Asia Cup 2023
IND vs PAK | Image: Getty Images

World Cup 2023: ভারতে ফিরছে বিশ্বকাপের আমেজ। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-এর পর চতুর্থবার ক্রিকেটদুনিয়ার গ্রেটেস্ট শো চাক্ষুস করার সুযোগ পাচ্ছে ভারতবাসী। তবে আগের তিনবারের চেয়ে এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) অনেকটাই আলাদা, অনেকটাই স্পেশ্যাল। এর আগে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মত দেশের সাথে আয়োজক হিসেবে মঞ্চ ভাগ করে নিতে হয়েছিলো দেশকে। ১৯৯৬ সালে তো ফাইনাল আয়োজনের সুযোগও পায় নি ভারত। কিন্তু এবার পেয়েছে একক দায়িত্ব। দেশের দশ শহরে ৪৬ দিন ধরে হবে ৪৮টি ম্যাচ। ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (ENG vs NZ) লড়াই দিয়ে শুরু হবে বিশ্বখেতাবের যুদ্ধ। চলবে ১৯ নভেম্বর অবধি। উদ্বোধন এবং ফাইনাল হবে আহমেদাবাদে। আর দুটি সেমিফাইনাল আয়োজনের দায়িত্বে ওয়াংখেড়ে এবং ইডেন গার্ডেন্স।

প্রতিবারের মত ২০২৩ বিশ্বকাপেও (ICC World Cup 2023) আলোচনার কেন্দ্রে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দুই প্রতিবেশী দেশের বাইশ গজের দ্বৈরথ বরাবরই ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বলে পরিগণিত হয়। তার সাথে এইবার এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে ভারত বনাম পাকিস্তান ক্রিকেট কূটনীতির লড়াই আলাদা মাত্রা যোগ করেছে এই ম্যাচের আবহে। ১৯৯২ সালে বিশ্বকাপের মঞ্চে প্রথম মুখোমুখি হয়েছিলো ভারত এবং পাকিস্তান। এরপর থেকে একমাত্র ২০০৭ সাল বাদে প্রতি বিশ্বকাপেই হয়েছে ক্রিকেটের এল-ক্লাসিকো। এবং ৭ ম্যাচের ৭টিই জিতেছে ভারতীয় দল। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের মাঠকে বেছে নেওয়া হয়েছে এই ম্যাচের জন্য। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের কাছে চ্যালেঞ্জ ধারাবাহিকতা বজায় রাখার। আর নতুন ইতিহাস লেখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান।

Read More: World Cup 2023: পাকিস্তানের দাবী মানার পথে ICC? বদলাতে চলেছে ভারত-পাক ম্যাচের দিনক্ষণ !!

চড়া দরে বিকোচ্ছে বিজ্ঞাপন-

IND VS PAK | ICC World Cup 2023 | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

 

বিশ্বকাপের (ICC World Cup 2023) মত মেগা ইভেন্ট মানেই ক্রিকেটের পাশাপাশি রকমারি বিজ্ঞাপন। ক্রিকেটকে সামনে রেখে প্রত্যেক সংস্থাই নিজেদের পণ্যকে বিপণনের কাজটা সেরে ফেলতে চায় এই সময়। নানা দেশের বহু ক্রিকেটারকেও দেখা যায় বিভিন্ন বিজ্ঞাপনে মুখ দেখাতে। এর আগে বিভিন্ন ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে একসাথে দেখা গিয়েছে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), শাহরুখ খানের মত সেলিব্রিটিদের। এবারও যে ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। অনেক ক্রিকেট অনুরাগী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বিশ্বকাপের সময় নতুন কি বিজ্ঞাপন টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে তা দেখার জন্য।

দর্শকসংখ্যা অনুযায়ী বিজ্ঞাপনের মূল্য সংস্থাগুলিকে সাধারণত সম্প্রচারকারী চ্যানেলকে দিতে হয়। এর আগে ভারত-পাক ম্যাচের দর্শকসংখ্যা ছাড়িয়ে গিয়েছিলো ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি। এবারও তেমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। তাই পাল্লা দিয়ে বেড়েছে বিজ্ঞাপনের  স্লট’ও।বিশ্বকাপ (ICC World Cup 2023) সম্প্রচার করতে চলেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। কিছু মাস আগে আইপিএল’ও টেলিভিশনে দেখিয়েছে তারা। তবে ডিজিটাল সম্প্রচারের স্বত্ব তারা হারিয়েছিলো জিও সিনেমার কাছে। বিশ্বকাপে অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই স্টার নেটওয়ার্কের। টিভিতে স্টার স্পোর্টসের পর্দায় দেখা যাবে টুর্নামেন্ট। আর অনলাইন স্ট্রিমিং করা যাবে হটস্টারে।

Exchange4media (E4M) সূত্রে খবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিনই বিজ্ঞাপনের দর সবচেয়ে বেশী হাঁকছে স্টার। ক্রিকেটের এল-ক্লাসিকোর দিন টেলিভিশনে স্টার স্পোর্টসের পর্দায় একটি দশ সেকেন্ডের বিজ্ঞাপন দেখাতে গেলে গুণতে হতে পারে ৩০ লাখ টাকা। মোবাইল স্ট্রিমিং-এর ক্ষেত্রে বিজ্ঞাপনের দর খানিক কম। ১০ সেকেন্ডের জন্য সেক্ষেত্রে খরচ করতে হবে ১২ লাখ টাকা। বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023)। সেখানে টেলিভিশনের জন্য ভারত বনাম পাক ম্যাচে দশ সেকেন্ড বিজ্ঞাপনের দর হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা।

দিনক্ষণ বদলাতে পারে ভারত-পাক ম্যাচের-

IND VS PAK | ICC World Cup 2023 | Image: Getty Images
IND VS PAK | Image: Getty Images

আহমেদাবাদে খেলা নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে পাকিস্তান। ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে চিন্তিত তারা। একই সাথে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের ম্যাচের ভেন্যু বদলের আবেদনও করা হয়েছে তাদের তরফ থেকে। পাক দলের দাবী অবশ্য মানতে রাজী নয় টুর্নামেন্টের আয়োজক আইসিসি (ICC)। খসড়া সূচিকেই মান্যতা দিয়েছে তারা। ভারত-পাক ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়াম। অস্ট্রেলিয়া ম্যাচও সরে নি বেঙ্গালুরু থেকে। আফগানিস্তানের বিরুদ্ধেও চেন্নাইতেই খেলতে হচ্ছে পাকিস্তানকে।

ভেন্যু বদল না হলেও ভারত-পাক (IND vs PAK) ম্যাচের তারিখ বদল হতে পারে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিং খবর অনুযায়ী ম্যাচ এগিয়ে আনার ভাবনা-চিন্তা রয়েছে আয়োজকদের। ১৫ তারিখ নবরাত্রির প্রথম দিন। গোটা গুজরাত জুড়ে সেদিন চলবে উৎসব। তার মাঝে ভারত-পাকের মত বড় ক্রিকেট ম্যাচ হলে পুলিশ-প্রশাসনের পক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করা সমস্যার হয়ে উঠতে পারে। সেই কথা মাথায় রেখেই ১৫ তারিখের বদলে ১৪ অক্টোবর অর্থাৎ শনিবার আয়োজন করা হতে পারে ম্যাচ। তবে ১৪ তারিখ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (NZ vs BAN) এবং ইংল্যান্ড বনাম আফগানিস্তান (ENG vs AFG) ম্যাচও রয়েছে। সেক্ষেত্রে পূর্বনির্ধারিত সূচিতে কি রকম বদল আসে তা এখনও জানানো হয় নি আইসিসি’র তরফে।

Also Read: World Cup 2023: বিশ্বকাপে KL রাহুলের প্রত্যাবর্তনের ফলে ভারতীয় দলে জায়গা হারাতে চলেছেন দুই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *