বিরাট সমস্যায় জাড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলী (Vinod Kambli)। তাঁর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনে অভিযোগ এনেছেন স্বয়ং কাম্বলীর স্ত্রী। পশ্চিম বান্দ্রায় নিজেদের বাসভবনে মদ্যপ অবস্থায় স্ত্রী ও পুত্রকে শারীরিক নির্যাতন করেছেন কাম্বলী। অভিযোগ এমনই। ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বতপ্রণোদিত হয়ে অস্ত্র দ্বারা আঘাত করার চেষ্টা) ও ৫০৪ (অপমান) ধারা অনুযায়ী এফ আই আর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে বান্দ্রা পুলিশ সূত্রে। বান্দ্রা পুলিশ জানিয়েছে গত শুক্রবার দুপুর ১টা থেকে ১:৩০ এর মধ্যে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও পুত্রের ওপর চড়াও হন কাম্বলী (Vinod Kambli)। প্রথমে স্ত্রী’কে লক্ষ্য করে একটি রান্নার প্যানের হাতল ছুঁড়ে মারেন কাম্বলী। সেটির আঘাতে মাথায় চোট পেয়েছিলেন তিনি। পুরো ঘটনাটির প্রত্যক্ষদর্শী কাম্বলীর ১২ বছরের পুত্র। মায়ের ওপর শারীরিক নির্যাতনে বাধা দেয় কিশোর পুত্র বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।
বিষয়টি দেখছে পুলিশ, জানাচ্ছেন কাম্বলীর স্ত্রী-

গোটা ঘটনায় মানসিক ধাক্কা পেয়েছেন কাম্বলীর স্ত্রী। তিনি জানিয়েছেন, “আমরা ওঁকে (কাম্বলীকে) নিরস্ত করার অনেক চেষ্টা করেছি। কিন্তু ও কোনো কারণ ছাড়াই আমাদের অকথ্যা গালাগাল দিতে থাকে। অকারণে আমাদের আঘাত করতে উদ্যত হয় ও। রান্নার প্যানের হাতল দিয়ে আঘাত করার পর ব্যাট হাতেও তেড়ে যান কাম্বলী। কোনোরকমে ওকে নিরস্ত করে আমি সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে যাই।” এই ঘটনার পরে মুম্বইয়ের ভাবনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছিলেন কাম্বলীর (Vinod Kambli) স্ত্রী। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন। স্বামীর বিরুদ্ধে এক এই আর লেখান। দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন কাম্বলী ও তাঁর স্ত্রী আন্দ্রেয়া হিউইট (Andrea Hewitt)। আইনি মতে বিবাহ করেছেন আগেই। তবে ক্যাথলিক রীতিনীতি মেনে গির্জায় দু’জনে বিয়ে সেরেছিলেন ২০১৪ সালে। তাঁদের দু’জনের জেসাস ক্রিশ্চিয়ানো নামে এক সন্তান রয়েছে।
বিতর্কে আগেও জড়িয়েছেন কাম্বলী-

বিতর্ক অবশ্য বিনোদ কাম্বলীর (Vinod Kambli) জীবনে নতুন কিছু নয়। গত বছরের ফেব্রুয়ারী মাসেই মুম্বই পুলিশ গ্রেফতার করেছিলো তাঁকে। হাউজিং সোশ্যাইটির গেটে গাড়ি নিয়ে ধাক্কা মেরেছিলেন তিনি। সংবাদসংস্থা PTI সূত্রে পাওয়া খবর অনুযায়ী সোশ্যাইটির ওয়াচম্যানের সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। কথা কাটাকাটি হয় হাউজিং সোশ্যাইটির কয়েকজন বাসিন্দার সাথেও। নিজের ক্রিকেট কেরিয়ারেও বেহিসেবী, “ব্যাড বয়’ ইমেজ বজায় রেখেছিলেন তিনি। অসংযমী জীবনযাপনের কারণেই নিজের প্রতিভার সঠিক প্রতিফলন ক্রিকেট মাঠে দেখাতে পারেন কাম্বলী (Vinod Kambli)। এমনটাই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।
বিনোদ কাম্বলীর ক্রিকেট কেরিয়ার-

স্কুল ক্রিকেটের সময় থেকেই ভারতের সংবাদমাধ্যমের নজরে ছিলেন বিনোদ কাম্বলী (Vinod Kambli)। শচীন তেন্ডুলকরের সাথে সারদাশ্রম স্কুলের হয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েছিলেন তিনি। দু’জনে এক কালে খুব কাছের বন্ধুও ছিলেন। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলার পুরষ্কার হিসেবে ১৯৯১ সালে জাতীয় দলে দাক পেয়েছিলেন তিনি। ভারতের জার্সিতে সাড়া জাগিয়ে শুরু করেছিলেন বিনোদ কাম্বলী (Vinod Kambli)। পরপর দুই টেস্টে দ্বিশতরান করার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। কেরিয়ারে ১৭টি টেস্ট এবং ১০৪টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে রান করেছেন ১০৮৪ এবং একদিবসীয় ম্যাচে করেছেন ২৪৭৭ রান। ২০০০ সালের পরে জাতীয় দলের জার্সিতে অবশ্য দেখতে পাওয়া যায় নি কাম্বলীকে।
Read More: হাইকোর্টের রায়ে স্বস্তিতে সৌরভ গাঙ্গুলি, এই বিষয় নিয়ে হয়েছিল মামলা !!