকে ম্যাচে ফিরিয়েছেন তাকে কুর্নিশ না জানিয়ে পারছেন না নেটজনতা। ‘ভারতের সর্বকালের সেরা পেসার বুমরাহ’ অকপটেই জানিয়েছেন এক নেটিজেন। প্রশংসিত কুলদীপ’ও। ‘জুটি ভাঙতে কুলদীপের জুড়ি নেই’ লিখেছেন এক নেটনাগরিক। সাফল্যের উদযাপনের মাঝেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গোড়ালির চোট চিন্তায় রেখেছে ভারতীয় সমর্থকদের। ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো হার্দিক’ প্রার্থনা নেটনাগরিকদের।

Read More: World Cup 2023: “এই বোলিং’ই কাপ জেতাবে…” বাংলাদেশ’কে বেঁধে রেখে নেটদুনিয়ায় প্রশংসিত বুমরাহ-কুলদীপ’রা !!

রোহিতের ঝড়, কোহলির শতরান, বড় জয় ভারতের-

Virat Kohli | ICC World Cup 2023 | Image: Getty Images
Virat Kohli | ICC World Cup 2023 | Image: Getty Images

রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরুটা করেছিলো ভারতীয় দল। চেনা মেজাজে দেখা গেলো রোহিত শর্মা’কে (Rohit Sharma) । চার-ছক্কার ফুলঝুড়ি তাঁর ব্যাটে। ৪০ বলে ৪৮ রানের ইনিংস খেলে থামলেন তিনি। ‘রোহিতের হুক-পুল দেখা মানে চোখের শান্তি’ লিখেছেন এক নেটনাগরিক। ‘২০১১-র শেহবাগকে মনে করাচ্ছে রোহিত’ মন্তব্য আরও এক নেটনাগরিকের। ডেঙ্গি সারিয়ে মাঠে ফিরে পাকিস্তানের বিপক্ষে রান পান নি শুভমান গিল (Shubman Gill)। আজ অর্ধশতক করেন তিনিও। ‘র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান পাওয়া এখন সময়ের অপেক্ষা।’ লিখেছেন এক শুভমান ভক্ত। আজ গ্যালারিতে দেখা গেলো সারা তেন্ডুলকরকেও। শচীন তনয়ার সাথে শুভমানের সম্পর্কের গুঞ্জনের কথা মনে করিয়ে মস্করা করতে ছাড়েন নি নেটিজেনরা।

পুনের মাঠ কখনও খালি হাতে ফেরায় না বিরাট কোহলি’কে (Virat Kohli)। সেই ধারা আজও বজায় রইলো। রোহিত ফেরার পর মাঠে নেমেছিলেন তিনি। শুরুটাই করেছিলেন হাসান মাহমুদ’কে চার-ছক্কা হাঁকিয়ে। এরপর ধীরে ধীরে ইনিংস গড়ার কাজে মনে দেন তিনি। স্থিতধী ইনিংস খেলে ৮২ রান অবধি পৌঁছান তিনি। এরপর গিয়ার বদলান। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৪৮তম শতরান সম্পূর্ণ করলেন তিনি। ২০১৫ সালে শেষবার বিশ্বকাপে (ICC World Cup) শতরান এসেছিলো তাঁর ব্যাটে। আজ আট বছর পর বিশ্বকাপ শতরানের স্বাদ পেলেন বিরাট। ‘পুনের বাইশ গজে বিরাট রাজত্ব’ উচ্ছ্বসিত জনতা এমনভাবেই ব্যাখ্যা করছেন ভারতের জয়কে। ‘কিং তো একজনই’ ফের একবার ক্রিকেটদুনিয়াকে মনে করিয়ে দিয়েছেন এক কোহলি ভক্ত।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: শুভমানকে সমর্থন করতে পুনের গ্যালারিতে হাজির সারা তেন্ডুলকার, ক্যামেরা ফোকাস করতেই ছবি ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *