wi-vs-ind-yashasvi-jaiswal-falls-early

তWI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টি-২০তে হারের পর আজ তৃতীয় ম্যাচে অস্তিত্ব রক্ষার লড়াইতে নেমেছে ভারতীয় দল। টসে জিতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল (Rovman Powell)। প্রত্যাবর্তনের ম্যাচে কুলদীপ যাদব ৩ উইকেট পেলেও প্রতিপক্ষকে ১৫৯ রানের নীচে আটকে রাখতে পারে নি ভারত। মন্থর পিচে ১৬০ রানের লক্ষ্য তাড়া করে যে কঠিন হবে তা বলাই বাহুল্য। শুরু থেকে স্কোরবোর্ডকে তাই সচল রাখার প্রয়াস করতে দেখা গেলো টিম ইন্ডিয়ার দুই ওপেনারকে। আজ ঈশান কিষণের বদলে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দিয়েছে ভারত। শুভমান গিলের সাথে ওপেনিং করতে মাঠে নামেন তিনি।

টেস্ট ক্রিকেটে কেরিয়ারের শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন যশস্বী। প্রথম ইনিংসেই ১৭তম ভারতীয় হিসেবে পেরিয়েছিলেন শতকের গণ্ডী। করেছিলেন ১৭১ রান। কিন্তু টি-২০ ক্রিকেটে শুরুটা ভালো হলো না তাঁর। স্নায়ুর চাপে যে ভুগছিলেন তা বোঝা গিয়েছিলো প্রথম বলেই। ডিপ মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়েছিলেন। ফিল্ডার থাকায় এক রানের বেশী পান নি। ওবেদ ম্যাকয়ের প্রথম ওভারের চতুর্থ বলে লং অনের উপর দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকানোর প্রয়াসে মিস হিট করে বসেন তিনি। বল উঠে যায় আকাশে। ক্যাচ ধরতে কোনো রকম ভুল করেন নি আলঝারি জোসেফ। মাত্র ১ রান করেই জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ইতি টানতে হলো তাঁকে। দলের ৬ রানের মাথায় সাজঘরে ফিরলেন যশস্বী।

দেখে নিন যশস্বীর উইকেটের ভিডিওটি-

Also Read: WI vs IND: “আজ সেরাটা দিতেই হবে…” তৃতীয় টি-২০তে ভারতীয় ব্যাটিং নিয়ে আশঙ্কায় নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *