WI vs IND: চলছে ভারতীয় দলের ক্যারিবিয়ান সফর। গত ১২ জুলাই ডোমিনিকায় প্রথম টেস্ট ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছেন রোহিত শর্মারা। উইন্ডসর পার্কে প্রথম ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টেস্ট ম্যাচে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারে নি স্বাগতিক দেশ। আগাগোড়া দাপট বজায় রেখে ম্যাচ হাতের মুঠোয় পুরে নিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) যবনিকা টেনেছিলো টিম ইন্ডিয়া। সেই হতাশাকে পিছনে ফেলে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা দাপুটে জয় দিয়েই করলো ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় এলো ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে। দিনকয়েক আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিলো ক্যারিবিয়ানরা। ভারতের বিরুদ্ধে আরও একবার সামনে চলে এলো তাদের দুর্বলতা।
প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হলো যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ঈশান কিষণের (Ishan Kishan)। ১৭তম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেকেই শতরান করে নজর কাড়লেন যশস্বী। মুম্বইয়ের বছর একুশের তরুণ করলেন ১৭১ রান। উইকেটের পিছনে সাবলীল ছিলেন ঈশানও। ভারতকে স্বস্তি দেবে অধিনায়ক রোহিতের (Rohit Sharma) ফর্ম। ডোমিনিকায় কেরিয়ারের দশম টেস্ট শতরান করলেন তিনি। পাশাপাশি বিরাট কোহলিও করেন ৭৬। বল হাতে টিম ইন্ডিয়ার জয়ের কারিগর রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট গেলো তাঁর ঝুলিতে। দলের প্রায় প্রত্যেকেই ভালো পারফর্ম করলেও হতাশ করলেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। দুই ইনিংস মিলিয়ে শূণ্য রইলো তাঁর উইকেটের ঝুলি। ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টে তাই বাদ পড়তে পারেন তিনি। বদলে জায়গা পেতে চলেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)।
Read More: WI vs IND: উইন্ডিজ সফরের পর ছুটি হচ্ছে রাহুল দ্রাবিড়ের, তার পরম মিত্র হতে চলেছেন টিম ইন্ডিয়ার নতুন কোচ !!
ত্রিনিদাদের পিচে স্পিন হবে ভারতের বাজি-
২০১৮ সালে শেষবার টেস্ট ম্যাচ খেলা হয়েছিলো ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালে। সেই ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছিলো ২২৬ রানে। উইন্ডিজ বনাম শ্রীলঙ্কা ম্যাচের শুরুতে পেস বোলাররা সাহায্য পেলেও শেষ দুই দিন কেবল স্পিনাররাই ছড়ি ঘুরিয়েছিলেন। এই মাঠে শেষ একদিনের ম্যাচ খেলা হয়েছে গত বছর। ভারতের বিরুদ্ধেই সেই ম্যাচ খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচেও স্পিন’ই ব্যবধান গড়ে দিয়েছিলো। যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ঘূর্ণিতে জয় পায় ভারত। জোয়েল গার্ণার, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং-দের মত ঘাতক ফাস্ট বোলারদের দেশে এখন পিচের চরিত্র বেশ বদলে গিয়েছে। ত্রিনিদাদেও পিচ মন্থর এবং স্পিন সহায়ক হওয়ারই সম্ভাবনা। সেই জন্য একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারে টিম ইন্ডিয়া। সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল (Axar Patel)।
অক্ষরের আগমনে বাইরে যাবেন উনাদকাট-
সাম্প্রতিক কালে দুর্দান্ত ফর্মে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। টেস্ট, একদিনের ম্যাচ হোক বা টি-২০ ব্যাটে-বলে বহুবার দলের ত্রাতা হয়ে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ কয়েকবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া টিম ইন্ডিয়াকে দুরন্ত অর্ধশতক করে টেনে তুলেছেন। বল হাতেও গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফর্ম্যান্স ছিলো তাঁর। দিল্লী ক্যাপিটালসের (DC) জার্সিতে আইপিএলেও বেশ ভালো খেলেছেন তিনি। ১২ টেস্টে ৩৬.৬৪ ব্যাটিং গড়-সহ ৫১৩ রান করেছেন অক্ষর। অর্ধশতরানের সংখ্যা ৪। এছাড়াও মাত্র ১৭.১৬ গড়ে নিয়েছেন ৫০টি উইকেট। ডোমিনিকায় অশ্বিন (Ravichandran Ashwin) দুই ইনিংস মিলিয়ে মোট ১২ উইকেট (৫/৬০ এবং ৭/৭১) নেওয়ায় দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের উপর স্পিনের চাপ বাড়াতে চাইবে ভারত। ফলে দলে ফিরতে পারেন অক্ষর।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতের পেস ব্যাটারি বেশ অনভিজ্ঞ। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ছাড়া প্রথম দলের কোনো পেসারকেই নিয়ে যায় নি টিম ইন্ডিয়া। ডোমিনিকায় সিরাজের সাথে দেখা গিয়েছে শার্দুল ঠাকুর এবং জয়দেব উনাদকাটকে। পেস বিভাগের নেতা হিসেবে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন সিরাজ। ভালো সঙ্গত করেছেন শার্দুলও (Shardul Thakur)। দুই ইনিংসেই স্যুইং দেখা গিয়েছে তাঁর বোলিং-এ। তবে হতাশ করেছেন উনাদকাট। সৌরাষ্ট্রের বাঁ-হাতি পেসার দুই ইনিংসে মোট ৯ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচ করলেও একটি উইকেটও পান নি। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) দ্বিতীয় টেস্টে স্পিনের ঝাঁঝ যদি বাড়াতে চায় রোহিত শর্মার (Rohit Sharma) দল, তাহলে নিঃসন্দেহে উনাদকাটের বাদ যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশী।
WI vs IND সিরিজে ভারতের টেস্ট দল-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষণ (উইকেটরক্ষক), কে এস ভরত (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার, নভদীপ সাইনি।