WI vs IND: উড়ন্ত হেটমায়ারের হাতে ধরা পড়লেন সূর্যকুমার যাদব, তৃতীয় উইকেটে খুইয়ে চাপে পড়লো টিম ইন্ডিয়া !! 1

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে আজ মাঠে নেমেছে ভারত (WI vs IND)। ত্রিনিদাদের তারুবার ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করেছিলো উইন্ডিজ। নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েলের ব্যাটিং-এর সৌজন্যে ১৪৯ রান তুলেছে তারা। জোড়া উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং। কুলদীপ যাদব এবং হার্দিক পান্ডিয়া পেয়েছেন একটি করে উইকেট। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। অল্প রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার।

Read More: WI vs IND: তাড়াহুড়োই কাল হলো শুভমান গিলের জন্য, আকেল হোসেনের বলে ফিরলেন সাজঘরে !!

শুভমান গিল এবং ঈশান কিষণ আউট হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলো ভারতীয় দল। তিলক বর্মার সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালাচ্ছিলেন সূর্যকুমার যাদব। অভিষেককারী তরুণ সতীর্থের রুদ্রমূর্তি দেখে তাঁকেই রান তোলার ভার সঁপে দিয়েছিলেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ নিজেকে থিতু হওয়ার জন্য সময় দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হলো না আজ। একদিনের সিরিজের পর পছন্দের টি-২০ ফর্ম্যাটেও শুরুটা ব্যর্থতা দিয়েই হলো বিশ্বের এক নম্বর ব্যাটারের। জেসন হোল্ডারের বলে ড্রাইভ মারতে চেয়েছিলেন সূর্য। কভারে দাঁড়ানো শিমরন হেটমায়ার নিজের বাঁ-দিকে অনেকটা ডাইভ মেরে এক অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দী করলেন। হেটমায়ারের হাতে ধরা পড়ে ২১ বলে ২১ রান করে সাজঘরে ফিরতে হলো সূর্যকুমারকে।

দেখে নিন সূর্যকুমার যাদবের উইকেটটি-

Also Read: WI vs IND: প্রথম টি-২০ ম্যাচে ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ, বল হাতে জ্বললেন ইউজি-আরশদীপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *