WI vs IND: ক্যারিবিয়ান সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে ‘টিম ইন্ডিয়া’, ১৮ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা উইন্ডিজের !! 1

WI vs IND: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হারের পর এক মাসের বিরতি পেয়েছিলেন ভারতের ক্রিকেটাররা। জুলাইয়ের গোড়াতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তাঁরা। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে ‘টিম ইন্ডিয়া’র জন্য। ২টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ খেলবে ভারত। প্রথমে রয়েছে টেস্ট ম্যাচ। ১২ জুলাই থেকে ১৬ জুলাই ডোমিনিকার উইন্ডসর পার্কে হবে প্রথম টেস্ট। এরপর ২০-২৪ জুলাই ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টে জার্মেইন ব্ল্যাকউড, ক্রেগ ব্রেথওয়েটদের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ২০১৯-২১ এবং ২০২১-২৩ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেল ভারত শেষ করেছে ফাইনাল হারের মাধ্যমে। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শুরুটা বিদেশের মাঠে জয় দিয়ে করতে মরিয়া কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)।

ভারত ইতিমধ্যেই টেস্ট ও একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে। প্রত্যাশামতই অধিনায়ক পদে বহাল রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হতশ্রী পারফর্ম্যান্সের পর বাদের তালিকায় রাখা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার-চেতেশ্বর পূজারা এবং উমেশ যাদবকে। বিশ্রামে পাঠানো হয়েছে মহম্মদ শামিকেও। তিনি একদিনের দলের জায়গা পান নি।

বেশ কয়েকজন নতুন মুখকেও জায়গা দেওয়ার পথে হেঁটেছেন ভারতের নির্বাচকেরা। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiwal) এবং ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন। ডাক পেয়েছেন বাংলার মুকেশ কুমারও। তিনজনকেই রাখা হয়েছে একদিনের দলেও। ভারতের টেস্ট দল নির্বাচন নিয়ে বিতর্ক অবশ্য এড়ানো যায় নি। সরফরাজ খান (Sarfaraz Khan), অভিমণ্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) মত ঘরোয়া ক্রিকেটের সফল তারকাদের সুযোগ না মেলা নিয়ে সরব সমর্থকেরা। ‘মেন ইন ব্লু’র পর এবার তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও ঘোষণা করে দিলো ১৮ সদস্যের দল। নেতা বেছে নেওয়া হলো ক্রেগ ব্রেথওয়েটকে।

Read More: এশিয়া কাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ‘টিম ইন্ডিয়া’, চোটের কারণে ছিটকে গেলেন পাঁচ ক্রিকেটার !!

ভারতের বিরুদ্ধে দল বেছে নিলো ওয়েস্ট ইন্ডিজ-

West Indies Team | WI vs IND | Image: Twitter
West Indies Team | Image: Twitter

বর্তমানে জিম্বাবুয়েতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রতিযোগিতায় ফেভারিট হিসেবে শুরু করলেও একটানা দুটি ম্যাচ হেরে বেশ ব্যাকফুটে তারা। কোনোক্রমে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের সুপার সিক্সে। বিশ্বকাপ স্বপ্ন এখন প্রায় অসম্ভবই মনে হচ্ছে নিকোলাস পুরানদের (Nicholas Pooran)। যদি উইন্ডিজ দল এবার একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে ইতিহাসে প্রথমবার ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডদের দলকে ছাড়াই বসবে বিশ্বকাপের আসর। এই টালমাটাল আবহেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো তাদের ক্রিকেট নিয়ামক সংস্থা।

১৮ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে সেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন টেস্ট স্পেশ্যালিস্ট ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Briathwaite)। ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে তেজনারায়ণ চন্দ্রপলও (Tagenarine Chanderpaul) রয়েছেন দলে। এছাড়া অভিজ্ঞ পেসার কেমার রোচকেও (Kemar Roach) ভারতের বিরুদ্ধে দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যস্ত থাকায় ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাখা হয় নি কাইল মেয়ার্স (Kyle Mayers), আলঝারি জোসেফ (Alzharri Joseph), জেসন হোল্ডারের (Jason Holder) মত তারকাদের। পরিবর্তে কাভেম হজ (Kavem Hodge), অ্যালিক অ্যাথানাজ (Alick Athanaz) এবং জাইর ম্যাকঅ্যালিস্টারের (Jair McAllister) মত নতুন মুখেদের সুযোগ দেওয়া হয়েছে।

WI vs IND সিরিজে উইন্ডিজের টেস্ট দল-

West Indies Team | WI vs IND | Image: Getty Images
West Indies Team | Image: Getty Images

ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), অ্যালেক অ্যাথানাজ, জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, তেজনারায়ণ চন্দ্রপল, রাখিম কর্ণওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কেভাম হজ, আকিম জর্ডান, জাইর ম্যাকলিস্টার, কার্ক ম্যাকেঞ্জি, মার্কিনহো মিন্ডলে, অ্যান্ডারসন ফিলিপ, র‍্যামন রিফার, কেমার রোচ, জেডেন সিয়ালস, জোমেল ওয়ারিকান।

Also Read: Team India: “জায়গা হবে না সরফরাজের…” স্পষ্ট জানিয়ে দিলো BCCI, নেপথ্যে এই বড় কারণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *