WI vs IND: “সহজেই আজ জিতবে ভারত…” উইন্ডিজের বিপক্ষে টিম ইন্ডিয়ার বোলিং পারফর্ম্যান্সে মুখে হাসি নেটজনতার !! 1

WI vs IND: টেস্ট এবং একদিনের সিরিজের পর আজ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারতীয় দল। বাকি দুই ফর্ম্যাটের মত কুড়ি-বিশের খেলাতেও সিরিজ জিতে ক্লিন স্যুইপের লক্ষ্য টিম ইন্ডিয়ার। সিনিয়র ক্রিকেটারদের অবর্তমানে তরুণ এক একাদশ সাথে নিয়ে আজ ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে নেমেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি-২০ দলের টুপি তুলে দেওয়া হয়েছে মুকেশ কুমার (Mukesh Kumar) এবং তিলক বর্মার (Tilak Varma) হাতে। আগামী বছরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে নবীন প্রতিভাদের পরখ করে দেখা হবে আজকের ম্যাচ শুরুর আগেই জানিয়ে দিয়েছেন হার্দিক।

Read More: “ও না খেললে জয় অসম্ভব…” বিশ্বকাপ নিয়ে টিম ইন্ডিয়াকে পরামর্শ দিলেন মহম্মদ কাইফ !!

Wi vs IND | Image: Getty Images
WI vs IND | Image: Getty Images

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। ব্যাট হাতে শুরুটাও ভালো করেচ্ছিলো ক্যারিবিয়ানরা। কাইল মেয়ার্স ক্রিজে থিতু হতে সময় নিলেও ঝোড়ো ব্যাটিং করছিলেন ব্র্যান্ডন কিং। আর্শদীপ সিং, অক্ষর প্যাটেলরা পাওয়ার প্লে’তে উইকেট তুলতে ব্যর্থ হওয়ার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) হাতে বল তুলে দেন হার্দিক। নিরাশ করেন নি অভিজ্ঞ লেগস্পিনার। প্রথম বলেই উইকেট নেন তিনি। ফেরান মেয়ার্সকে (Kyle Mayers)। ওভারের তৃতীয় বলে আউট হন কিং। ওডিআই সিরিজে সুযোগ পান নি চাহাল (Yuzvendra Chahal)। ‘জাত চেনালো ইউজি’ টি-২০তে জোড়া সাফল্যের পর এই ভাষাতেই হরিয়ানার স্পিনারকে তারিফ জানিয়েছেন সমর্থকেরা।

WI vs IND | Image: Getty Images
WI vs IND | Image: Getty Images

কুল-চা জুটির ঝলক দেখা গেলো ত্রিনিদাদে। জনসন চার্লসকে ফেরান কুলদীপ যাদব (Kuldeep Yadav)। একদিনের বিশ্বকাপের আগে ‘কুল-চা’র প্রত্যাবর্তন স্বস্তি যুগিয়েছে সমর্থকদের। সেই কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েওছেন তাঁরা। মাঝের ওভারে ব্যাট হাতে খানিক প্রতিরোধ গড়েন নিকোলাস পুরান (Nicholas Pooran)। দিনকয়েক আগেই মার্কিন মুলুকে মেজর লীগ ক্রিকেটের (MLC) ফাইনালে ১৩৭* করে এমআই নিউজ ইয়র্ককে (MI NY) ট্রফি দিয়েছেন তিনি। আজকেও শুরু থেকেই আগ্রাসী নীতি নেন তিনি। চাহালের বিরুদ্ধে মারেন চার এবং ছক্কা। শেষমেশ ৩৪ বলে ৪১ করে আউট হন তিনি। তাঁকে ফেরান হার্দিক পান্ডিয়া।

WI vs IND | Image: Getty Images
WI vs IND | Image: Getty Images

ডেথ ওভারে ব্যাট হাতে জ্বলে ওঠেন অধিনায়ক রোভম্যান পাওয়েল (Rovman Powell)। রানের গতি বাড়ান তিনি। ১৯তম ওভারে আর্শদীপ সিং-এর বলে সুর্যকুমার যাদবের হাতে ধরা পড়ার আগে করলেন ৪৮ রান। দীর্ঘমসময় পর মাঠে ফিরে আর্শদীপ সিং (Arshdeep Singh) নিলেন দুই উইকেট। ‘টি-২০তে আর্শদীপই সেরা’ বলছেন অনেকে। তবে রয়েছে বিরুদ্ধ মতও। ৪ ওভারে ৩১ রান খরচ করায় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অক্ষর প্যাটেলকেও (Axar Patel) কটাক্ষের মুখে পড়তে হয়েছে। আজ ২ ওভারে ২২ রান দিয়েছেন তিনি। ‘টেস্ট ও একদিনের ম্যাচে অক্ষর চলনসই হলেও টি-২০ ম্যাচে কখনোই নয়।’ তবে ডেথ ওভারে আঁটোসাঁটো বোলিং করে নেটজনতার কুর্নিশ আদায় করলেন মুকেশ কুমার। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুললো ৬ উইকেটের বিনিময়ে ১৪৯।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: “আমার কলার ধরে ধাক্কা দেয়…”, প্রাক্তন হেড কোচের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ বীরেন্দ্র সেহওয়াগের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *