world-cup-anushkar-congratulates-kohli

World Cup 2023: থামানো যাচ্ছে না টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচনাটা করেছিলো ভারতীয় দল। এরপর একে একে তারা হারিয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানকে। চতুর্থ ম্যাচে বাংলাদেশ খানিক চ্যালেঞ্জ জানাতে পারে ‘মেন ইন ব্লু’কে, ভেবেছিলেন অনেক বিশেষজ্ঞ। সাম্প্রতিক অতীতে টিম ইন্ডিয়ার (Team India) বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান তেমনই ইঙ্গিত দিয়েছিলো। কিন্তু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাস্তবে দেখা গেলো সম্পূর্ণ উলটো ছবি। ভারত শুধু জয় ছিনিয়ে নিলো না, বরং প্রতিপক্ষকে দুমড়ে দিয়ে বুঝিয়ে দিলো যে বারো বছর পর বিশ্বকাপের (ICC World Cup) ট্রফি ফের একবার হাতে তুলতে কতটা মরিয়া তারা। ব্যাটিং হোক বা বোলিং অথবা ফিল্ডিং, যে স্তরের ক্রিকেট গতকাল মাঠে দেখালেন ভারতীয় তারকারা, তার আশেপাশেও আসতে পারলো না বাংলাদেশ দল।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শুরুটা ভালো করেছিলেন তানজিদ হাসান এবং লিটন দাস (Litton Das)। দুজনেই অর্ধশতরান করেন। তবে ওপেনিং জুটি ভাঙার পর সমস্যায় পড়ে বাংলাদেশ। অনবদ্য বোলিং করে টিম ইন্ডিয়াকে চালকের আসনে বসান কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা। শেষলগ্নে মাহমুদুল্লাহ রিয়াদের ৪৬ রানের ক্যামিও টাইগারদের পৌঁছে দেয় ২৫৬ রানে। রান তাড়া করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং রোহিত-শুভমানের। তাঁরা আউট হওয়ার পর মাঝের ওভারগুলিতে বিরাট কোহলির (Virat Kohli) ক্যারিশমায় ভারত এক মুহূর্তের জন্যও অবশ্য ফেভারিটের আসন থেকে সরে নি। ইনিংসের শেষভাগে এসে গিয়ার বদলান কোহলি। নাসুম আহমেদকে ছক্কা মেরে সম্পূর্ণ করেন নিজের শতরান। ৫১ বল বাকি থাকতেই ভারতকে এনে দেন কাঙ্ক্ষিত জয়। ‘বিরাট’ শতরান মুগ্ধ করেছে স্ত্রী অনুষ্কাকে (Anushka Sharma)। স্বামীকে শুভেচ্ছা জানাতে ভোলেন নি তিনি।

Read More: World Cup 2023: “ট্রফি জয় আটকাবে কে?”, এই তিন মূর্তি এক সাথে থাকলে ভারতের বিশ্বকাপ জয় শুধু সময়ের অপেক্ষা !!

ইন্সটাগ্রামে বিরাট’কে শুভেচ্ছা অনুষ্কার-

Virat Kohli | ICC World Cup 2023 | Image: Getty Images
Virat Kohli | ICC World Cup 2023 | Image: Getty Images

২০১৫ সালে বিশ্বকাপের (ICC World Cup) আসরে শেষ শতরান এসেছিলো বিরাট কোহলির ব্যাটে। তারপর আট বছর অপেক্ষা করতে হলো তিন অঙ্কের রান স্পর্শ করার জন্য। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি অর্ধশতক করলেও একবারও শতরান করতে পারেন নি। চলতি বিশ্বকাপেও (ICC World Cup 2023) এর আগে দুটি অর্ধশতরান করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেছিলেন ৮৫ রান করে। গতকাল শতরান না পাওয়ার আক্ষেপ মিটিয়ে নিলেন তিনি। ইনিংসের শেষ দিকে যখন জয়ের জন্য প্রয়োজনীয় রান ক্রমে কমে আসছিলো, তখন কে এল রাহুল সিঙ্গল না নিয়ে শতক পেতে সাহায্য করেন বিরাটকে (Virat Kohli)। শেষ অবধি নাসুম আহমেদকে ছক্কা মেরে মাইলস্টোন স্পর্শ করেন। ৪৮তম ওয়ান ডে শতরান সম্পূর্ণ করেন তিনি। ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকরের থেকে মাত্র একটি শতরান দূরে এখন ‘কিং কোহলি’। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮তম শতরান হলো তাঁর।

পাকিস্তানের বিরুদ্ধে আহমেদাবাদের ম্যাচে দর্শকাসনে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কিন্তু পুনের গ্যালারিতে দেখা যায় নি তাঁকে। মাঠে না এলেও অনুষ্কার চোখ ছিলো ম্যাচে। ১০৩* করে স্বামী বিরাট কোহলি ম্যাচ জেতানোর পর তাঁর অগণিত ভক্তের মত অনুষ্কাও (Anushka Sharma) সমাজমাধ্যমকে বেছে নেন শুভেচ্ছা জানানোর জন্য। বেশী কিছু লেখেন নি বলিউড অভিনেত্রী। ভারতীয় দলের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজের একটি পোস্ট নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে তাতে জুড়ে দিয়েছেন একটি চুম্বনের ইমোজি। পাশে রয়েছে হৃদয়ের ইমোজিও। বিরাটের (Virat Kohli) ইনিংস যে তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছে, দুটি ইমোজির মাধ্যমেই তা বুঝিয়ে দিয়েছেন কোহলি-ঘরণী।

দেখে নিন অনুষ্কার ইন্সটাগ্রাম স্টোরিটি-

Anushka Sharma's Instagram Story | ICC World Cup 2023 | Image: Instagram
Anushka Sharma’s Instagram Story | Image: Instagram

Also Read: World cup 2023: বিরাটের শতরানের জন্য বড় আত্মবলিদান কেএল রাহুলের, কোহলির মাইলস্টোনের জন্য করলেন এই দুর্দান্ত কাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *