WI vs IND: ওডিআই এবং টি-২০ মিলিয়ে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের অবস্থা বর্তমানে মোটেই চ্যাম্পিয়নসুলভ নয়। কিছুদিন আগেই জিম্বাবুয়ের মাটিতে একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তারা। ২০২২ সালেও টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেন নি ক্যারিবিয়ান তারকারা। ভারতের বিরুদ্ধে (WI vs IND) টেস্ট সিরিজে হারের পর একদিনের সিরিজেও যাতে বেহাল দশা না হয়, সেই লক্ষ্যে দলের ফাঁকফোকর মেরামত করার চেষ্টায় উইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিরিজের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে তাতে তারুণ্যের সাথে মেশানোর চেষ্টা হয়েছে অভিজ্ঞতা। বেশ কয়েকজন ক্রিকেটারকে মাঠে ফেরার সুযোগও করে দিয়েছে উইন্ডিজ বোর্ড।
Read More: প্রকাশ্যে আসলো আইপিএল ২০২৪’এর নিলামের দিনক্ষণ, ১০০ কোটি টাকা নিয়ে অকশনে বসবে ১০ ফ্রাঞ্চাইজি !!
টেস্ট সিরিজে ভারতের কাছে হেরেছে উইন্ডিজ-

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশেষ সুবিধা করতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। ডোমিনিকায় প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার দাপুটে পারফর্ম্যান্সের সামনে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো তারা। প্রথমে ব্যাট করে রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) ঘূর্ণিতে নাজেহাল হতে হয়েছিলো ক্রেগ ব্রেথওয়েট, জেসন হোল্ডারদের। মাত্র ১৫০ রান করেন তাঁরা। বল হাতেও জোমেল ওয়ারিকান, কেমার রোচরা সাফল্যের সন্ধান দিতে পারেন নি স্বাগতিক দেশকে। নবাগত যশস্বী জয়সওয়ালের ১৭১, ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ১০৩ এবং বিরাট কোহলির ৭৬ রানের ইনিংসের সুবাদে ৪২১ রান করে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ফের অশ্বিনের সামনে আত্মসমর্পণ করতে দেখা যায় উইন্ডিজকে। ৭ উইকেট পান ভারতীয় অফস্পিনার। মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। টেস্ট হারে ইনিংস এবং ১৪১ রানের ব্যবধানে।
দ্বিতীয় টেস্টে উইন্ডিজের পারফর্ম্যান্সকে বড়জোর মন্দের ভালো বলা চলে। প্রথম ব্যাট করে যশস্বী, রোহিতের অর্ধশতক এবং বিরাট কোহলির (Virat Kohli) ১২১ রানের সুবাদে ৪৩৮ রান তোলে ভারতীয় দল। ব্যাট হাতে শুরুতেই ধসে যাওয়ার পরিবর্তে খানিক লড়াই উপহার দেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ দিনের সকালে মহম্মদ সিরাজের সামনে অবশ্য সেই তাসের ঘরের মত ভেঙে পড়তেই দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ দলকে। ২৫৫ রানে শেষ হয় তাদের ইনিংস। ৫ উইকেট পান সিরাজ (Mohammed Siraj)।
উইন্ডিজ বোলিং-এর বেহাল দশা সামনে আসে ভারতের দ্বিতীয় ইনিংসে। টি-২০’র ঢঙে ব্যাট করে মাত্র ১৩ ওভারের মধ্যে ১০০ রান তুলে ফেলেন রোহিত-যশস্বীরা। শেষমেশ ১৮১ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করেন তাঁরা। দিনের শেষে ৭৬/২ ছিলো উইন্ডিজ। পঞ্চম দিন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় হোয়াইটওয়াশ এড়াতে পারে স্বাগতিক দেশ।
ODI দল মজবুত করার চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ-

ভারতের বিরুদ্ধে ১৫ সদস্যের দলে রাখা হয় নি নিকোলাস পুরান (Nicholas Pooran) এবং জেসন হোল্ডারকে (Jason Holder)। দুই ক্যারিবিয়ান তারকা নিজেদের সরিয়ে নিয়েছেন দল থেকে। কিমো পলকেও ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে পাচ্ছে না ‘মেন ইন মেরুন।’ চোটের তালিকায় যুক্ত হয়েছেন তিনি। তবে রয়েছে খুশির খবরও। অস্ত্রোপচারের পর রিহ্যাব সেরে মাঠে ফিরতে চলেছেন পেসার জেডন সিয়ার্লস (Jadon Searles) এবং লেগস্পিনার ইয়ানিক কারিয়াহ, বাঁ-হাতি স্পিনার গুডাকেশ মোতিও চোট সারিয়ে ফিরেছেন দলে। একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তাঁদের কথা ভাবা হয় নি। এমনকি আইপিএলে দারুণ পারফর্ম করার পরো হেটমায়ার (Shimron Hetmyer) কেনো বাদ সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটেরই অনেক বিশেষজ্ঞ। অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন তিনি।
ওশেন থমাস (Oshane Thomas) এবং শিমরন হেটমায়ারের প্রত্যাবর্তন প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং উইন্ডিজ ক্রিকেটের মুখ্য নির্বাচক ডেসমন্ড হেইনস (Desmond Haynes)। তিনি জানিয়েছেন, “আমরা ওশেন ও শিমরনকে দলে স্বাগত জানাচ্ছি। দুজনেই আগে আন্তর্জাতিক স্তরে খেলেছে। সাফল্যও পেয়েছে। আমরা বিশ্বাস করি বর্তমান দলের সাথে ওরা দ্রুত মানিয়ে নিতে পারবে।” এছাড়াও তিনি জানান, “ওশেন (থমাস) আমাদের বোলিং-কে গতি প্রদান করবে। এবং উইকেট তোলার ক্ষেত্রেও কার্যকরী বিকল্প হয়ে উঠতে পারেন। শিমরনের ব্যাটিং’ও আমাদের অনেকটাই সাহায্য করবে। বিশেষ করে মাঝের ওভারগুলোয়। এমনকি ও আমাদের ‘ফিনিশার’ও হয়ে উঠতে পারে।” ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা উইন্ডিজ আগামী ২৭ তারিখ থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে নিজেদের নতুন করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
WI vs IND সিরিজে উইন্ডিজের ODI দল-

সাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, ডোমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলঝারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকিশ মোতি, জেডন সিয়ার্লস, রোমারিও শেপার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশেন থমাস।