world-cup-bcci-bans-trekking-for-india-team

World Cup 2023: দুর্বার গতিতে ছুটছে ভারতের অশ্বমেধের ঘোড়া। বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরুটা করেছিলো টিম ইন্ডিয়া। এরপর তারা হারিয়েছিলো আফগানিস্তানকে। তৃতীয় ম্যাচে আহমেদাবাদের এক লাখ ৩০ হাজার জনতার সামনে ‘মেন ইন ব্লু’ জয় ছিনিয়ে নিয়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ৭ উইকেটের ব্যবধানে সেই দাপুটে জয় যে আত্মপ্রত্যয় যুগিয়েছিলো ক্রিকেটারদের, তারই ফসল পুনের মাঠে চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে পারফর্ম্যান্স। পরিসংখ্যান বলছিলো শেষ চার একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে তিনবার জিতেছিলো বাংলাদেশ। তবে বিশ্বকাপে (ICC World Cup 2023) সেই পরিসংখ্যানকে তুড়ি মেরে উড়িয়ে পূর্বের পড়শিদের বিপক্ষেও অনবদ্য জয় হাসিল করে নেয় ‘মেন ইন ব্লু।’

ভারত এবং বিশ্বকাপে (ICC World Cup 2023) টানা পঞ্চম জয়ের মাঝে বাধা হিসেবে দাঁড়িয়ে ছিলো নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ২০ বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় জয় ছিলো না টিম ইন্ডিয়ার। একই সাথে কাঁটার মত বিঁধছিলো কিউইদের বিপক্ষে ২০১৯ ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল এবং ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের স্মৃতি। রবিবার ধর্মশালা দেখলো এক নতুন ভারতীয় শিবিরকে। যারা পুরনো ফলাফল নিয়ে বিশেষ ভাবিত নয়, যাদের লক্ষ্য কেবল সামনে এগিয়ে চলা। বল হাতে  মহম্মদ শামি তুলে নেন ৫ উইকেট। ২৭৩ রানের লক্ষ্য সামনে রেখে মাঠে নেমে বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাদেজাদের ব্যাটিং-এ জয়ের রাস্তা খুঁজে নিলো ভারত। ধর্মশালার পাহাডের কোলে জন্ম হলো নতুন রূপকথার। এই জয়ের পর দিন দুয়েক ধর্মশালাতেই রয়েছেন ভারতীয় দল। ক্রিকেটারদের জন্য বিশেষ নিয়মাবলীরও ব্যবস্থা করেছে বিসিসিআই।

Read More: World Cup 2023: “যেন ভিডিও গেম…” বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডব অবিশ্বাস্য ঠেকছে নেটজনতার !!

ট্রেকিং-এ ‘না’ ভারতীয় বোর্ডের-

Virat Kohli in Dharamshala | ICC World Cup 2023 | Image: Twitter
Virat Kohli in Dharamshala | ICC World Cup 2023 | Image: Twitter

একটানা ম্যাচ খেলার পর বেশ কয়েকদিনের বিরতি পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ২২ তারিখ ম্যাচ ছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের আগামী ম্যাচ এক সপ্তাহ পর, ২৯ তারিখ। প্রতিপক্ষ ইংল্যান্ড। খেলাটি হবে লক্ষ্ণৌর ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে। কিউইদের বিপক্ষে কঠিন যুদ্ধ জিতে ওঠার পুরষ্কার হিসেবে ক্রিকেটারদের দিনদুয়েকের ছুটি দিয়েছে ভারতীয় বোর্ড। এখুনি ফিরতে হচ্ছে না ব্যাট-বলের বৃত্তে। নেটে ঢুকে পড়তে হচ্ছে না বিরাট কোহলি, রোহিত শর্মাদের (Rohit Sharma)। হিমাচল প্রদেশের ধর্মশালায় মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেট তারকাদের কাছে। ২৫ তারিখ লক্ষ্ণৌর উদ্দেশ্যে রওনা হবে দল। সেখানে দিন তিনের অনুশীলন এবং তারপর বাইশ গজের যুদ্ধে বেন স্টোকস, জো রুটদের মুখোমুখি হবেন শামি-শ্রেয়স-বুমরাহ’রা।

ক্রিকেটারদের ‘রিল্যাক্স’ করার সুযোগ দিলেও বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঝপথে বিধিনিষেধহীন ভাবে সময় কাটানোর ছাড়পত্র অবশ্যই দেয় নি বিসিসিআই। শহরের মধ্যে যে কোনো জায়গায় যাওয়া গেলেও, ক্রিকেট তারকারা ধর্মশালায় ট্রেকিং করতে পারবেন না। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর এক কর্তা। ট্রেকিং-এর পাশাপাশি নিষেধাজ্ঞা থাকছে পাহাড়ি উপত্যাকায় প্যারা গ্লাইডিং করার ক্ষেত্রেও। এই জাতীয় অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেওয়া ক্রিকেটারদের চুক্তি বহির্ভুত বলে জানিয়েছেন বিসিসিআই কর্তা। একই সাথে তিনি জানান নিরাপত্তার খাতিরেই পাহাড়ি পথে ট্রেকিং করতে বারণ করা হয়েছে দল’কে।

Also Read: শেষ হচ্ছে স্টারের যাত্রা, মুকেশ আম্বানির ঝুলিতে ঢুকছে ক্রিকেট বিশ্বকাপ সহ বাকি টুর্নামেন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *