WI vs IND: ডোমিনিকায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই বিপাকে ওয়েস্ট ইন্ডিজ। দিনকয়েক আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। ১৯৭৫ সালে শুরু হয়েছিলো একদিনের ক্রিকেট বিশ্বকাপ। এই প্রথম ক্যারিবিয়ান ক্যালিপ্সোর ছন্দে মাতোয়ারা হবে না ক্রিকেটদুনিয়ার মেগা মঞ্চ। ওডিআই এবং টি-২০ মিলিয়ে চারবারের বিশ্বজয়ীদের দুরবস্থা অবশ্য এই প্রথম সামনে আসে নি। গত বছর টি-২০ বিশ্বকাপের মূলপর্বেও উঠতে ব্যর্থ হয়েছিলো তাঁরা। ভিভিয়ান রিচার্ডস, গ্যারি সোবার্সদের মত কিংবদন্তিদের উত্তরসূরিদের দুর্দশা যে এখুনি শেষ হচ্ছে না তা ভারত বনাম উইন্ডিজ (WI vs IND) টেস্টের শুরুতেই দিনের আলোর মত পরিষ্কার।
উইন্ডসর পার্কে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। ভারত এই ম্যাচে একসাথে দুই তরুণ ক্রিকেটারের হাতে প্রথমবারের জন্য টেস্ট ক্যাপ তুলে দিয়েছে। জাতীয় দলের জার্সিতে টেস্ট অভিষেক হয়েছে ঈশান কিষণ (Ishan Kishan) এবং যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। অভিষেকের দৃশ্য দেখা গিয়েছে উইন্ডিজ শিবিরেও। প্রথমবারের জন্য ঐতিহ্যবাহী মেরুন টুপি মাথায় গলিয়েছেন অ্যালেক অ্যাথেনাজ (Alick Athanaze)।
ইনিংসের সূচনা করতে এসেছিলেন অধিনায়ক ব্রেথওয়েট। সাথে ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের পুত্র তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। শুরুটা ধীরে-সুস্থে করলেও উইকেটে বেশীক্ষণ স্থায়ী হন নি দুজনেই। ফিরতে হয় স্পিনের শিকার হয়ে। এরপর দিনের প্রথম সেশনে আরও দুই উইকেট হারিয়েছে স্বাগতিক দেশ। আউট হয়েছেন রেমন রিফার এবং জার্মেইন ব্ল্যাকউড। মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৬৭ রান তুলতেই চার উইকেট খুইয়েছে তারা।
Read More: “অনলাইন গেমিংকে হত্যা করা হল”, মোদী সরকারকে খুল্লামখুল্লা হুমকি আশনির গ্রোভারের !!
ওভালের উপেক্ষার জবাব দিলেন অশ্বিন-
গত মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে জায়গা হয় নি রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin)। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হওয়া সত্ত্বেও অশ্বিনকে বাইরে রেখেই একাদশ গড়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরেছিলো সেইদিন। ২০৯ রানের ব্যবধানে ম্যাচ হারার পর সমালোচনার শিকার হতে হয়েছিলো দ্রাবিড়কে (Rahul Dravid)। আজ অবশ্য প্রথম একাদশে ফেরানো হয়েছে তামিলনাড়ুর অফস্পিনারকে। বল হাতে অশ্বিন দিনের প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘূর্ণির জাদু দেখিয়ে প্রমাণ করে দিলেন নিজের শ্রেষ্ঠত্ব। ওপেন করতে নেমে থিতু হয়ে গিয়েছিলেন ব্রেথওয়েট (Kraigg Braithwaite) এবং চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। সিরাজ-উনাদকাটরা নতুন বল হাতে উইকেট তুলতে না পারায় অভিজ্ঞ অশ্বিনকেই ডাকতে হয় অধিনায়ক রোহিত শর্মাকে।
দলকে সাফল্য এনে দিতে বেশী সময় নেন নি অশ্বিন (Ravichandran Ashwin)। তেজনারায়ণ চন্দ্রপলের জমাট রক্ষণ ভেদ করে তাঁকে বোল্ড করেন তিনি। একই সাথে এক বিরল কৃতিত্বের অধিকারীও হলেন ভারতীয় অফস্পিনার। এর আগে শিবনারায়ণ চন্দ্রপলকে (Shivnarine Chanderpaul) আউট করেছিলেন তিনি। আজ ডোমিনিকার মাঠে ফেরালেন তাঁরই পুত্র তেজনারায়ণকে (Tagenarine Chanderpaul)। ১৩ রান করে সাজঘরের পথে ফিরলেন তিনি। উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটকে অশ্বিন ফেরালেন পিচের বাউন্সকে ব্যবহার করে। এগিয়ে এসে মারতে গিয়েছিলেন ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। বাউন্স বুঝতে ভুল হওয়ায় বল ব্যাটের উপরের দিকে লেগে আকাশে উঠে যায়। কভারে দাঁড়ানো রোহিত শর্মার ক্যাচ ধরতে কোনোরকম ভুলভ্রান্তি হয় নি। ৪৬ বলে ২০ রানের বেশী এগোয়নি তাঁর ইনিংস।
প্রথম সেশনেই ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ-
দুই ওপেনারকে খোয়ানোর পর ইনিংসের ভিত গড়ার দায়িত্ব এসে পড়ে মিডল অর্ডারের উপর। কিন্তু শক্তিশালী ভারতের বিরুদ্ধে উইন্ডিজের মিডল অর্ডারও দাগ কাটতে ব্যর্থ। শার্দুল ঠাকুরের (Shardul Thakur) বলে উইকেটরক্ষক ঈশান কিষণের (Ishan Kishan) হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরলেন র্যামন রিফার। ১৮ বলে তাঁর সংগ্রহ ২। আর মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে অভিজ্ঞ জার্মেইন ব্ল্যাকউড (Jermaine Blackwood) হলেন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) শিকার। বোলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনেকখানি দৌড়ে এসে শূন্যে শরীরকে ছুঁড়ে দিয়ে ক্যাচ তালুবন্দী করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৩৪ বলে ১৪-রানের বেশী করতে পারেন নি তিনি। মাত্র ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে উইন্ডিজ শিবির।