WI vs IND: ত্রিনিদাদ ও গায়ানায় টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে টানা হারের পর বেশ ব্যাকফুটে চলে গিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। আজ প্রভিডেন্স স্টেডিয়ামে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে লড়াইতে ফিরে এলো তারা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। শুরুটা বেশ ভালো করেছিলো কাইল মেয়ার্স এবং ব্র্যান্ডন কিং-এর জুটি। ৫৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। তৃতীয় ম্যাচে প্রথম একাদশে ফিরে ৩ উইকেট নিয়ে ভারতকে লড়াইতে রেখেছিলেন কুলদীপ যাদব। নিকোলাস পুরানের ২০ এবং রোভম্যান পাওয়েলের ঝোড় ৪০৮ রানের ইনিংস স্বাগতিক দলকে পৌঁছে দেয় ১৫৯ রানে। গায়ানার মন্থর-স্পিন সহায়ক পিচে এই রান তাড়া করার কাজটা সহজ ছিলো না ভারতের কাছে।
এর আগে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে ত্রিনিদাদে ব্যর্থ হয়েছিলো ভারত। এই গায়ানার মাঠেই আগের দিন ১৫২ রানের বেশী এগোয় নি তাদের ইনিংস। সেই কারণেই প্রথম ইনিংসের পর চালকের আসনে অনেকেই ওয়েস্ট ইন্ডিজকেই দেখছিলেন। শুরুতেই দুই ওপেনার যশস্বী জয়সওয়াল, শুভমান গিলকে ফিরিয়ে জয়ের মঞ্চ প্রায় প্রস্তুত করেও ফেলেছিলেন ওবেদ ম্যাকয়, আলঝারি জোসেফরা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের পার্টির তোড়জোর ভেস্তে দিলেন সূর্যকুমার যাদব। গত দুই ম্যাচে শান্ত থাকার পর আজ ঝলসে উঠলো তাঁর ব্যাট। হুল-পুল থেকে স্কুপ অথবা সটান বোলারের মাথায় উপর দিয়ে ছক্কা-নিজের তূণ থেকে সব অস্ত্রই বের করলেন ‘স্কাই।’ অসামান্য এক ইনিংস খেলে হয়ে উঠলেন ভারতের ৭ উইকেটে জয়ের কারিগর।
Read More: WI vs IND: গায়ানায় সূর্যকুমার ঝড়, তৃতীয় টি-২০তে জয় ছিনিয়ে নিয়ে সিরিজের উত্তেজনা বাঁচিয়ে রাখলো ভারত !!
‘ম্যাচ জেতাতে পেরে তৃপ্ত’ বলছেন সূর্যকুমার-

‘মাস্ট উইন’ ম্যাচে অনবদ্য ব্যাটিং করে সূর্যকুমার যাদব আজ বোঝালেন কেনো তিনি বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটার। গত দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে ভারতকে সাফল্যের সরণিতে ফেরাতে অন্যতম ভূমিকা নিতে দেখা গেলো তাঁকে। ৪৪ বলে ১০টি চার এবং ৪টি ছক্কা দিয়ে সাজানো ৮৩ রানের ইনিংসটির জন্য ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার মিস্টার ৩৬০ ডিগ্রীকেই। টানা দুই হারের পর আজ ম্যাচ জিতিয়ে খুশি সূর্য স্বয়ং। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, “পাওয়ার-প্লে চলাকালীন নিজের ছন্দে ব্যাট করা অত্যন্ত জরুরী ছিলো আজ। টিম ম্যানেজমেন্টও সেটাই চেয়েছিলো।”
যেসব শট তিনি মারেন, তার বেশীরভাগের খোঁজ পাওয়া যাবে না ক্রিকেটীয় কোনো ম্যানুয়ালে। র্যাম্প শট, স্কুপ শটের মত অস্ত্র তিনি নিবিড় অনুশীলন করেই গড়ে তুলেছেন বলে জানান সূর্য। বলেন, “আমি এই স্ট্রোকগুলোর পিছনে বিস্তর খেটেছি। এবং এগুলো মারতে আমার বেশ ভালো লাগে।” মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ তিলক বর্মার সাথে দেশের জার্সিতে ম্যাচ জেতানো পার্টনারশিপ গড়ার অভিজ্ঞতা কেমন? স্পষ্ট করেছেন আজকের ম্যাচের নায়ক। তিনি জানান, “আমরা দীর্ঘ সময় একে অন্যের সাথে ব্যাটিং করেছি। আমরা বুঝি একে অপরের ব্যাটিং। আর আজ যেভাবে ও (তিলক বর্মা) ব্যাট করলো তা আমায় অনেকটাই আত্মবিশ্বাস যুগিয়েছে। অপরপ্রান্তে একটা দুর্দান্ত ইনিংস খেললো ও।”
টি-২০ ক্রিকেটের ইতিহাসে কোনো দিন ভারত টানা তিন ম্যাচ হারে নি। সেই লজ্জার রেকর্ড রোখার কোনো বাড়তি তাগিদ কি ছিলো? সূর্যকুমারকে প্রশ্ন করেছিলেন ড্যারেন গঙ্গা। উত্তরে তিনি বলেন, “সেটা অবশ্যই মাথায় ছিলো। কিন্তু যখন টিম মিটিং-এ আমরা আলোচনা করছিলাম, আমাদের অধিনায়ক বলেছিলো যে কাউকে না কাউকে এগিয়ে এসে ম্যাচ জেতাতে হবে। আমি খুশি আজ আমি সেই কাজটা করতে পেরেছি বলে।” আগামী ১২ এবং ১৩ অগস্ট ফ্লোরিডার ফোর্ট লডারডেলের মাঠে বাকি দুই টি-২০। আজকের ফর্ম সেই দুই ম্যাচেও বজায় রাখার প্রয়াস থাকবে সূর্যকুমারের।
Also Read: WI vs IND: “অবশেষে হাতি দাঁত দেখিয়ে দিল…”, ক্যারিবিয়ান বধ করে সিরিজে ফেরা ভারতকে নিয়ে মাতামাতি টুইটারে !!