WI vs IND: ভারত বনাম ওয়েস্টইন্ডিজের (WI vs IND)মধ্যে হতে চলা ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য বিসিসিআই (BCCI) ১৮ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। এই দলে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) দলে জায়গা দেওয়া হয়নি। অন্যদিকে, কেএল রাহুল (KL Rahul), রবিচন্দ্রন অশ্বিন আর কুলদীপ যাদবের মত খেলোয়াড়দের ভারতীয় দলে (Team India) ফেরানো হয়েছে।
যদিও, কেএল রাহুল এবং কুলদীপের ফিটনেস নিয়ে এখনও সংশয় তৈরি হয়ে রয়েছে। এই অবস্থায়, এই দুজন তখনই প্রথম একাদশে সুযোগ পাবেন যখন তার সুস্থ হবেন। এই কথা স্বয়ং বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।
WI vs IND টি-২০ সিরিজে রোহিত শর্মাই দেবেন নেতৃত্ব
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ওয়ানডে সিরিজ খেলা হবে। এই সিরিজের জন্য অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু টি-২০ সিরিজের জন্য আবারও দলে যোগ দেবেন রোহিত শর্মা। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। তার নেতৃত্বাধীন ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ওপেনার হিসেবে এই সিরিজের জন্য বিসিসিআই অধিনায়ক রোহিতের সঙ্গে ঈশান কিষাণ আর কেএল রাহুলকে নির্বাচিত করেছে।
যদি রাহুল ফিট থাকেন তাহলে রোহিতের সঙ্গে এই সিরিজে তিনিই ওপেন করবেন। না হলে তার জায়গায় ঈশান কিষাণকেই ওপেনিং করতে দেখা যাবে। সম্প্রতিই কেএল রাহুলের সার্জারি হয়েছে, এই অবস্থায় তার সুস্থ হতে কতটা সময় লাগবে এ ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়।
কোহলি আর বুমরাহের মত তারকাকে দেওয়া হয়েছে বিশ্রাম
প্রসঙ্গত, এই সিরিজের জন্য প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু বিসিসিআই এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো বয়ান দেয়নি যে বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছে নাকি তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা রয়েছে, যে কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এই সফর থেকে। এই দলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে শ্রেয়স আইয়ার, দীপক হুড্ডা আর সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়াকে দলে জায়গা দেওয়া হয়েছে।
তবে সবচেয়ে অবাক করার মত ব্যাপার হল এই সিরিজে বুমরাহের মতো ভারতীয় দলের প্রধান অস্ত্রকে বিশ্রাম দেওয়া হয়েছে। যার প্রধান কারণ মনে করা হচ্ছে এশিয়া কাপ। ওয়েস্টইন্ডিজ সফরের পরেই টিম ইন্ডিয়া এশিয়া কাপ খেলবে। মনে করা হচ্ছে এই কারণে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তার জায়গায় ভুবনেশ্বর কুমারকে দলে জায়গা দেওয়া হয়েছে। অন্যদিকে অর্শদীপ সিংকেও দলে রাখা হয়েছে।
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১৮ সদস্যের ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, কেএল রাহুল*, সূর্যকুমার যাদব, দীপক হুড্ডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব*, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।
* কেএল রাহুল আর কুলদীপ যাদবের দলে শামিল হওয়া ফিটনেসের উপর নির্ভর করবে।
Rohit Sharma (C), I Kishan, KL Rahul*, Suryakumar Yadav, D Hooda, S Iyer, D Karthik, R Pant, H Pandya, R Jadeja, Axar Patel, R Ashwin, R Bishnoi, Kuldeep Yadav*, B Kumar, Avesh Khan, Harshal Patel, Arshdeep Singh.
*Inclusion of KL Rahul & Kuldeep Yadav is subject to fitness.
— BCCI (@BCCI) July 14, 2022