wasim-jaffer-picks-ind-world-cup-squad

World Cup 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর থেকে ফের একবার খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। দক্ষিণ লন্ডনের কেনিংটন ওভালে গতকাল অর্থাৎ ১১ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরাশায়ী হয়েছে ভারতীয় দল। প্যাট কামিন্সের দল ‘টিম ইন্ডিয়া’কে হারিয়েছে ২০৯ রানে। এর আগে ২০২১ সালের বিশে টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ৮ উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিলো বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। তারপর অধিনায়ক বদলেও বিশেষ লাভ হয় নি। রোহিত শর্মার (Rohit Sharma) ভারতেরও ট্রফির ক্যাবিনেট আপাতত শূন্য। বিরাটকে (Virat Kohli) সরানোর পর রোহিতের হাত ধরে বড় টুর্নামেন্টে সাফল্যের আশা করেছিলো ভারতীয় দল। কিন্তু ২০২২-এর এশিয়া কাপ, ২০২২-এর টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩-এর টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ-কোনো আসরেই সাফল্যের ধারেকাছেও যেতে পারে নি তারা। এমতাবস্থায় চলতি বছরের অক্টোবর-নভেম্বরে আয়োজিত হতে চলা একদিনের বিশ্বকাপ রোহিত (Rohit Sharma) ও তাঁর দলের কাছে শেষ সুযোগ হতে চলেছে। দীর্ঘ এক দশক আইসিসি প্রতিযোগিতায় ট্রফি আসে নি ভারতের ঝুলিতে। বিশ্বকাপকে পাখির চোখ করা ছাড়া তাই উপায় নেই।

এবারের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে। এর আগে ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতে নিয়েছিলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ‘টিম ইন্ডিয়া।’ সেই সাফল্যকে ছুঁতে বদ্ধপরিকর রোহিত শর্মার দলের ক্রিকেটারেরা। দেশের মাঠে দর্শকদের ‘টুয়েলফথ ম্যান’ হিসেবে পাশে পাবে ভারত। ২০১১ থেকে আয়োজক দেশই জিতে আসছে বিশ্বকাপ। ভারতের পর ২০১৫ সালে জিতেছে অস্ট্রেলিয়া, ২০১৯ সালে জিতেছে ইংল্যান্ড। সেই ধারাবাহিকতা বজায় থাকুক, প্রচেষ্টা থাকবে তারই। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিসিআই। ১২ টি মাঠকে চিহ্নিত করা হয়েছে আয়োজক ভেন্যু হিসেবে। মাঠের উন্নতিকল্পে খরচ করা হচ্ছে ৫০০ কোটি টাকা। সম্ভবত আগামী ৫ অক্টোবর শুরু হতে চলেছে বিশ্বকাপের লড়াই। ফাইনাল আয়োজিত হতে পারে ১৯ নভেম্বর। সম্প্রতি এক জনপ্রিয় ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইটের তরফ থেকে প্রতিযোগিতায় ভারতের সম্ভাব্য সূচিও প্রকাশ করা হয়েছে। নক-আউট পর্বের আগে ৯টি রুদ্ধশ্বাস ম্যাচে অংশ নিতে পারে ভারতীয় দল।

Read More: WTC Final 2023: “কী ভেবে টস জিতে প্রথমে বোলিং করলে?”, ওভাল টেস্ট হেরে ট্রফি খোয়ানোয় দ্রাবিড়কে একহাত সৌরভের !!

বিশ্বকাপ আয়োজন করবে ১২ শহর-

Eden Gardens | World Cup 2023 | Image: Twitter
Eden Gardens | Image: Twitter

এর আগে তিনবার একদিনের বিশ্বকাপের ম্যাচ হয়েছে ভারতে। কিন্তু প্রতিবারই আয়োজনের দায়িত্ব বিসিসিআই’কে ভাগ করে নিতে হয়েছে উপমহাদেশের অন্য কোনো দেশের সাথে। কখনও পাকিস্তান আবার কখনও বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে একযোগে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। এবারই প্রথম একক দায়িত্বে ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে ভারতীয় বোর্ড। কোনোরক্ম ফাঁক প্রস্তুতিতে রাখতে রাজী নন রজার বিনি (Roger Binny), জয় শাহ’রা (Jay Shah)। ক্রিকবাজের খবর অনুযায়ী ১২টি শহরকে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেগুলি হলো- – আহমেদবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লী, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বই আয়োজক শহরের তালিকায় মোহালি, জয়পুর, কটকের নাম না থাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আক্ষেপের সুর শোনা গিয়েছে ক্রিকেট মহলের অন্দরে।

১৯৮৭ সালে বিশ্বকাপের ফাইনাল হয়েছিলো কলকাতার ইডেন গার্ডেন্সে। ১৯৯৬ সালে ভারত নয়, ফাইনাল আয়োজন করেছিলো পাকিস্তান। ম্যাচ হয়েছিলো লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ২০১১ সালে ওয়াংখেড়ে দেখেছিলো খেতাবী লড়াই। এবার ফাইনাল কোথায়? চলছিলো জল্পনা। অবসান হয়েছে তারও। সূত্র মারফত জানা গিয়েছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম অর্থাৎ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই বসতে চলেছে ফাইনালের আসর। এমনকি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটিও খেলা হতে পারে এখানে।

ভারতের সম্ভাব্য বিশ্বকাপ ক্রীড়াসূচি-

Team India | World Cup 2023 | Image: Getty Images
Team India | Image: Getty Images

জনপ্রিয় ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত তথ্য অনুযায়ী এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের সামনে সুযোগ থাকছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের বদলা নেওয়ার। টুর্নামেন্টের গোড়াতেই ‘মেন ইন ব্লু’ মুখোমুখি হতে পারে অস্ট্রেলিয়ার। আগামী ৮ অক্টোবর ম্যাচটি আয়োজিত হতে পারে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। প্রতিযোগিতায় ভারতের দ্বিতীয় ম্যাচ হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে। ১১ অক্টোবর এই ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়াম। রশিদ খান (Rashid Khan), মহম্মদ নবিদের মহড়া নেওয়ার পরেই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচে মাঠে নামতে চলেছেন কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। ১৫ মার্চ আহমেদবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে দেশের মাটিতে ভারতের কাছ থেকে জয় চাইছেন সমর্থকেরা।

চতুর্থ ম্যাচে ভারত মুখোমুখি হবে আরেক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের। ১৯ অক্টোবর পুণেতে ‘টাইগার্স’দের বিরুদ্ধে মাঠে নামবেন শুভমান গিল’রা (Shubman Gill)। ২২ অক্টোবর পাহাড়ঘেরা ধর্মশালাতে নিউজল্যান্ডের চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকতে পারে ভারতের জন্য। ২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ আয়োজিত হতে পারে.২৯ অক্টোবর। লক্ষ্ণৌর একানা স্টেডিয়াম চাক্ষুস করতে পারে বিরাট-রোহিতদের। যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপে জায়গা করে নেবে দুই দল। তাদের মধ্যেই একটির বিরুদ্ধে ২ নভেম্বর মাঠে নামার কথা ভারতের। ম্যাচটি আয়োজিত হবে মুম্বইতে। এরপর ৫ নভেম্বর ভারত আসছে কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আয়োজিত হতে পারে ১১ নভেম্বর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বে সুযোগ পাওয়া দ্বিতীয় দলের বিরুদ্ধে খেলতে পারে ‘টিম ইন্ডিয়া।’ যে ১২ মাঠকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে গুয়াহাটি, ইন্দোর, রাজকোট এবং হায়দ্রাবাদ সম্ভবত ভারতের গ্রুপ ম্যাচ পাচ্ছে না বলেই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

Also Read: WTC Final: “চুনোপুটিদের সবাই হারাতে পারে, বড় ম্যাচেই বোঝা যায়…”, চাঁচাছোলা ভাষায় ভারতীয় দলকে আক্রমণ করলেন সুনীল গাওস্কর !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *