IND vs PAK

World Cup 2023: চলতি বছরের ৫ অক্টোবর শুরু হতে চলেছে একদিনের বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ৪৬ দিন ব্যপী প্রতিযোগিতায় হবে ৪৮টি ম্যাচ। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। এই নিয়ে চতুর্থবার ভারতের মাটিতে বসতে চলেছে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর। এর আগে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালে দেশে বিশ্বকাপ (ICC World Cup 2023) হলেও আয়োজক হিসেবে ভারতকে মঞ্চ ভাগ করে নিতে হয়েছিলো পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার সাথে। তবে ২০২৩ সালে প্রথমবার মিলেছে একক দায়িত্ব। তাই এই বিশ্বকাপকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে চেষ্টার ত্রুটি রাখছে না ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্টেডিয়ামের আধুনিকীকরণ কর্মসূচী। ১২ স্টেডিয়ামের মানোন্নয়নের জন্য মোট ৫০০ কোটি টাকা খরচ করছে বোর্ড।

গত মঙ্গলবার, অর্থাৎ প্রতিযোগিতা শুরুর ঠিক ১০০ দিন আগে বিশ্বকাপের সূচী প্রকাশ করেছে আইসিসি। মোট ১০টি মাঠে হবে মূলপর্বের খেলা। এছাড়াও প্রস্তুতি ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে গুয়াহাটি এবং তিরুঅনন্তপুরমকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ অক্টোবর নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। বিশ্বকাপ মানেই সকলের নজর থাকে ভারত বনাম পাকিস্তানের দিকে। রাজনৈতিক কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আজকাল নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। ফলে বিশ্বকাপ বা এশিয়া কাপের মত প্রতিযোগিতায় যখনই মুখোমুখি হয় দুই প্রতিবেশী দেশ, তখন উত্তেজনার পারদ চড়ে সপ্তমে।

এর আগে একদিনের বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারত জিতেছে ৭টি ম্যাচই। ২০২৩ বিশ্বকাপের সূচী অনুযায়ী ১৫ অক্টোবর আহমেদাবাদে রয়েছে ভারত বনাম পাকিস্তান। এই মেগা ম্যাচ নিয়ে ইতিমধ্যেই বইছে টেনশনের চোরাস্রোত। উত্তেজনার আবহে ফিরে দেখা যাক ৫টি মন্তব্য যা এই দ্বৈরথের আবহকে উত্তপ্ত করে তুলেছিলো।

Read More: World Cup 2023: বিশ্বজয়ের লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ‘টিম ইন্ডিয়া’, সূচি প্রকাশ করলো ICC !!

IND vs PAK | ICC World Cup 2023 | Image: Twitter

১৯৯৬ সালের ঘটনা, বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ভারতের দেওয়া ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করছিলেন পাকিস্তানের ব্যাটাররা। পেসার ভেঙ্কটেশ প্রসাদকে অফ-সাইডে একটি দুরন্ত চার মারেন আমির সোহেল। আঙুল দিয়ে বাউন্ডারির দিকে ইঙ্গিত করেন তিনি। বলেন, “আবার ওখানেই মারবো।” মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে চিন্নাস্বামী স্টেডিয়ামের আবহাওয়া। বেঙ্গালুরুর মাঠে সোহেলের বিক্রম অবশ্য পরের বলেই থামিয়ে দেন ভেঙ্কটেশ প্রসাদ। উড়িয়ে দেন পাক ব্যাটারের অফস্টাম্প। সেই ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।

IND vs PAK | ICC World Cup 2023 | Image: Twitter

বিতর্কিত মন্তব্য করে ভারত-পাক ম্যাচের আগে হাওয়া গরম করতে শোনা গিয়েছিলো টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার হরভজন সিং-কে (Harbhajan Singh)। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো দুই দলের। আত্মবিশ্বাসী হরভজন বলেছিলেন পাকিস্তানের উচিৎ ভারতকে ওয়াকওভার দিয়ে দেওয়া। ম্যাচে অবশ্য দেখা গিয়েছিলো উলটো ছবি। ভারতের ছুঁড়ে দেওয়া ১৫২ রানের লক্ষ্যমাত্রা কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলে পাকিস্তান। তারা জেতে ১০ উইকেটে।

IND vs PAK | ICC World Cup 2023 | Image: Twitter

ভারত বনাম পাকিস্তান ম্যাচের অন্যতম চরিত্র শাহীদ আফ্রিদি (Shahid Afridi)। বরাবরই সংবাদমাধ্যমের ফোকাসে থেকেছেন তিনি। আইসিসি’র হয়ে একটি প্রতিবেদন লিখেছিলেন তিনি। সেখানে আফ্রিদি দাবী করেন মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেনো, দিনের শেষে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা অনেকেই একে অপরের বন্ধু। তবে এর ব্যতিক্রম যে রয়েছে তাও স্বীকার করেন তিনি। উদাহরণস্বরূপ বলেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কথা। গম্ভীর বিশেষ সামাজিক নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। প্রসঙ্গত খেলার মাঠে আফ্রিদি এবং গম্ভীর সংঘাত দেখেছে ক্রিকেটবিশ্ব।

IND vs PAK | ICC World Cup 2023 | Image: Twitter

ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকর সম্পর্কে মন্তব্য করে বিতর্কের বহর বাড়াতেও শোনা গিয়েছিলো আফ্রিদিকে (Shahid Afridi)। তিনি দাবী করেন পাকিস্তানের এক্সপ্রেস বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar) মুখোমুখি হওয়ার আগে নাকি ভয়ে কাঁপছিলেন শচীন (Sachin Tendulkar)। আফ্রিদি বলেন, “আমি ফিল্ডিং করছিলাম, আমি দেখছিলাম মহান শচীন তেন্ডুলকর শোয়েবকে খেলার সময় রীতিমত ভয়ে থরথরিকম্প।” যদিও নিজের কেরিয়ারে শোয়েবকে বহুবার মাঠের বাইরে আছড়ে ফেলেছেন শচীন। ২০০৩ বিশ্বকাপে তাঁর অনবদ্য আপার কাট’টি ক্রিকেট ইতিহাসের এক অমর ফ্রেম হয়ে রয়েছে।

Zaka Ashraf | ICC World Cup 2023 | Image: Twitter

নাজম শেঠি সরে যাওয়ার পর পাকিস্তানের ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে ফিরতে চলেছেন জাকা আসরাফ (Zaka Ashraf)। তাঁর একটি মন্তব্যকে ঘিরেও বেশ জলঘোলা হয়েছিলো। ২০১২ সালে যখন পাকিস্তান শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে এসেছিলো তখন তিনি নাকি ক্রিকেটারদের বলেছিলেন নিজেদের স্ত্রীদের সঙ্গে করে নিয়ে আসতে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আসরাফ জানান, “হ্যাঁ আমি বলেছিলাম স্ত্রীদের সঙ্গে নিয়ে যেতে। যাতে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনোরকম বিতর্ক তৈরি না হয়। স্ত্রীরা ক্রিকেটারদের চোখে চোখে রাখতে পারতেন।”

IND vs PAK | ICC World Cup 2023 | Image: Twitter

২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত হারিয়ে দিয়েছিলো পাকিস্তানকে। মোহালির মাঠে সেই ম্যাচ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন পাকিস্তানী উইকেটরক্ষক-ব্যাটার জুলকারনাইন হায়দার (Zulqarnine Haider)। তিনি বলেছিলেন সেই সেমিফাইনাল ম্যাচ নাকি গড়াপেটা হয়েছিলো। এমনকি প্রাক্তন পাকিস্তানী প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী এবং প্রেসিডেন্ট আসিফ আকলি জারদারীও নাকি সেই গড়াপেটার ঘটনায় যুক্ত ছিলেন। জুলকারনাইন হায়দার অবশ্য তাঁর বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেন নি। তবে বেশ বিতর্ক হয়েছিলো এই মন্তব্য ঘিরে।

Also Read: World Cup 2023: “লড়াইয়ের জন্য তৈরি…” বিশ্বকাপের আবহে শোয়েব আখতারকে জানিয়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *