WI vs IND: "এর থেকে না খেলাই ভালো..." দ্বিতীয় ম্যাচেও ভারতের ব্যাটিং ব্যর্থতা ক্ষোভের আগুন জ্বালালো সোশ্যাল মিডিয়ায় !! 1

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে রীতিমত বেকায়দায় ভারতীয় দল। ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমি মাঠে প্রথম ম্যাচে হারতে হয়েছিলো। টি-২০ বিশ্বর‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকা ভারতের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই রয়েছে টি-২০ বিশ্বকাপ, তার আগে এহেন পারফর্ম্যান্স কপালে ভাঁজ ফেলেছিলো সমর্থকদের। ত্রিনিদাদের পরাজয়ের পর গায়ানায় দ্বিতীয় টি-২০ ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। টসে জিতেছে ভারত। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে তারা। ‘মেন ইন ব্লু’ অধিনায়ক টসের সময় জানিয়েছিলেন স্কোরবোর্ডে বড় রান তোলার প্রয়াস থাকবে তাদের। কিন্তু ত্রিনিদাদের ব্যাটিং ব্যর্থতা গায়ানাতেও সঙ্গী হয়েছে তাদের। ২০ ওভার শেষে ১৫২ রানে থামলো ভারতের ইনিংস।

Read More: WI vs IND: “এটাকে দায়িত্বজ্ঞানহীনতা বলে…” দ্বিতীয় টি-২০তে রান-আউট হয়ে নেটমাধ্যমের রোষের মুখে সূর্যকুমার যাদব !!

WI vs IND | Image: Getty Images

শুভমান গিল-ঈশান কিষণের ওপেনিং জুটি ব্যর্থ আজও। আলঝারি জোসেফের বলে দ্বিতীয় ওভারে উইকেট খোয়ান শুভমান। গত ম্যাচে ৩-এর পর আজ তিনি করলেন ৭ রান। এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্বে শুভমানের অফ-ফর্ম চিন্তায় ফেলেছে সমর্থকদের। ‘শুভমানের হলো টা কি?’ প্রশ্নে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ঈশান কিষণের সাথে তালমিলের ভুলে রান-আউট হলেন সূর্যকুমার যাদব। মাত্র ১ রান করে আউট হলেন আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষে থাকা ব্যাটার। ‘ওডিআই-এর ব্যর্থতা থাবা বসিয়েছে সূর্যের টি-২০ ফর্মে’ হতাশাগ্রস্ত সমর্থকদের খেদোক্তি ট্যুইটারে। দীর্ঘায়িত হলো না ঈশানের ইনিংসও। তিনি আউট হলেন ২৩ বলে ২৭ রান করে। ‘আগামী ম্যাচে যশস্বীকে ওপেনিং-এ দেখতে চাই’ বলছে সমাজমাধ্যম।

Tilka Varma | WI vs IND | Image: Getty Images

গত ম্যাচে অভিষেক হয়েছিলো তিলক বর্মার। হায়দ্রাবাদের বছর কুড়ির তরুণের ঝোড় ৩৯ রানের ইনিংস নজর কেড়েছিলো। আজও দায়িত্ববান ইনিংস দেখা গেলো তাঁর ব্যাটে। বাকিদের ব্যর্থতার মাঝেও ঝকঝকে অর্ধশতরান করলেন তিনি। রোহিত শর্মার পর দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসেবে পঞ্চাশের গণ্ডী পেরোলেন তিলক। সোশ্যাল মিডিয়া ভরেছে তাঁর জন্য শুভেচ্ছা বার্তায়। ‘এশিয়ান গেমসে ভারতের ট্রাম্প কার্ড হবে তিলকই’ লিখেছেন এক গুণমুগ্ধ ভক্ত। তিলক বর্মার ৫১ রানের ইনিংস ব্যতীত টিম ইন্ডিয়ার ব্যাটিং-কে ব্যর্থ বলা চলে আজও। শেষের দিকে হার্দিক পান্ডিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু ২৪ রানের মাথায় আলঝারি জোসেফের আগুনে ইয়র্কারের শিকার হন তিনিও। প্রথম ইনিংসের পর চালকের আসনে উইন্ডিজই।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Also Read: WI vs IND: রোমারিও শেপার্ডের বলে অফস্টাম্প উড়লো ঈশান কিষণের, আজকেও ব্যাটিং সমস্যায় জর্জরিত ভারত !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *