WI vs IND: “আজ সেরাটা দিতেই হবে…” তৃতীয় টি-২০তে ভারতীয় ব্যাটিং নিয়ে আশঙ্কায় নেটমাধ্যম !! 1

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ মানরক্ষার লড়াই ভারতের। ত্রিনিদাদে প্রথম টি-২০ ম্যাচে হারের পর বিশেষ বিচলিত হন নি টিম ইন্ডিয়ার  (Team India) সমর্থকেরা। কিন্তু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০তেও ভারত হেরে বসায় আচমকাই চেপে বসেছে সিরিজ হারের আতঙ্ক। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে চারটি টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। একটিতেও হারে নি তাঁর দল। আজ গায়ানার মাঠে উইন্ডিজকে যদি হারাতে না পারে ভারত, তাহলে প্রথম সিরিজ হারের মুখ দেখতে হবে তাঁকে। লড়াইতে টিকে থাকতে আজ ভারত দলে সুযোগ দিয়েছে যশস্বী জয়সওয়ালকে। টেস্টে অনবদ্য ব্যাটিং-এর পর কুড়ি-বিশের খেলাতেও তিনি ম্যাচ উইনার হয়ে ওঠেন কিনা সেদিকেই নজর সকলের। রবি বিষ্ণোইকে সরিয়ে প্রথম একাদশে ফিরেছেন কুলদীপ যাদবও।

Read More: WI vs IND: বল হাতে ম্যাজিক দেখালেন কুলদীপ যাদব, জিততে হলে ১৬০ করতে হবে টিম ইন্ডিয়াকে !!

আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। তাঁর দলে আজ নেই জেসন হোল্ডার। বদলে খেলছেন রস্টন চেজ। ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্সের জুটি শুরুটা ভালোই করেছিলো আজও। বেশ কয়েকটি বাউন্ডারিও দেখা যায় দুই ওপেনারের ব্যাটে। মেয়ার্সকে ফিরিয়ে প্রথম ধাক্কাটা প্রতিপক্ষকে দিয়েছিলেন অক্ষর প্যাটেল। তিন নম্বরে নেমে জনসন চার্লস করেন ১২ রান। প্রথম একাদশে প্রত্যাবর্তনের ম্যাচে তাঁকে ফেরান কুলদীপ যাদব। এই সিরিজে উইন্ডিজের হয়ে গত দুই ম্যাচেই ছন্দে দেখা গিয়েছে নিকোলাস পুরানকে। প্রথম ম্যাচে করেছিলেন ৪১, দ্বিতীয় ম্যাচে করেন ৬৭। আজও ঝড়ের বেগে ইনিংস শুরু করেছিলেন। খলনায়ক হয়ে ওঠার মুখেই ঘূর্ণির জালে তাঁকে ফাঁসান কুলদীপ। স্টাম্প হয়ে ফেরেন তিনি। করেন ২০ রান।

পুরান আউট হওয়ার পরেও গায়ানার বাইশ গজে চললো কুলদীপ ম্যাজিক। একই ওভারে তিনি ফিরিয়ে দেন ক্রিজে থিতু হয়ে যাওয়া ব্র্যান্ডন কিং-কে। ৫০ টি-২০ উইকেটের মালিক হলেন তিনি। সমাজমাধ্যম শুভেচ্ছায় ভরিয়েছে তাঁকে। ‘সাদা বলের জাদুকর’ লিখেছেন এক নেটিজেন। ‘যখনই সুযোগ পেয়েছে কুলদীপ, জাত চিনিয়েছে’ লিখেছেন আরেক গুণমুগ্ধ। একই ওভারে জোড়া উইকেট তুলে ভারতকে ম্যাচে ফেরান কুলদীপ। তাঁর বোলিং পার্টনার যুজবেন্দ্র চাহাল অবশ্য আজ কোনো উইকেট পেলেন না। ডেথ বোলার হিসবে মুকেশ কুমারকে ব্যবহার করলেন হার্দিক। প্রথম বলেই.শিমরন হেটমায়ারের উইকেট তুলে নেন তিনি।

২০ বলে ৪০* রানের ঝোড়ো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে দেড়শ রানের গণ্ডী পার করান অধিনায়ক রোভম্যান পাওয়েল। ‘অধিনায়কোচিত ইনিংস একেই বলে’ বলছে নেটজনতা। সিরিজ ২-১ করতে ১৬০ রান তাড়া করতে হবে ভারতকে। অভিষেককারী যশস্বীর কাজ থেকে দায়িত্বশীল ইনিংস আশা করছেন নেটিজেনরা। পাশাপাশি ঈশান কিষণকে সরানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তুল্যমূল্য বিভারে ফর্মের দিক থেকে শুভমান গিলই পিছিয়ে বলে দাবী তাঁদের। ‘বাদ দেওয়া উচিৎ ছিলো শুভমানকে’ সখেদে জানিয়েছেন এক নেট নাগরিক। সিরিজে এখনও অবধি সর্বোচ্চ রান তাড়া করার চ্যালেঞ্জ নিয়ে আজ গায়ানার মাঠে ব্যাট করতে নামছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট এবং একদিনের সিরিজে জয়ের পর টি-২০তে হার দিয়ে যেন শেষটা না হয়, এই প্রার্থনায় ব্যস্ত সমর্থকেরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: WI vs IND: “এতদিন পর বোধদয় হল…”, তৃতীয় টি-২০ ম্যাচে যশস্বীকে দেখে আনন্দে মাতলো নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *