WI vs IND: “আজকের প্রাপ্তি কোহলির শতরান…” উইন্ডিজের বিপক্ষে রানের পাহাড়ে ভারত, খুশি সমাজমাধ্যম !! 1

WI vs IND: ডোমিনিকার উইন্ডসর পার্কে বিক্রম দেখিয়েছিলো ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (WI vs IND) জিতেছিলো এক ইনিংস এবং ১৪১ রানের ব্যবধানে। সেই দাপট ত্রিনিদাদের মাঠে দ্বিতীয় টেস্টেও বজায় রাখলেন রোহিত শর্মার দলের ক্রিকেটাররা। গতকাল ম্যাচের প্রথম দিনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ নেতা ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। রোহিত ও যশস্বীর ওপেনিং জুটি শুরুটা ভালো করলেও মধ্যাহ্নভোজের বিরতির পর লাগাতার চার উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু বিপক্ষ বোলারদের যাবতীয় গোলাগুলি সামলে দলকে নিরাপত্তা দিয়েছিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৪ উইকেটে ২৮৮ রান তুলেছিলো ভারত।

Read More: WI vs IND: ওয়েস্ট ইন্ডিজ সফরেই শেষ হতে চলেছে এই প্লেয়ারের ক্যারিয়ার, পাবেন না আর কোনো সুযোগ !!

Virat Kohli | WI vs IND | Image: Getty Images
Virat Kohli | WI vs IND | Image: Getty Images

দিনের দিনের যখন ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli), তখন তাঁর নামের পাশে ৮৭*। এর আগের টেস্টে ৭৬ রান করে আউট হয়েছিলেন তিনি। মাঠে ফেলে এসেছিলেন শতরান। ত্রিনিদাদে দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করলেন না তিনি। দ্রুত ২৯তম টেস্ট শতকের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে ৭৬তম শতরান করলেন তিনি। সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় আগেই জ্যাক ক্যালিসকে টপকে পঞ্চম স্থান উঠে এসেছিলেন। আজ অসামান্য এক ইনিংস খেলে শচীনকে (Sachin Tendulkar) টপকে গেলেন তিনি। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় শচীনের ঝুলিতে শতরানের সংখ্যা ছিলো ৭৫। তার থেকে একটি বেশী বিরাটের। আজ সমাজমাধ্যম মাতোয়ারা বিরাট বন্দনায়। ‘GOAT’ বা সর্বকালের সেরা বলে ‘কিং কোহলি’কে আখ্যায়িত করছেন অনেকেই।

Ravindra Jadeja | WI vs IND | Image: Getty Images
Ravindra Jadeja | WI vs IND | Image: Getty Images

জমাট দেখাচ্ছিলো কোহলিকে (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় দ্বিশতরানের আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরা। কিন্তু তাল কাটলো হঠাৎ’ই। ঝুঁকিপূর্ণ একটি রান নিতে গিয়ে রান-আউট হলেন তিনি। টেস্ট কেরিয়ারে এই নিয়ে তৃতীয়বার রান-আউট হলেন বিরাট। এর আগের দুইবার হয়েছিলেন অ্যাডিলেডে ২০১২ এবং ২০২০ সালে। কোহলি (Virat Kohli) আউট হতে হতাশ সোশ্যাল মিডিয়া। আক্ষেপে ভরলো ট্যুইটারের দেওয়াল। ব্যাট হাতে নিজের অসামান্য ফর্ম ত্রিনিদাদে বজায় রাখলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বোঝালেন টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং-এ কেনো তিনি সকলের উপরে। ৬১ রানের ঝকঝকে ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। ‘রাহানের থেকে এগিয়ে জাদেজা’, তাঁর ব্যাটিং প্রসঙ্গে মন্তব্য এক নেটিজেনের।

Ravichandran Ashwin | WI vs IND | Image: Getty Images
Ravichandran Ashwin | WI vs IND | Image: Getty Images

টেল এন্ডারদের সাথে নিয়ে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি বরাবরই জ্বলে ওঠেন। এর আগে ৪টি শতরান করেছেন তিনি ক্যারিবিয়ানদের বিপক্ষে। আগের ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন তিনি। আজ ব্যাট হাতে অশ্বিন (Ravichandran Ashwin) অনবদ্য পারফর্ম করলেন। টেস্ট কেরিয়ারের ১৪তম অর্ধশতক করলেন তিনি। কেমার রোচের বলে যখন আউট হলেন তখন স্কোর ৭৮ বলে ৫৬। ‘অশ্বিনের মত খেলোয়াড় দলের সম্পদ’, মন্তব্য করেছেন এক নেটনাগরিক। গতকাল শুরুটা দিয়ে গিয়েছিলেন রোহিত এবং যশস্বী। আজ কোহলির (Virat Kohli) শতরান এবং জাদেজা-অশ্বিনের জোড়া অর্ধশতকের জোরে ৪৩৮ রানে উইন্ডিজের বিরুদ্ধে শেষ হলো ভারতের (WI vs IND) ইনিংস। ‘আরও একটা সহজ জয়’, মনে করছে নেটজগত।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Also Read: IND vs BAN: মাঠের মধ্যেই যুদ্ধের মেজাজে সৌম্য সরকার-হর্ষিত রানা, ভারত-বাংলাদেশ ম্যাচ হল রণক্ষেত্র !! দেখুন ভিডিও

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *