World Cup 2023: ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। উল্লেখ্য ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে এই ট্রফি জয়ের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে।
অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া
ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপে 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ। টিম ইন্ডিয়া তাদের শেষ লিগ ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। লখনউয়ের একনা স্টেডিয়ামে ২৯ অক্টোবর ভারত-ইংল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবথেক বড় ম্যাচ, অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই সূচী ঘোষণা হওয়ার পরই টুইটারে নেটিজেনদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয়ে যায়।
দেখে নিন টুইট চিত্র:
Must watch games in Ahmedabad Eng vs Aus and other will be hyped much. #WorldCup2023
— Ak Gujarati (@ak_tweetz) June 27, 2023
If India qualify for semis, they will play in Mumbai unless playing against Pakistan, in which case they will play in Kolkata#WorldCup2023 https://t.co/DqAUmMGee2
— Debasis Sen (@debasissen) June 27, 2023
All the matches of team India will start from 2pm.
– No Day matches (10.30am start) for India!#ICCWorldCup2023#indvspak #WC2023 #CWC23 #Pooja #DaleSteyn #Wankhede #IndianCricketTeam #Hyderabad #Ahmedabad #Kohli #Rohit #RinkuSingh #NarendraModiStadium #WorldCup2023 #Ukraine pic.twitter.com/oZBwe4dgD2
— SAI_0605 (@nlokeshsai) June 27, 2023
Prediction for World Cup 2023 final
Virender Sehwag: “India vs Australia.” 🔥🏏
Muttiah Muralitharan: “India vs England.” 🔥🏏#sehwag #muralitharan #IndianCricket #Australiancricket #EnglandCricket #WorldCup2023 #ICC #Insidesport #crickettwitter pic.twitter.com/nl5JJAIkL6
— InsideSport (@InsideSportIND) June 27, 2023
Talking points:
If West Indies qualify, they will be Q1 irrespective of where they finish in the Qualifiers
If SL qualify, they will be Q2 irrespective of where they finish in the Qualifiers
If Pakistan qualify for the semi-finals, they will play in Kolkata#WorldCup2023— Debasis Sen (@debasissen) June 27, 2023