WI vs IND: ফাঁস হলো প্রথম ওয়ানডে'র একাদশ, ঈশান কিষান সহ এই খেলোয়াড়রা পড়লেন বাদ !! 1

WI vs IND: টেস্ট সিরিজে সহজ জয় ছিনিয়ে নেওয়ার পর আজ থেকে একদিনের ক্রিকেটে ভারত মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND)। বৃহস্পতিবার প্রথম ম্যাচ বার্বাডোজের কেনসিংটন ওভালে। লাল বলের ফর্ম্যাটের মতই সাদা বলের খেলাতেও দাপট ধরে রাখতে চান রোহিত শর্মা ও তাঁর সতীর্থেরা। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup)। তারপর রয়েছে বিশ্বকাপও (World Cup)। দুই বড় টুর্নামেন্টের আগে সেরা টিম কম্বিনেশন খুঁজে নিতে এই উইন্ডিজ সিরিজকে ব্যবহার করতে চাইছে ভারত।

অন্যদিকে স্বাগতিক দেশের কাছে রয়েছে অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দেখা যাবে না ক্যারিবিয়ানদের। জিম্বাবুয়ের মাটিতে যোগ্যতা অর্জন পর্বে তারা ব্যর্থ হয়েছে। তারপর দেশের মাটিতে হেরেছে টেস্ট সিরিজও। ঘুরে দাঁড়ানোর জন্য এই সিরিজকেই পাখির চোখ করতে চলেছেন সাই হোপ’রা (Shai Hope)।ঋষভ পন্থ, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ’র মত ক্রিকেটার এখনও সম্পূর্ণ ফিট নন। উইন্ডিজ সফরকারী ভারতীয় দলে নেইও তাঁরা। রাহুল KL Rahul), শ্রেয়স এবং বুমরাহ’র (Jasprit Bumrah) আগামী কয়েকদিনের মধ্যে ফিট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। হয়ত এশিয়া কাপ বা বিশ্বকাপের দলে থাকবেন তাঁরা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে দল ভারত ঘোষণা করেছে তাতে কোহলি, রোহিতদের মত সিনিয়রদের পাশাপাশি যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), মুকেশ কুমারদের (Mukesh Kumar) মত আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য পথচলা শুরু করা ক্রিকেটারদেরও রাখা হয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মিশেলে এক দুর্দান্ত দল তৈরির দিকে ঝুঁকেছে বিসিসিআই। কোন এগারো জনকে কোচ রাহুল দ্রাবিড় সুযোগ দেন, নজর থাকবে সেইদিকে। তবে টসে আগেই নিজের পছন্দের একাদশ জানিয়ে দিলেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)। কেনসিংটন ওভালের দলে বেশ কিছু চমক রাখলেন তিনি।

Read More: World Cup 2023: বিশ্বকাপের জন্য পছন্দের একাদশ বাছলেন সচিন তেন্ডুলকার, এই ম্যাচ উইনারকে দিলেন বাদ !!

জাফরের ভাবনায় সঞ্জু, বাদ ঈশান কিষণ-

Sanju Samson | WI vs IND | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেনসিংটন ওভালে প্রথম একদিনের ম্যাচের জন্য যে সম্ভাব্য ভারতীয় দল প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর তাতে ওপেনার হিসেবে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সাথে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। টেস্ট সিরিজে নিজের ওপেনিং স্লট যশস্বী জয়সওয়ালকে ছেড়ে দিয়েছিলেন শুভমান। যশস্বী অভিষেকে ১৭১ করেন। দ্বিতীয় টেস্ট ম্যাচেও দুই ইনিংসে করেন ৫৭ এবং ৩৮। তবে একদিনের ম্যাচে শুভমান সম্ভবত ফিরে পাচ্ছেন নিজের ওপেনিং পজিশন। আর রিজার্ভ বেঞ্চে থাকতে চলেছেন যশস্বী (Yashasvi Jaiswal)। জায়গা হচ্ছে না আরেক তরুণ প্রতিভা ঋতুরাজ গায়কোয়াড়েরও।

তিন নম্বরে তেমন কোনো চমক নেই। বিরাট কোহলিকেই (Virat Kohli) তিনে রেখেছেন জাফর। বর্তমানে ২৭৪ একদিনের ম্যাচে কোহলির রানসংখ্যা ১২৮৯৮। উইন্ডিজের বিরুদ্ধে ১০২ রান করলেন ১৩০০০ রানের মাইলস্টোন স্পর্শ করবেন তিনি। সদ্যই ত্রিনিদাদে শতরান করেছেন টেস্ট ম্যাচে। কেনসিংটন ওভালে শতরান করলে তা হবে উইন্ডিজের বিপক্ষে কোহলির (Virat Kohli) দশম শতরান। জাফরের একাদশে রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে। ‘মিস্টার ৩৬০’ এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেন নি। উলটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিন ম্যাচে ‘গোল্ডেন ডাক’ করে লজ্জার নজির গড়েছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তাঁর সামনে সুযোগ ওডিআই-তে নিজের জায়গা পাকা করার।

জাফরের একাদশে সবচেয়ে বড় চমক অবশ্য রয়েছে উইকেটরক্ষক নিয়ে। টেস্ট সিরিজে দস্তানা হাতে স্টাম্পের পিছনে দেখা গিয়েছে ঈশান কিষণকে (Ishan Kishan)। প্রথম ম্যাচে দুটি ভালো ক্যাচ নিয়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে করেছেন ঝোড়ো অর্ধশতক। তা সত্ত্বেও একাদশে রাখা হয় নি তাঁকে। বরং জায়গা দেওয়া হয়েছে কেরলের সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। ৮ মাস আগে শেষবার ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেছেন তিনি। টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন ঘটিয়েছেন প্রায় ৬ মাস পর। সঞ্জুকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দেখতে চান জাফর।

তিন অলরাউন্ডার, দুই পেসার জাফরের একাদশে-

WI vs IND | Image: Getty Images
WI va IND | Image: Getty Images

বার্বাডোজের পিচ বরাবরই গতিময় হয়। এখানে হার্দিক পান্ডিয়া-সহ চার পেসারের পক্ষে সওয়াল করেছিলেন অনেক বিশেষজ্ঞই। কিন্তু উলটো পথে হাঁটছেন জাফর। তাঁর একাদশে সহ-অধিনায়ক হার্দিক (Hardik Pandya), রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল-তিনজন অলরাউন্ডার রয়েছেন। জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর (Axar Patel) থাকায় স্পিন বিকল্প বেশ মজবুত হয়েছে টিম ইন্ডিয়ার। সাথে বেড়েছে ব্যাটিং গভীরতাও। একাদশে তিনি রেখেছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকেও (Kuldeep Yadav)। এছাড়া জাফরের একাদশে স্পেশ্যালিস্ট পেসার হিসেবে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং উমরান মালিক (Umran Malik)। টেস্টে অভিষেক হলেও বাংলার মুকেশ কুমারকে (Mukesh Kumar) প্রথম ওডিআই দলে দেখছেন না জাফর। রাখছেন না জয়দেব উনাদকাট বা শার্দুল ঠাকুরকেও।

একনজরে দেখে নিন জাফরের ভারতীয় একাদশ-

Also Read: WI vs IND: ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই অবসরের পথে হাঁটছে এই ভারতীয় খেলোয়াড়, শীঘ্রই করবেন ঘোষণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *