World Cup 2023: দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। অষ্টমবার এশিয়া কাপ জিতে বিশ্বকাপের (ICC World Cup 2023) আঙিনায় পা দিয়েছে তারা। ওয়ান ডে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চেও নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছেন রোহিত শর্মা,বিরাট কোহলি’রা। ব্যাটিং,বোলিং হোক বা ফিল্ডিং- ক্রিকেটের তিন বিভাগেই প্রতিপক্ষ দলকে কয়েক যোজন পিছনে ফেলতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। অবিশ্বাস্য ক্রিকেট খেলে টানা দশ ম্যাচ জিতে ভারত জায়গা করে নিয়েছে বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে। বারো বছর আগে পাকস্তানকে মোহালির মাঠে হারিয়ে খেতাবী যুদ্ধের ময়দানে পৌঁছেছিলো ভারত। আর ২০২৩-এ ফাইনালের ছাড়পত্র মিললো ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে।
গত বুধবার নিজেদের ফাইনালের টিকিট পাকা করেছিলো ভারত। এরপর অপেক্ষা ছিলো অন্তিম যুদ্ধে প্রতিপক্ষ কে হয়,তা জানার। গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালের ফলাফল সামনে আসতেই সকল জল্পনার অবসান হলো। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছালো অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চায় না ভারত। চলছে ফাইনালের স্ট্র্যাটেজি নির্মাণ। বিশেষজ্ঞদের ধারণা আহমেদাবাদে অজি বধের কাণ্ডারী হতে পারেন রবিচন্দ্রণ অশ্বিন।
Read More: এই ৩ কারণের জন্য অস্ট্রেলিয়াকে ফাইনালে পরাজিত করবে টিম ইন্ডিয়া !!
WTC ফাইনালে অশ্বিনকে ছাড়া ভুগেছিলো ভারত-

বিশ্বকাপের (ICC World Cup 2023) মত আইসিসি আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়ার। নর্থ লন্ডনের কেনিংটন ওভালে সম্মুখসমরে নেমেছিলো দুই দল। দল সাজানোর সময় মস্ত ভুল করে বসেছিলেন অধিনায়ক রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী পয়লা নম্বর বোলার হওয়া সত্ত্বেও তাঁরা বাদ দেন রবিচন্দ্রণ অশ্বিনকে।
অশ্বিনকে না খেলিয়ে চার পেসারের ছক সাজিয়েছিলো ভারত। শামি,সিরাজের সাথে খেলানো হয়েছিলো উমেশ যাদব এবং শার্দুল ঠাকুরকে। ব্যুমেরাং হয়ে ফিরেছিলো এই পরিকল্পনা। ব্যাটিং বান্ধব উইকেটে বিশেষ কার্যকরী হন নি চার পেসারই। বরং দ্বিতীয় ইনিংসে যখন উইকেটের ফাটলকে কাজে লাগিয়ে ভারতকে বেকায়দায় ফেলেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ,তখন অশ্বিনের অভাব বারবার অনুভূত হয়েছিলো। টিম ই ন্ডিয়ার লজ্জার হারের পর এই নিয়ে রোহিত ও দ্রাবিড়কে বিস্তর সমালোচনাও শুনতে হয়।
আহমেদাবাদে খেলতে পারেন অশ্বিন-

ওভালে যে ভুল করে বসেছিলেন,তার পুনরাবৃত্তি সম্ভবত আহমেদাবাদে করবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ ফাইনালের একাদশে জায়গা পাবেন রবিচন্দ্রণ অশ্বিন। এশিয়া কাপে ভারতের ভালো বোলিং করলেও বিশ্বকাপে (ICC World Cup 2023) সেরা ছন্দে নেই কুলদীপ যাদব। তাঁকে সরিয়েই অভিজ্ঞ অশ্বিন’কে সুযোগ করে দিতে পারে ভারত। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজার সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে খেলবেন তিনি। শামি-বুমরাহ-সিরাজ পেস ত্রয়ী অটুট থাকার সম্ভাবনা।
বিশ্বকাপের ফাইনালের মত ম্যাচে অশ্বিনকে খেলানোর অন্যতম কারণ তাঁর অভিজ্ঞতা। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। বরাবরই তাঁকে অস্ট্রেলিয়ার ত্রাস হয়ে উঠতে দেখা গিয়েছে৷ বিশ্বকাপের ( ICC World Cup 2023) ভারত বনাম অস্ট্রেলিয়া যদ সিরিজ হয়েছিলো সেখানেও দুই ম্যাচে ৪ উইকেট নেন তিনি। এমনকি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিন খেলেছিলেন ও সফল হয়েছিলেন। এরপর আর সুযোগ না এলেও একেবারে ফাইনালে শিকে ছিঁড়তে পারে তাঁর।