WI vs IND: “তরুণ দল ভুলচুক করবেই…” টি-২০ সিরিজে পিছিয়ে পড়েও বিশেষ ভাবিত নন হার্দিক পান্ডিয়া !! 1

WI vs IND: একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বার্বাডোজের কেনসিংটন ওভালে সেই ম্যাচে অপ্রত্যাশিত ভাবেই হেরে বসেছিলো ভারত। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও নেতা হিসেবে হারের মুখে পড়তে হলো তাঁকে। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় টি-২০ হারলেন তিনি অধিনায়ক হিসেবে। আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে সিরিজে দলের অধিনায়কয়ত্ব করেছেন তিনি। জিতেছেন চারটি সিরিজই। এবার উইন্ডিজের বিরুদ্ধে (WI vs IND) ট্রফি তাঁর হাতে উঠবে কিনা তা সময় বলবে, তবে আপাতত প্রথম ম্যাচে হারের দায়িত্ব মাথা পেতে নিতেই হচ্ছে হার্দিককে (Hardik Pandya)।

টসে জিতে আজ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরুর আগে হার্দিক জানিয়েছিলেন আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রয়েছে তাঁদের। সেই দিকে তাকিয়েই সুযোগ দেওয়া হয়েছিলো মুকেশ কুমার (Mukesh Kumar), তিলক বর্মাদের (Tilak Varma)। দুই অভিষেককারীই আজ ভালো পারফর্ম করলেন। তবে প্রতিথযশা ক্রিকেটারদের থেকেই হতাশ হতে হলো টিম ইন্ডিয়াকে। ১৪৯ রানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে রেখেও জিততে পারলো না ভারত। শুভমান গিল, ঈশান কিষণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন-চেনা ছন্দে দেখা যায় নি কাউকেই। বিশেষ সুবিধা করতে পারেন নি হার্দিক (Hardik Pandya) নিজেও। এরই মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম কেবল তিলক বর্মা। ৩৯ রানের একটি ক্যামিও খেলেন তিনি। ৪ রানের ব্যবধানে হারের পর মুখ খুললেন অধিনায়ক। আগামী ম্যাচগুলোতে কি স্ট্র্যাটেজি হবে তাও জানান হার্দিক।

Read More: WI vs IND: “দলগত প্রচেষ্টার ফসল এই জয়…” ম্যাচের সেরা হয়ে জানালেন জেসন হোল্ডার !!

এখনই চিন্তার কিছু নেই, বলছেন হার্দিক-

Hardik Pandya | WI vs IND | Image: Getty Images
Hardik Pandya | WI vs IND | Image: Getty Images

 

 

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ভারত অধিনায়ককে সঞ্চালক ড্যারেন গঙ্গা (Daren Ganga) জিজ্ঞেস করেছিলেন রান তাড়া করাই কি সমস্যায় ফেললো? মানতে রাজী নন হার্দিক (Hardik Pandya)। বলেন, “রান তাড়া করার সিদ্ধান্ত ঠিকই ছিলো। আমরা কিছু ছোটোখাটো ভুলচুক করেছি। তার মাশুল দিতে হয়েছে। তবে এটা ঠিকই আছে। একটা তরুণ দল ভুলভ্রান্তি করবেই। গোটা ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিলো।” ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে হার্দিকের উপলব্ধি, “আমি সবসময় বিশ্বাস করি যে টি-২০ ক্রিকেটে উইকেট হারালে যে কোনো লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে পড়ে। যখন টানা দুটো উইকেট হারালাম, সেটাই আমাদের ক্ষতি করে দিলো।”

তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়ে বলেন, “বোলিং কম্বিনেশনটা পরিবেশের দিকে তাকিয়ে ঠিক করা হয়েছিলো। আমরা চেয়েছিলাম ইউজি (চাহাল) এবং কুলদীপকে (যাদব) একসাথে খেলাতে। আর অক্ষর থাকা মানে ব্যাটিং শক্তি বৃদ্ধি।” এর পর আজকের ম্যাচের দুই অভিষেককারীকে নিয়ে আলাদা করে মন্তব্য করেছেন অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। বাংলার মুকেশ কুমার  (Mukesh Kumar) সম্বন্ধে বলেন, “গত দুই সপ্তাহ ওয়েস্ট ইন্ডিজে মুকেশের জন্য খুবই ঘটনাবহুল ছিলো। তিন ফর্ম্যাটেই ও দেশের হয়ে অভিষেক করলো। ও সত্যিই খুব ভালো মানুষ। অনেক বড় হৃদয়ের। যেভাবে পরপর দুটো ওভার করলো, তা তারিফযোগ্য।”

আর ২০ বর্ষীয় তরুণ তিলক বর্মা (Tilak Varma) সম্পর্কে বলেন, “যেভাবে ও নিজের ইনিংসটা শুরু করলো তা চোখ জুড়িয়ে দেয়। জোড়া ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করা মোটেই খারাপ ব্যাপার নয়। ওদের (ভারতের তরুণ ক্রিকেটাররা) মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, ওরা ভয়ডরহীন। ওরা দেশের জন্য দুর্দান্ত কিছু করতে সক্ষম।”

Also Read: WI vs IND: “জানতাম দ্বিতীয় ইনিংসে ভারত এই রানটা মোটেও…”, সিরিজের প্রথম টি-২০’তে বাজি মেরে হুঙ্কার রোভম্যান পাওয়েলের !!

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *