WI vs IND: “সবার উপরে দল…” বার্বাডোজে ‘ওয়াটার বয়’ বিরাট কোহলির প্রশংসায় নেটদুনিয়া !! 1

WI vs IND: বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার উলটপুরান দেখলো ক্রিকেটদুনিয়া। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) দ্বিতীয় একদিনের ম্যাচে অধিকাংশ বিশেষজ্ঞই ‘ফেভারিট’ ধরেছিলেন টিম ইন্ডিয়াকেই। কিন্তু বাইশ গজের লড়াইতে দেখা গেলো উল্টো ছবি। টেস্ট সিরিজে হারতে হয়েছে ক্যারিবিয়ানদের। প্রথম একদিনের ম্যাচে ‘মেন ইন ব্লু’কে খানিক বেকায়দায় ফেললেও হারাতে পারে নি শে হোপের (Shai Hope) দল। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিলো রোহিত শর্মার ভারত। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করে উইন্ডিজের সিরিজে সমতা ফেরানোর আশা সম্ভবত মাঠে উপস্থিত অধিকাংশ দর্শকও গতকাল করেন নি। কিন্তু নিজেদের কিছু ভুল সিদ্ধান্তের খেসারত দিয়ে ম্যাচ ক্যারিবিয়ানদের হাতে তুলে দিলো ভারতই। ম্যাচ হারলো ৬ উইকেটের ব্যবধানে।

ভারতীয় অধিনায়ক হিসেবে গতকাল মাঠে নেমেছিলেল হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অধিনায়ক হিসেবে দ্বিতীয় একদিনের ম্যাচ খেললেন তিনি। প্রথম ম্যাচে জয়ের পর উইন্ডিজকে হালকা ভাবে নিয়েছিলো ভারত। দলের মূল দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) রেখেছিলো বাদের খাতায়। বদলে জায়গা পেয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অক্ষর প্যাটেল। ব্যুমেরাং হলো এই অতিরিক্ত আত্মবিশ্বাস। ভারত গুটিয়ে যায় মাত্র ১৮১ রানে। ৪০.৫ ওভারের বেশী এগোয় নি টিম ইন্ডিয়ার ইনিংস। এরপর মাত্র ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ। অপরাজিত ৬৩ করেন তাদের অধিনায়ক শে হোপ। ৪৮* করেন তরুণ কেসি কার্টি (Kacey Karty)। গতকালের ম্যাচে প্রথম একাদশে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় চর্চা চললো বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে।

Read More: WI vs IND: “বাচ্চাদের ভরসায় ছাড়া যাবে না”, এক ম্যাচে রোহিত-বিরাট বিশ্রাম নিতেই জঘন্য হার টিম ইন্ডিয়ার !!

বিনয়ী বিরাটের মাহাত্ম্যে মজে ট্যুইটার-

Virat Kohli and Yuzvendra Chahal | WI vs IND | Image: Twitter
Virat Kohli and Yuzvendra Chahal | WI vs IND | Image: Twitter

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির (Virat Kohli) বর্তমানে রান সংখ্যা ১২৮৯৮। আর মাত্র ১০২ রান করলেই স্পর্শ করবেন ১৩০০০ রানের মাইলফলক। যে ফর্মে বিরাট বর্তমানে রয়েছেন তাতে শতরানের স্বপ্ন দেখাই যায়। দিনকয়েক আগেই টেস্টে শতরান করেছিলেন তিনি। কিন্তু একদিনের সিরিজে ব্যাটিং-এর সুযোগই যেন আসছে না তাঁর সামনে। প্রথম একদিনের ম্যাচে পরীক্ষানিরীক্ষা করার পথে হেঁটেছিলেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। ব্যাটিং-এর সুযোগই পান নি তিনি। আর দ্বিতীয় ম্যাচে থাকতে হলো একাদশের বাইরে। সাজঘরে বসে দেখতে হলো সদ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া উইন্ডিজের বিরুদ্ধে ‘টিম ইন্ডিয়া’র শোচনীয় হার। সিরিজ পকেটে পুরে ফেলার আগেই কোহলি (Virat Kohli) এবং সাথে রোহিতকে বাইরে রাখার যৌক্তিকতা কি? তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।

প্রথম একাদশে না থাকলেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন নি বিরাট কোহলি (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁকে দেখা গিয়েছে ‘ওয়াটার বয়’-এর ভূমিকায়। ম্যাচের বয়স তখন ৩৭ ওভার। ধুঁকতে থাকা ভারতের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান। ক্রিজে থাকা শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদবকে জল খাওয়াতে যুজবেন্দ্র চাহালকে (Yuzverndra Chahal) সাথে নিয়ে মাঠে নামেন কোহলি (Virat Kohli)। ভারতের নীল জার্সির উপর চাপানো ছিলো ফ্লুরোসেন্ট হলুদ ‘বিব।’শার্দুল-কুলদীপদের ব্যাটিং পরামর্শ দিতেও দেখা যায় তাঁকে। বিরাটের পরামর্শ অবশ্য বিশেষ কাজে লাগাতে পারেন নি তাঁরা। এর মাত্র ১৪ রানের মধ্যেই আরও তিন উইকেট হারায় ভারত। তবে ক্রিকেট দুনিয়ার মহাতারকা হয়েও ‘ওয়াটার বয়’ হিসেবে মাঠে নামায় সমর্থকদের কুর্নিশ কুড়িয়েছেন কোহলি।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Also Read: WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচেই পদস্খলন ভারতের, বিরাট-রোহিতকে ছাড়া হারতে হল ৬ উইকেটে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *