wi-vs-ind-twitter-fumes-over-ind-loss

WI vs IND: একদিকে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে থাকা ভারত, আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, যারা কয়েক দিন আগে একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে নি। এর আগে ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে গিয়েছিলো স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে। এই দুই দলের মোকাবিলায় খাতায় কলমে ভারতকেই (Team India) এগিয়ে রেখেছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। কিন্তু ক্রিকেট তো বরাবরই খেলা হয় বাইশ গজে। পরিসংখ্যানবিদের হিসেবিনিকেশ বারবার মিথ্যা বলে প্রমাণিত হয়। আজও তেমনই এক দিনের সাক্ষী থাকলো ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমি মাঠ। ভারতকে ৪ রানে হারিয়ে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নিলেন রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডাররা।

Read More: WI vs IND: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জার হার ভারতের, রোহিত-বিরাটকে ছাড়া টিম ইন্ডিয়া ‘অচল পয়সা’ !!

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। একই ওভারে জোড়া উইকেট তুলে ক্যারিবিয়ানদের ঝটকা দিয়েছিলো ভারত। জনসন চার্লসকে ফেরান কুলদীপ যাদবও। নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েলের ব্যাটে লড়াইতে ফেরে উইন্ডিজ। পুরান করেন ৪১। ঝোড়ো ব্যাটিং করে ৪৮ রান করেন পাওয়েল। ভারতের হয়ে জোড়া উইকেট পান আর্শদীপ সিং। অভিষেক ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করলেন মুকেশ কুমার। ২০ ওভার শেষে ১৪৯ রানে থাকে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তারুবার মাঠে আগের দিন ওডিআই ম্যাচে ভারতের ব্যাটিং বিক্রম দেখে অনেকেই মনে করেছিলেন অপেক্ষা করছে সহজ জয়। কিন্তু ব্যাট করতে নেমে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হলো ভারতকে।

ওপেন করতে নেমে শুরুতেই আউট হন শুভমান গিল। স্টেপ আউট করে ছক্কা মারতে গিয়ে আকেল হোসেনের শিকার হন তিনি। ‘আহমেদাবাদের বিরুদ্ধে রান করে দেখাও’ কটাক্ষের শুনতে হলো তাঁকে। ফর্মে থাকা ঈশানও আজ ৬ রানের বেশী করতে পারেন নি। পছন্দের ফর্ম্যাটে স্তিমিত লাগলো সূর্যকুমার যাদবকে। ২১ বলে ২১ রান করে জেসন হোল্ডারের বলে আউট হন তিনি। প্রথম বার ভারতের জার্সিতে মাঠে নেমে ঝড় তুলেছিলেন তিলক বর্মা। আজকের ম্যাচে ভারতীয় ব্যাটিং-এর একমাত্র উজ্জ্বল দিক তিনিই। ৩৯ রান করেন ২০ বছরের তরুণ। ট্যুইটারে শুভেচ্ছা কুড়োলেন তিনি। ‘আগামীতে আরও সাফল্য পাবেন তিলক’ বলছে সমাজমাধ্যম।

একটা সময় ভারতকেই ফেভারিট মনে হচ্ছিলো। কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল পরপর ফিরে যান সকলে। শেষমেশ ছক্কা হাঁকিয়ে ভারতের আশা জিইয়ে রেখেছিলেন আর্শদীপ সিং, কিন্তু ব্যর্থ হন তিনিও। ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৪৫ রানের বেশী এগোতে পারে নি ভারত। ‘এরা নাকি বিশ্বকাপ নিয়ে ভাবছে?’ অধিনায়ক হার্দিককে কটাক্ষে ভরিয়ে প্রশ্ন জনৈক নেটিজেনের। ‘ভারতীয় দলের থেকে এখন ভালো কিছু আশা করাই ভুল’ সখেদে জানিয়েছেন আরও একজন। ‘আগামী ম্যাচগুলোতেও হারবে এমন খেললে।’

দেখে নিন ট্যুইটচিত্র-

 

Also Read: WI vs IND: প্রথম টি-২০তে বড় লাভ টিম ইন্ডিয়া্র, ডেথ বোলিং সমস্যা মেটানোর ইঙ্গিত দিলেন এই ক্রিকেটার !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *