WI vs IND: ডোমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টেস্টে (WI vs IND) বিশাল ব্যবধানে জিতেছিলো ভারতীয় দল। স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিলো ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে। ত্রিনিদাদে সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে রোহিত শর্মার দল। গত ম্যাচে ব্যাট হাতে যেখানে শেষ করেছিলো ভারতীয় ওপেনিং জুটি, দ্বিতীয় টেস্টে শুরুটা যেন সেখান থেকেই করলেন রোহিত ও যশস্বী (Yashasvi Jaiswal)। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতির আগেই ১২১ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন তাঁরা। ত্রিনিদাদ টেস্ট’ও টিম ইন্ডিয়ার জন্য ‘ওয়াক ইন দ্য পার্ক’ হতে চলেছে এমনটা একসময় ধরেই নিয়েছিলেন ক্রিকেট দর্শকেরা। কিন্তু চিত্রটা পাল্টে যায় লাঞ্চের পর।
দিনের দ্বিতীয় সেশনে আচমকাই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। যশস্বী, শুভমান গিল, রোহিত শর্মা (Rohit Sharma) ফেরেন মাত্র ১৬ রানের ব্যবধানে। শ্যানন গ্যাব্রিয়েলের বলে স্টাম্প উড়ে যায় অজিঙ্কা রাহানেরও। হঠাৎ চাপে পড়ে যাওয়া টিম ইন্ডিয়ার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় বিরাট কোহলিকেই (Virat Kohli)। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন ‘কিং কোহলি।’ রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) সাথে নিয়ে গতকাল দিনের দ্বিতীয় এবং তৃতীয় সেশনে ভারতীয় ব্যাটিং-এর ফাঁকফোকর মেরামতের কাজটা করেছিলেন তিনি। দিনের শেষে অপরাজিত ছিলেন ৮৭ রান করে। আজ অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিনে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করতে বেশী সময় খরচ করলেন না তিনি। ৭৬তম আন্তর্জাতিক শতরান করে স্মরণীয় করে রাখলেন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ।
Read More: “বিরাটকে দেখে শেখো..”, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের একহাত দিলেন ইয়ান বিশপ, বললেন এই কথা !!
বিরাট বিক্রম ক্যুইন্স পার্ক ওভালে-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের দ্বিতীয় ইনিংসে ভারতের জয়-পরাজয়ের অনেকটাই নির্ভর করে ছিলো বিরাট কোহলির (Virat Kohli) উপর। ব্যক্তিগত ৪৯ রানের মাথায় মুহূর্তের মনঃসংযোগের ব্যাঘাতে উইকেট ছুঁড়ে দিয়ে আসতে হয়েছিলো তাঁকে। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল অহেতুক তাড়া করে ড্রাইভ মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বসেছিলেন। টানা দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারার প্রায় এক মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডোমিনিকায় যখন ব্যাট হাতে নেমেছিলেন, বেশ জমাট দেখিয়েছিলো তাঁকে। শতরানের স্বপ্ন অবশ্য পূরণ হয় নি। ব্যক্তিগত ৭৬ রানের মাথায় স্পিনারের বলে উইকেট হারান তিনি। দেশের বাইরে টেস্ট শতরানের জন্য বিরাটের অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছিলো।
পোর্ট অফ স্পেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (WI vs IND) সিরিজের দ্বিতীয় টেস্টে সেই আক্ষেপ অবশ্য মিটিয়ে ফেললেন ‘কিং কোহলি।’ প্রায় নিখুঁত এক ইনিংস খেলে স্পর্শ করলেন শতকের মাইলস্টোন। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ যখন খেলেছিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), তখন তাঁর শতরানের সংখ্যা ছিলো ৭৫। টেস্টে ২৯তম এবং কেরিয়ারের ৭৬তম আন্তর্জাতিক শতরান করে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাপিয়ে এগিয়ে গেলেন ‘কিং কোহলি।’ পয়েন্ট অঞ্চল দিয়ে এক রাজকীয় শটে শতক স্পর্শ করে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০তম ম্যাচে তিন অঙ্কের রানে পৌঁছালেন তিনি। এই ইনিংসে শেহবাগকে (Virender Sehwag) পিছনে ফেলে লাল বলের ফর্ম্যাটে পঞ্চম সফলতম ভারতীয় ক্রিকেটারের তকমাও আদায় করেছেন বিরাট (Virat Kohli)। টেস্ট ব্যাটিং গড় ৫০ স্পর্শ করাতে এই ইনিংসে অন্তত ১৯৫ রান দরকার তাঁর। আপাতত সেই লক্ষ্যেই ধাবমান ‘কিং কোহলি।’