WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করেছিলো ভারত। ২০০২-এর পর উইন্ডিজের বিরুদ্ধে লাল বলের খেলায় সিরিজ হারে নি টিম ইন্ডিয়া (Team India)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই রেকর্ড অক্ষত এবারও। কিন্তু একদিনের ক্রিকেটে হঠাৎ’ই জটিলতার মুখে ভারতের অশ্বমেধের ঘোড়া। এর আগে টানা ৯ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে জয়ের রেকর্ড ছিলো ভারতের। তাতে পূর্ণচ্ছেদ পড়লো শনিবার। হারতে হলো ভারতকে। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ঘরের মাঠে একদিনের সিরিজ খুইয়েছিলো টিম ইন্ডিয়া।
গত ম্যাচে প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে বেঁধে রাখলেও রান তাড়া করতে গিয়ে নাজেহাল হয়েছিলেন ভারতীয় ব্যাটাররা। রোহিত (Rohit Sharma) আর জাদেজার (Ravindra Jadeja) ব্যাটে এসেছিলো কষ্টার্জিত জয়। আর আজ নয়া ছকে দল সাজাতে গিয়ে ম্যাচটাই খুইয়ে বসলো ‘মেন ইন ব্লু।’গত ম্যাচেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছিলেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। আজ সেই পরীক্ষানিরীক্ষার মাত্রা আরও খানিকটা বাড়িয়ে দিলেন তিনি। আর তাতেই বিপর্যয় ডেকে আনলো টিম ইন্ডিয়া। রোহিত-বিরাটকে ছাড়া এই ভারতীয় দল যে এখনও ম্যাচ জয়ের জন্য প্রস্তুত নয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলো শনিবাসরীয় বার্বাডোজ।
ওপেন করলেন শুভমান-ঈশান জুটি। তারা স্কোরবোর্ডে যুক্ত করেন ৯০ রান। শুভমান ৩৪ এবং ঈশান (Ishan Kishan) ৫৫ রান করে ফিরতেই হারাকিরি শুরু হয় টিম ইন্ডিয়ার। চারে ব্যাট করতে নামা অক্ষর প্যাটেল আউট হন ১ রান করে। তিন নম্বরে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) পাঠিয়েছিলো ভারত। প্রত্যাবর্তনের ম্যাচে তাঁর সংগ্রহ ৯ রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করলেন ৭। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এলো ১০। সূর্যকুমারের ২৪ এবং শার্দুল ঠাকুরের ১৬ ভারতকে পৌঁছে দেয় ৪০.৫ ওভারে ১৮১ রানে। বল হাতে ভালো পারফর্ম্যান্স করেন ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি এবং রোমারিও শেপার্ড। ৩ উইকেট পেলেন দুজনেই।
Read More: WI vs IND: “বিশ্বকাপের কথা ভেবে আশঙ্কিত…” বিরাট-রোহিতহীন ভারতের ব্যাটিং ব্যর্থতা চিন্তায় ফেলেছে সমর্থকদের !!
হোপের ব্যাটে আশার আলো উইন্ডিজ শিবিরে-
গত ম্যাচে ১১৪ রানে অল-আউট হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেই কারণে ১৮২’র লক্ষ্য বেঁধে দিয়েও জয়ের আশা ছিলো টিম ইন্ডিয়ার (Team India)। কিন্তু গত ম্যাচের ভুল আজ না করার অঙ্গীকার করেই মাঠে নেমেছিলো আজ ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকে গুটিয়ে না থেকে বেশ আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেলো কাইল মেয়ার্সকে (Kyle Mayers)। মুকেশ কুমার (Mukesh Kumar) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বলে সহজেই স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গেলেন তাঁরা।
শার্দুলকে বোলিং-এ এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় আংশিক সফল হয় ভারত। পরপর তিন উইকেট তুলে চাপ বাড়িয়েছিলেন তিনি। শিমরন হেটমায়ারকে ফিরিয়ে আশা জাগিয়েছিলেন কুলদীপও। কিন্তু রুখে দাঁড়ান অধিনায়ক শে হোপ (Shai Hope)। ২ চার এবং ২ ছক্কার সাহায্যে ৮০ বলে ৬৩* রানের সাবধানী ইনিংস খেলে দলকে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন তিনি। কেসি কার্টি করেন ৪৮* রান। দুজনের জুটিতে উঠলো ৯১ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হার আশা করেন নি কেউই। তাই এই ফলাফল অবাক করেছে টিম ইন্ডিয়ার (Team India) সমর্থকদের। ‘বিরাট-রোহিত ছাড়া দলের অবস্থা চোখে দেখা যায় না’ মন্তব্য করেছেন জনৈক নেটিজেন। ‘পচা শামুকে পা কাটা একেই বলে’, কটাক্ষের সুর আরেক নেট নাগিরিকের গলায়। ‘অতিরিক্ত আত্মবিশ্বাসই ডোবালো’ সখেদে জানিয়েছেন আরেক জন। তবে উইন্ডিজ সিরিজ ছাপিয়ে ভারতীয় সমর্থকদের একটা বড় অংশ চিন্তত আসন্ন এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ নিয়ে। ‘দুর্বল দলের বিরুদ্ধে হারতে হলে এশিয়া কাপের আশা না করাই ভালো’ লিখেছেন এক ক্রিকেট অনুরাগী। ‘দেশের মাটিতে এরা নাকি বিশ্বকাপ জিতবে?’ প্রশ্ন রেখেছেন আরেকজন। সব মিলিয়ে বলা যেতে পারে আজ সিরিজ জয়ের সুযোগ হারিয়ে চাপের মুখে টিম ইন্ডিয়া।
দেখে নিন ট্যুইটার চিত্র-
World Cup non-qualify team is banging World No. 3 ODI team in Barbados
Great achievement @BCCI#WIvsIND
— बाबा (@iBeing_Gaurav) July 29, 2023
West Indies Will not Play in ODI World is So Surprising. Look at them they are too good this is Just matter OF time. Shai Hope ability OF taking Singles is as Better than any Legend Cricketer. #WIvsIND pic.twitter.com/m7PaZ4O53I
— Ayush Ranjan (@AyushRaGenius) July 29, 2023
Kohli is 35, Rohit is 36. But India is still dependable on them. #WIvsIND
— Sameer Allana (@HitmanCricket) July 29, 2023
most of these players will be playing world cup later this year.. can’t even play 50 overs without Rohit & Virat Kohli that too againt windies.. thanku bcci for this eye opener 3 ODIs #ViratKohli𓃵 #RohitSharma#INDvWI #TeamIndia #BCCI #INDvsWI #WIvsIND
— 𝓶𝓲𝓵𝓪𝓷 (@kaafira09) July 29, 2023
This INDIAN team will never win any icc trophy with this approach ,
Sorry but this is the reality and we have to accept it.@BCCI#WIvsIND #BCCI— Pawan Shukla (@Shukla8175) July 29, 2023
May West Indies (who failed to qualify for #wc2023) beat India.
This will teach these IPL stars who dance & hop naked for TV adverts the seriousness of playing for country.But what to say, when coach dravid himself danced for CRED#indvwi #WIvsIND #WIvIND#INDvsWI pic.twitter.com/QOJXFcUbRd
— Imperial Tiffin (@Yash_Dhawan_) July 29, 2023
If #IndianTeam would have played the #WorldCupQualifiers then #WestIndies would have not disqualified from the tournament !!#INDvsWI #INDvWI #WIvsIND #WIvsIND #IndianCricket #SackDravid
— Aditya Sharma (@aadii0911) July 29, 2023