world-cup-fans-celebrate-ind-bowling-brilliance-vs-ban

World Cup 2023: বিশ্বকাপের আসরে আজ মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। পুনের মাঠে একে অপরের বিরুদ্ধে দ্বৈরথে ভারত এবং বাংলাদেশ। চলতি টুর্নামেন্টে এখনও অপরাজিত টিম ইন্ডিয়া। তারা হারিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে। আজ টানা চতুর্থ জয়-সহ লীগ তালিকার শীর্ষে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন রোহিত শর্মা’রা। অন্যদিকে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতলেও পরপর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বেশ বেকায়দায়। আজ ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দেওয়াই রয়েছে শান্ত, মুশফিকদের ভাবনায়। দিনকয়েক আগে এশিয়া কাপের আসরে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিলো টাইগার্সরা। যা বিশ্বকাপে (ICC World Cup 2023) আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশ শিবিরকে।

মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছিলো বাংলাদেশ। তাদের অধিনায়ক শাকিব আল হাসান খেলতে পারেন নি চোটের কারণে। বাইরে ছিলেন নির্ভরযোগ্য পেসার তাস্কিন আহমেদ’ও। টসে জিতে ব্যাটিং বেছে নেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে আজ শুরুটা ভালো করেছিলেন তানজিদ তামিম এবং লিটন দাস। দুইজনেই অর্ধশতক করলেন আজ। সাবলীল ভঙ্গিতে চলতে থাকা বাংলাদেশ ইনিংস একটা সময় চিন্তা বাড়িয়েছিলো টিম ইন্ডিয়ার। লিটনের স্ট্রেট ড্রাইভ রুখতে গিয়ে গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। মাঠও ছাড়তে হয় তাঁকে। যা আশঙ্কিত করেছিলো ভারতীয় সমর্থকদের। ১৫তম ওভারে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে ভারত। উইকেট পান কুলদীপ যাদব। ফের একবার গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে আজও নেটজনতার প্রশংসা পেলেন চায়নাম্যান বোলার।

Read More: World Cup 2023:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ‘বেঙ্গালুরুতে বিস্ফোরণের ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান মিডিয়া !!

ভারতীয় কামব্যাক’কে কুর্নিশ নেটদুনিয়ার-

Indian Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

পুনের বাইশ গজ যে ব্যাটিং সহায়ক তা দিনের শুরুতেই বোঝা গিয়েছিলো। প্রথম পাঁচ ওভার খানিক সময় নেন তানজিদ তামিম এবং লিটন দাস। কিন্তু পরের পাঁচ ওভারে তাঁদের ব্যাট থেকে আসে ৫৩ রান। বাংলাদেশ যেভাবে এগোচ্ছিলো, তাতে ৩০০’র স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন সমর্থকেরা। কিন্তু ফের একবার ভারতীয় বোলার’রা আজ বুঝিয়ে দিলেন কেন তাঁদের বিশ্বকাপের সেরা বোলিং আক্রমণ বিভাগ বলা হচ্ছে। তানজিদকে ফেরান কুলদীপ। তিনে নামা নাজমুল হোসেন শান্ত’কে আউট করেন জাদেজা। এরপর মেহদী হাসান মিরাজের উইকেট তুলে নিতে দেখা যায় মহম্মদ সিরাজকে। জাদেজার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন লিটন দাস। স্পিন-পেসের যুগলবন্দী সাবলীল গতিতে চলতে থাকা বাংলাদেশ ইনিংসের সামনে বারবার ‘স্পিড ব্রেকার’ হয়ে উঠলো আজ।

তানজিদ-লিটনের জোড়া অর্ধশতকের পর বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ ব্যাটারই বড় রান করতে পারেন নি আজ। হৃদয়, মুশফিকরাও ফেরেন দ্রুত। বাংলাদেশ যে নির্ধারিত ৫০ ওভারে ২৫৬ রান অবধি পৌঁছতে পারলো তার কৃতিত্ব অনেকটাই অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। বাকিদের ব্যর্থতার দিনে তিনিই লোয়ার অর্ডারে ঢাল হয়ে দাঁড়ান। অনবদ্য ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। করেন ৪৬ রান। আজকের ম্যাচে ভারতীয় বোলার’রা যেভাবে রুখে দিলেন বাংলাদেশী ব্যাটারদের তা তারিফ কুড়িয়েছে সমাজমাধ্যমের। ‘এই বোলিং বিশ্বের সেরা’ কোনোরকম রাখঢাক না করেই লিখেছেন এক নেটনাগরিক। ‘জুটি ভাঙতে কুলদীপ অব্যর্থ’ লিখেছেন আরও একজন। ‘চারে চার হচ্ছেই’ আশাবাদী শুনিয়েছে আরও এক নেটিজেনকে। দুরন্ত দুই ক্যাচ ধরে প্রশংসিত রাহুল ও জাদেজাও। ভারতীয় বোলিং পারফর্ম্যান্স মন ভরালেও হার্দিকের চোট এখনও আশঙ্কায় রেখেছে ভারতীয় নেটনাগরিকদের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: হার্দিকের চোটে হঠাৎ কপাল খুললো শিবম দুবের, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে এবার খেলবেন বিশ্বকাপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *