ind-vs-wi-why-sarfaraz-not-selected

WI vs IND: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে হারের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার পরবর্তী চ্যালেঞ্জ। জুলাইয়ের গোড়াতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে উড়ে যাবে ভারতীয় দল। জেসন হোল্ডার (Jason Holder), রস্টন চেজ, কাইল মেয়ার্সদের (Kyle Mayers) বিপক্ষে ২টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ খেলতে চলেছে ‘মেন ইন ব্লু।’ টেস্ট ও একদিনের সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখে একদিনের দলে একাধিক নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। সেরা একাদশ বেছে নিতে উইন্ডিজ সিরিজকে ব্যবহার করতে চাইছে বোর্ড। এছাড়া টেস্টেও নতুন ডব্লুটিসি সাইকেলের শুরুটা নতুনত্বের হাত ধরেই করতে চাইছেন জয় শাহ, রজার বিনিরা। বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবদের (Umesh Yadav) মত পরিচিত মুখ। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকেও (Mohammed Shami)।

টেস্ট অভিষেকের দশ বছর পর বাংলাদেশে লাল বলের ফর্ম্যাটে ফেরানো হয়েছিলো জয়দেব উনাদকাটকে। এরপরে অস্ট্রেলিয়া সিরিজেও দলে ছিলেন তিনি। ছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। উইন্ডিজের বিপক্ষেও অভিজ্ঞ উনাদকাটকে জায়গা দিয়েছেন নির্বাচকরা। পাশাপাশি সিরাজ-শার্দূলদের পাশাপাশি পেস ব্যাটারিতে যুক্ত করা হয়েছে বাংলার মুকেশ কুমারকে (Mukesh Kumar)। এর আগে স্ট্যান্ড-বাই হিসেবে দলের সাথে ইংল্যান্ড গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এবার সরাসরি ভারতীয় দলে জায়গা পেলেন তিনি। পূজারার অবর্তমানে তাঁকে তিন নম্বরে খেলানোর কথা ভাবতে পারেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এছাড়াও টেস্ট দলে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়রাও। মুকেশ, যশস্বী, ঋতুরাজরা সুযোগ পাওয়ায় টিম ইন্ডিয়াতে এক নতুন অধ্যায়ের সূচনা হলেও সরফরাজ খানের (Sarfaraz Khan) বাদ পড়ার কারণ বুঝতে অসুবিধা হচ্ছে বিশেষজ্ঞদের। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ার পরেও কেনো বাদ সরফরাজ? বোর্ডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে আসল কারণ।

Read More: Team India: ভালো খেলেও বিশ্বকাপের ভাবনায় নেই এই ক্রিকেটার, স্পষ্ট বার্তা দিলো BCCI !!

সরফরাজের ফিটনেসে খুশি নয় BCCI-

Sarafaraz Khan | WI vs IND | Image: Getty Images
Sarafaraz Khan | Image: Getty Images

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে গত তিন-চার বছরে নিজেকে আলাদা উচ্চতাতে তুলে নিয়ে গিয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan) । ২০১৯ থেকে ২০২২ অবধি ১০০’র তলায় নামে নি তাঁর ব্যাটিং গড়। ২০২০-২১ রঞ্জি ট্রফিতে ৬ ম্যাচে করেছিলেন ৯৮২ রান। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যাটিং গড় ছিলো ১২২.৭। তার আগের মরসুমে অর্থাৎ ২০১৯-২০’তে মাত্র ৯ ইনিংস খেলে করেছিলেন ৯২৮ রান। ব্যাটিং গড় ছিলো ১৫৪.৬। গত মরসুমেও তাঁর ব্যাট থেকে এসেছে ৫৫৬ রান। ব্যাটিং গড় ছিলো ৯৩। পরিসংখ্যান হিসেবে যা অবিশ্বাস্যই বলা যায়। প্রথম শ্রেণির কেরিয়ারে মুম্বইয়ের হয়ে তিনি ৩৭ ম্যাচে করেছেন ৩৫০৫ রান। ব্যাটিং গড় ৭৯.৬৫। সংখ্যার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর থেকে বেশী ব্যাটিং গড় রয়েছে কেবল একজনের। তিনই-স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (Sir Don Bradman)।

ঘরোয়া ক্রিকেটে ঝুড়িঝুড়ি রান, ১৩টি শতরান, ত্রিশতরানের ইনিংস খেলেও জাতীয় দলে ব্রাত্য কেনো সরফরাজ (Sarfaraz Khan)? প্রশ্ন উঠছে বিশেষজ্ঞমহলে। গত বছরের শেষে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিলো ভারতের। শোনা গিয়েছিলো সেখানে জায়গা পাবেন সরফরাজ। কিন্তু বাস্তবে তা দেখা যায় নি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও সুযোগ পান নি তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ক্যারিবিয়ান সফরকারী টেস্ট দলেও সরফরাজকে (Sarfaraz Khan)  বাইরেই রাখলো বিসিসিআই। কেউ দুষছেন নির্বাচকদের ক্রিকেটবোধের অভাবকে, কেউ আবার বলছেন যে আজকাল টেস্ট দলো বেছে নেওয়া হচ্ছে আইপিএলের পারফর্ম্যান্সের ভিত্তিতে। কিন্তু বোর্ডের অন্দরের খবর সেই সকল জল্পনা থেকে বেশ খানিকটা আলাদা। সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্বাচক কমিটি সরফরাজ খানের (Sarfaraz Khan)  ফিটনেস নিয়ে সন্দিহান। ফিটনেস নিয়ে আগেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুম্বইয়ের ব্যাটারকে। যদিও তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। ফিটনেস ছাড়াও মাঠে ও মাঠের বাইরে সরফরাজের আচরণ’ও পছন্দ নয় নির্বাচকদের। সেই কারণেই আপাতত তাঁকে জাতীয় দলের বাইরে রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্তা’ও জানিয়েছেন সরফরাজকে বাদ দেওয়ার কারণগুলি ক্রিকেটীয় নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট দল-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কে এস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

Also Read: IND vs WI: “বোধগম্য হচ্ছে না…” উইন্ডিজ সফরের দল দেখে নির্বাচকদের একহাত নিলেন সুনীল গাওস্কর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *