WI vs IND: ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। দুই দেশের মধ্যে শততম টেস্ট ম্যাচ এটি। ডোমিনিকায় সিরিজের প্রথম ম্যাচটি সহজেই জিতেছে ভারত। উইন্ডিজকে হারিয়েছে এক ইনিংস এবং ১৪১ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে মাত্র ১৫০ রানে উইন্ডসর পার্কে অল-আউট হয়ে গিয়েছিলো স্বাগতিক দেশ। পাঁচ উইকেট পান অশ্বিন (Ravichandran Ashwin)। ব্যাট করতে নেমে দুই ওপেনারের জোড়া শতরানের সুবাদে ৪২১ রান স্কোরবোর্ডে যোগ করে ভারত। দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং-এর কঙ্কালসার দশা প্রকাশ পায় অশ্বিনের সামনে। মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় তারা। ১-০ ফলে এগিয়ে যায় টিম ইন্ডিয়া।
ডোমিনিকার পর ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনেও দাপট বজায় রাখার চেষ্টায় ভারতীয় দল। গত টেস্টে (WI vs IND) টস জিতে প্রথম ব্যাট করে ডুবেছিলো ওয়েস্ট ইন্ডিজ। আজ ক্রেগ ব্রেথওয়েট প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন। উইন্ডসর পার্কে যে ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছিলো ভারতের দুই ওপেনারকে, আজকে ক্যুইন্স পার্ক ওভালেও সেই একই ছন্দে শুরুটা করেছিলেন তাঁরা। তরুণ যশস্বী (Yashasvi Jaiswal) এবং অধিনায়ক রোহিত (Rohit Sharma), দুজনেই এগোচ্ছিলেন বড় রানের দিকে। মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন মুম্বইয়ের দুই তারকা ব্যাটার। কিন্তু দিনের দ্বিতীয় সেশনে লড়াইতে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে যশস্বী ও শুভমানকে (Shubman Gill) সাজঘরে ফেরান পেসাররা। উইকেটে ‘সেট’ হয়ে যাওয়া রোহিতের রক্ষণ ভাঙলেন জোয়েল ওয়ারিকান।
Read More: WI vs IND: স্পর্শ করা হলো না রোহিত-সৌরভের রেকর্ড, হোল্ডারের বলে সাজঘরের পথে যশস্বী জয়সওয়াল !!
শতরানের দোরগোড়া থেকে ফিরলেন রোহিত-
প্রথম টেস্টে শতরান করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ১০৩ রান করে আউট হয়েছিলেন স্পিনের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টেও ফর্ম ধরে রাখলেন তিনি। আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাবাহিকভাবে রানের মুখ দেখলেন তিনি। আজ শুরু থেকেই বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। স্বভাবসিদ্ধ পুল শটে প্রতিপক্ষ বোলাররা ফেলেছেন মাঠের বাইরে। মেরেছেন পছন্দের স্যুইপ শটও। গত টেস্টে যশস্বীর (Yashasvi Jaiswal) সাথে দ্বিশতরানের পার্টনারশিপ গড়েছিলেন। আজও ১০০ রানের বেশী এলো তাঁদের জুটিতে। দুজনেই অর্ধশতক পেরোন সহজেই। দিনের প্রথম সেশনে রোহিত ও যশস্বী যেভাবে খেললেন তাতে বেশ একপেশে হয়ে পড়েছিলো ম্যাচ। লাঞ্চের বিরতিতে যাওয়ার সময় বিনা উইকেটে ১২১ রান ছিলো ভারতের স্কোরবোর্ডে।
মধ্যাহ্নভোজের বিরতির পর খেলার মোড় ঘুরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের (Jason Holder) বলে আউট হন যশস্বী। তিন নম্বরে নেমে সাবলীল লাগে নি শুভমান গিলকেও (Shubman Gill)। কেমার রোচের (Kemar Roach) বলে উইকেটরক্ষক জোশুয়া ডি সিলভার হাতে বন্দী হন তিনি। দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) জুটি দেখার অপেক্ষায় ছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা কোহলিকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারলেন না রোহিত। বাম হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের (Jomel Warrican) বলে ডিফেন্স করতে গিয়েছিলেন হিটম্যান। কিন্তু বল তাঁর রক্ষণ ভেদ করে সটান আঘাত করে অফস্টাম্পে। ১৪৩ বলে ২টি ছক্কা এবং ৯ চারের সাহায্যে ৮০ রান করে আউট হলেন রোহিত (Rohit Sharma)। মাত্র ১৬ রানের ব্যবধানে তিন উইকেট হারালো ভারত।