ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ, দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডকে পরাস্ত করলো শাই হোপের দল !! 1

WI vs ENG: শনিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ম্যাচে আবার পরাস্ত হয়, তবে গতকাল ম্যাচে দুরন্ত কামব্যাক করলো ইংল্যান্ড বাহিনী। ওয়েস্ট ইন্ডিজ দল রিতিমতন ছন্নছাড়া, সদ্য সমাপ্ত হওয়া ওডিআই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যার্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার ক্যারিবিয়ান ইতিহাস ঘটিয়ে ফেললো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে দুটি ম্যাচে জিতে নিল ক্যারিবিয়ানরা। পাশাপাশি দীর্ঘ ২৫ বছরে প্রথম সিরিজ জয় করলো শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ।

খারাপ ফর্ম বজায় রাখলো ইংল্যান্ড

WI vs ENG
WI vs ENG | Image: Getty Images

তবে, বিশ্বকাপের অফফর্ম বজায় রাখলো ইংল্যান্ড, বিশ্বকাপে সবথেকে বাজে ফর্মে ছিল ইংল্যান্ড। গত ২৫ বছরের মধ্যে এই প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ওডিআই সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ (WI vs ENG)। স্বাভাবিক ভাবে এই জয় উইন্ডিজ দলকে অনেকটা স্বস্তি দেবে। দুই ম্যাচের সিরিজে ১-১ পর্যায়ে থাকার পর সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। যদিও বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকায় ওভার কমিয়ে ৪০ করা হয়। ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট সর্বোচ্চ ৭৩ বলে ৭১ রানের ইনিংস খেলেন। ৬ টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে এই রান বানান তিনি।

সিরিজ জয় করলো ওয়েস্ট ইন্ডিজ

WI vs ENG
WI vs ENG | Image: Getty Images

পাশাপশি অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) ৫৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। ৪০ ওভারে ২০৬ রান তোলে ইংল্যান্ড। ৩ টি করে উইকেট নেন ম্যাথিউ এবং জোসেফ। পাশাপাশি রোমারি শেফার্ড দুটি উইকেট নেন। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারান ব্র্যান্ডন কিং। চাপের মধ্যে থাকা উইন্ডিজ দলকে ভরসা যোগায় আলিক আথানজে এবং কেসি কার্টি। আলিক ৭ টি চারের সাহায্যে ৪৫ রান করে ফিরে যান, পাশাপাশি কার্টি ৫ টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে ৫৮ বলে ৫০ রান করেন।

৩১.৪ ওভারে ১৯১ রান ৬ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ, জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র ১৬ রান। তবে বৃষ্টি আবার খেলার সৌন্দর্য নষ্ট করে। তবে DLS মথডে উইন্ডিজ দলকে জয়ী ঘোষণা করা হয়। ১৯৯৮ সালের পর দীর্ঘ ২৫ বছর পর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই সিরিজ (WI vs ENG) জয় করলো উইন্ডিজ।

Read More: WI vs ENG: ইংল্যান্ড বধের কৃতিত্ব MS ধোনিকে দিলেন শে হোপ, শতরানের পর মাতলেন মাহি বন্দনায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *