WI vs IND: ত্রিনিদাদের মাঠে চলছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) দ্বিতীয় টেস্ট। ডোমিনিকায় যেভাবে স্বাগতিক দেশকে হেলায় উড়িয়ে দিয়েছিলো টিম ইন্ডিয়া, ত্রিনিদাদে সেই সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে সাধ্যমত লড়াইয়ের প্রয়াস দেখাচ্ছে উইন্ডিজ। টসে জিতে ক্রেগ ব্রেথওয়েট প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন ভারতীয় দলকে। দুই ওপেনার-রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সুবাদে শুরুটা ভালোই করেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম দিনের দ্বিতীয় সেশনে পরপর চার উইকেট হারিয়ে হঠাৎ ম্যাচে বেকায়দায় পড়েছিলো তারা। ব্যাট হাতে তখন টিম ইন্ডিয়ার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিরাট কোহলি (Virat Kohli)।
২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন বিরাট (Virat Kohli)। দেড় দশকের কেরিয়ারে এক বড় মাইলস্টোন তিনি স্পর্শ করেছেন ত্রিনিদাদে। কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন টিম ইন্ডিয়ার হার্টথ্রব। বিশেষ কৃতিত্বকে এক বিশেষ ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন তিনি। রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) সাথে নিয়ে কেবল ভারতকে চাপের মুখ থেকে উদ্ধার করলেন না তিনি, সাথে সাথে সম্পূর্ণ করলেন ২৯তম টেস্ট শতরানও। প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগও শতক স্পর্শ করার আগে দেন নি তিনি। ১২১ রানের ইনিংস খেলে রান-আউট হন তিনি। কোহলির শতক ছাড়াও অর্ধ-শতরান আসে জাদেজা এবং অশ্বিনের ব্যাট থেকে। ভারতের তোলা ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে আপাতত লড়ছেন ব্রেথওয়েটরা। উইন্ডিজ বনাম ভারত টেস্ট ম্যাচ ছাপিয়ে ত্রিনিদাদে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আপাতত বিরাটই। তৃতীয় দিনের অনুশীলনেও তাঁকে পাওয়া গেলো ফুরফুরে মেজাজে।
Read More: WI vs IND: বৃষ্টির কারণে আগেই হয়ে গেল তৃতীয় দিনের লাঞ্চ সেশন, কেরিয়ারের প্রথম টেস্ট উইকেট মুকেশ কুমারের !!
ত্রিনিদাদে রেকর্ডের চূড়ায় বিরাট কোহলি-
আন্তর্জাতিক ক্রিকেটে দশম খেলোয়াড় হিসেবে ৫০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni) এবং রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর চতুর্থ ভারতীয় হিসেবে এই বিশেষ তালিকায় জায়গা করে নিলেন ভারতীয় মহাতারকা। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০তম ম্যাচে শতরান করলেন বিরাট। শচীন, পন্টিং, জয়বর্ধনে, দ্রাবিড়দের মত বিশ্ববরেণ্য ব্যাটাররা এই কৃতিত্ব অর্জন করতে পারেন নি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬তম শতরান করে নতুন রেকর্ড গড়লেন বিরাট। ৫০০ ম্যাচে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) শতরানের সংখ্যা ছিলো ৭৫। ‘মাস্টার ব্লাস্টারের’ থেকে একটি শতরান বেশী করলেন ‘কিং কোহলি।’
টেস্ট ক্রিকেটে তাঁর ২৯তম শতরান করে আরও এক সর্বকালের সেরার সাথে একই আসনে উঠে এলেন বিরাট (Virat Kohli)। স্পর্শ করলেন স্যার ডন ব্র্যাডম্যানের (Sir Don Bradman) ২৯ শতরানের রেকর্ড। স্যার ডন অবশ্য এই কৃতিত্ব অর্জন করেছিলেন মাত্র ৫৮ ম্যাচে। কোহলির লাগলো ১১১ টেস্ট। বীরেন্দ্র শেহবাগকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে মোট রানের নিরিখে পঞ্চম স্থানে জায়গা করে নিলেন বিরাট। শচীন, দ্রাবিড়, সুনীল গাওস্কর এবং ভিভিএস লক্ষণের পরেই আপাতত স্থান তাঁর। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের নিরিখেও আপাতত বিরাট (Virat Kohli) উঠে এলেন পঞ্চম স্থানে। পিছনে ফেললেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে (Jacques Kallis)। ‘কিং কোহলি’র সামনে কেবল শচীন, সাঙ্গাকারা, পন্টিং এবং জয়বর্ধনে।
অনুশীলনে কোমর দোলালেন কোহলি-
পাঁচ বছরের অপেক্ষা শেষে বিদেশের মাঠে এসেছে টেস্ট শতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চূর্ণ হওয়ার পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জয়ের সরণিতে ফিরেছে দল। দ্বিতীয় টেস্টেও আপাতত রয়েছে চালকের আসনে। স্বভাবতই ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়ার মহাতারকা। তৃতীয় দিনে খেলা শুরুর আগে বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা গেলো সতীর্থদের সাথে খুনসুটি করতে। ওয়েস্ট ইন্ডিজে খেলা মানেই গ্যালারিতে থাকবে পার্টির আবহ। নানাবিধ বাদ্যযন্ত্র সহযোগে মাঠেই উৎসবের পরিবেশ তৈরি করেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। সেই উৎসবে সামিল হলেন স্বয়ং কোহলিও। ওয়ার্ম আপের সময় কোমর দুলিয়ে নাচতে দেখা গেলো তাঁকে। ভারতীয় তারকার নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোহলির (Virat Kohli) মেজাজ ফুরফুরে হলেও আবহাওয়ার চোখরাঙানি কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) সিরিজ থেকে পুরো পয়েন্ট নিয়েই ফিরতে চাইবেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু তৃতীয় দিনে ইতিমধ্যেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের জন্য। নির্দিষ্ট সময়ের আগেই লাঞ্চের ঘোষণা করতে হয়েছেন আম্পায়ারদের। বিরতির পর আবার যদিও ম্যাচ শুরু হয়েছে। তবে পরিবেশ আপাতত মেঘাচ্ছন্ন ত্রিনিদাদে। প্রতিবেদন লেখার সময় অবধি উইন্ডিজের স্কোর ২ উইকেটের বিনিময়ে ১৩৪।