WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম একাদশে রদবদলের পথে হেঁটেছে টিম ইন্ডিয়া (Team India)। অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন বিশ্রামে। প্রথম এগারতে নেই বিরাট কোহলিও। দুই মহাতারকার অবর্তমানে অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসনকে দলে রেখে ছক সাজিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। গত ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও শুরুটা ফেভারিট হিসেবেই করেছিলো ভারত। ৯০ রানের ওপেনিং জুটি গড়েন শুভমান গিল এবং ঈশান কিষণ। টেস্ট এবং একদিনের ম্যাচ মিলিয়ে টানা ৩ ইনিংসে অর্ধশতরান করলেন ঈশান। ৩৪ রান করেন শুভমানও। কিন্তু ওপেনিং পার্টনারশিপ ভাঙার পরেই ম্যাচে ফেরে উইন্ডিজ। মাত্র ২৩ রানের মধ্যে ভারতের ৫ উইকেট ফেলে দিয়ে চালকের আসনে আপাতত স্বাগতিক দেশ।
Read More: WI vs IND: ক্রিজে জমে গিয়েও উইকেট ছুঁড়ে দিয়ে এলেন ইশান কিষাণ, নির্বিষ বলে খোয়ালেন উইকেট !! দেখুন ভিডিও
সুযোগ খুইয়ে নেটিজেনদের কটাক্ষ শুনলেন সঞ্জু-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কেরলের উইকেটরক্ষক ব্যাটারকে তারপর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভাবে নি টিম ইন্ডিয়া। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে জায়গা পেয়েছিলেন। চোট পেয়ে ছিটকে যান। এরপর আর টিম ইন্ডিয়ার হয়ে দেখা যায় নি তাঁকে। আজ প্রায় আট মাস পর ওডিআই ক্রিকেটে জায়গা ফিরে পেয়েছিলেন তিনি। ম্যাচ শুরুর আগে সঞ্জুর সাফল্য চেয়ে প্রার্থনাও করেছিলেন সমর্থকেরা।
কিন্তু আশা পূরণে ব্যর্থ হলেন তিনি। ইয়ানিক কারিয়াহ’র বলের টার্ন বুঝতেই পারলেন না সঞ্জু। বলের লাইন থেকে ব্যাটই সরাতে পারলেন না তিনি। ব্যাটের কোনা ছুঁয়ে প্রথম স্লিপে দাঁড়ানো ব্র্যান্ডন কিং-এর হাতে ধরা পড়েন তিনি। খানিকক্ষণ হতভম্ব হয়ে ক্রিজে দাঁড়িয়ে রইলেন সঞ্জু। তারপর মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। প্রত্যাবর্তনে ১৯ বলে ৯ রান করে ফিরলেন সাজঘরে। ১১৩ রানের মাথায় ৫ উইকেট হারালো ভারত।
সঞ্জুর ব্যর্থতায় বিরক্ত নেটমাধ্যম। দীর্ঘ সময় ধরে সমাজমাধ্যমে কেরলের উইকেটরক্ষ-ব্যাটারকে ভারতীয় দলে চেয়ে সরব হয়েছেন অনুরাগীরা। বিসিসিআই-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনতেও পিছপা হন নি তাঁরা। কিন্তু সুযোগ পেয়েও তা হেলায় হারানোয় ক্রিকেট তারকার উপরেই চটেছেন তাঁরা। ‘এই সঞ্জু স্যামসনের জন্য এত হইচই?’ প্রশ্ন জনৈক নেটনাগরিকের। ‘ঈশান কিষণের সাথে সঞ্জুর কোনো তুলনাই হয় না’ খেদ সহ লিখেছেন আরেকজন। কটাক্ষের সুরে আরেকজন নেটিজেন লিখেছেন, ‘কারা যেন বিশ্বকাপের দলে সঞ্জুকে চাইছিলেন?’ দুর্বল উইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারায় ক্ষোভের সম্মুখীন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার।
দেখে নিন ট্যুইটচিত্র-
His PR want’s him to play WC ahead of KL😂
— Harsh (@cricketharshh) July 29, 2023
And they thinks they can win a tournament without rohit and virat 😂😂😂😂😂
First time i m happy for india’s loss 😂😂— Mr.Unknown (@Vishwaj67055851) July 29, 2023
Massive fraud. His pr cry and moan about his game time. Probably there’s a reason why
— ShreyUTD (@_BazOut_) July 29, 2023
Badiya. Ab krte rho hype, king sanju. Make him your saviour. Most inconsistent player. Many guys pick their fav cricketers on the basis of player’s nature. Just because he is silent, people make him their god. Cant play leg spin at all. Hasaranga, chahal and now this. 😣
— Prasoon (@Prasoon_kumar38) July 29, 2023
Imagine millions protesting for ur selection and then when u finally get selected u justify ur place like this
— U M A R (@Agrumpycomedian) July 29, 2023