wi-vs-ind-harshal-patel-might-retire

WI vs IND: টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে ট্রফি জিতে নিয়েছে ভারতীয় দল। ডোমিনিকায় ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে জয়ের পর ত্রিনিদাদে দ্বিতীয় ম্যাচেও নিশ্চিত জয়ের দিকেই এগোচ্ছিলেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma), কিন্তু বাধা দেয় বৃষ্টি। আবহাওয়াজনিত কারণে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে না পারলেও ধারা-ভারে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় তারা যে অনেকটাই এগিয়ে তা প্রমাণ করে দিয়েছে টিম ইন্ডিয়া। লাল বলের খেলার পর আজ থেকে সীমিত ওভারের বৃত্তে প্রবেশ করছে ‘মেন ইন ব্লু।’ শুরু হচ্ছে একদিনের সিরিজ। বৃহস্পতিবারে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) লড়াইয়ের মঞ্চ হতে চলেছে বার্বাডোজের কেনসিংটন ওভাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছে দুই দলই।

ক্যারিবিয়ান সফরে যে দল পাঠিয়েছে বিসিসিআই। তাতে তারুণ্য এবং অভিজ্ঞতার দুর্দান্ত মিশেল রয়েছে। প্রথমবারের জন্য দলে রাখা হয়েছে যশস্বী জয়সওয়ালকে। রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমারদের (Mukesh Kumar) মত নতুন মুখেরাও। প্রায় ৮ মাস পর ফেরানো হয়েছে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। থাকছেন এক্সপ্রেস পেসার উমরান মালিক। তাঁদের সাথেই সহাবস্থান হয়েছে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মত পোড়খাওয়া ক্রিকেটারদের। টেস্টে কে এস ভরতকে (Ks Bharat) বাদ দিয়ে ঈশান কিষণকে (Ishan Kishan) উইকেটরক্ষক হিসেবে ব্যবহার করেছেন কোচ রাহুল দ্রাবিড়, বল হাতে অভিষেকের সুযোগ দিয়েছেন মুকেশ কুমারকে। একদিনের সিরিজেও কি চমক থাকে সেদিকেই তাকিয়ে সকলে। ম্যাচের দিন সকালে যা জানা যাচ্ছে তাতে বোলিং বিভাগে বদলের পথে হাঁটছেন কোচ। একাদশে জায়গা হচ্ছে না মহম্মদ সিরাজের (Mohammed Siraj)।

Read More: WI vs IND: ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই অবসরের পথে হাঁটছে এই ভারতীয় খেলোয়াড়, শীঘ্রই করবেন ঘোষণা !!

সিরাজকে বাইরে রেখে মাঠে ভারত-

Mohammad Siraj | WI vs IND | Image: Twitter
Mohammad Siraj | WI vs IND | Image: Twitter

উইন্ডিজ সফরকারী দলে রাখা হয়নি মহম্মদ শামিকে (Mohammad Shami)। বিশ্রামে রয়েছেন তিনি। একইসাথে চোটের কারণে বাইরে জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর রিহ্যাব। এমতাবস্থায় ভারতের বোলিং বিভাগের অঘোষিত নেতা হয়ে উঠেছিলেন মহম্মদ সিরাজই। হায়দ্রাবাদের পেসারের সাথে জুড়ে দেওয়া হয়েছিলো মুকেশ কুমার, নভদীপ সাইনি, জয়দেব উনাদকাটদের। এঁরা প্রত্যেকেই ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম হলেও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশেষ ছিলো না তাঁদের। উইন্ডিজ সফরের পূর্বে নভদীপ এবং উনাদকাট খেলেছিলেন ২ টি করে টেস্ট এবং মুকেশ কুমারের ঝুলিতে ছিলো শূন্য টেস্টের অভিজ্ঞতা। প্রথম ম্যাচে শার্দুল-উনাদকাট এবং দ্বিতীয় ম্যাচে উনাদকাট এবং মুকেশকে নিয়ে ভালোই বোলিং করেন সিরাজ (Mohammad Siraj)। ত্রিনিদাদে ৫ উইকেট নিয়ে হন ম্যাচের সেরা।

একদিনের সিরিজের প্রথম ম্যাচেও বার্বাডোজের গতিময় পিচে নতুন বল হাতে রান-আপে সিরাজকেই (Mohammad Siraj) আশা করেছিলেন বিশেষজ্ঞরা। তবে ইএসপিএন ক্রিকইনফো’তে প্রকাশিত খবর অনুযায়ী সিরাজকে বাইরে রাখছে টিম ইন্ডিয়া। তাঁর কোনো চোট-আঘাতের খবর এই মুহূর্তে নেই সংবাদমাধ্যমের কাছে। সেহেতু মনে করা হচ্ছে বিশ্রামই দেওয়া হচ্ছে তাঁকে। সামনে রয়েছে এশিয়া কাপ (Asia Cup), তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। এবং অক্টোবর-নভেম্বর মাসে রয়েছে একদিনের বিশ্বকাপ (ICC World Cup)। একটানা ক্রিকেটের ধকল যাতে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং-এ দুই নম্বরে থাকা সিরাজের (Mohammad Siraj) পারফর্ম্যান্সে প্রভাব না ফেলে সেই জন্যই বার্বাডোজে তাঁকে বিশ্রাম দিচ্ছেন কোচ।

কে হবেন সিরাজের বিকল্প?

Umran Malik | WI vs IND | Image: Getty Images
Umran Malik | Image: Getty Images

অধিকাংশ বিশেষজ্ঞের ধারণা ভারত বার্বাডোজে তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামবে। সাথে থাকবেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সিরাজ খেললে দলের প্রধান পেসার হতেন তিনিই। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় নতুন টিম কম্বিনেশনের আশা করছেন সকলে। পেসার হিসেবে খেলতে পারেন উমরান মালিক (Umran Malik)। থাকতে পারেন শার্দুল ঠাকুরও (Shardul Thakur)। সাথে ওডিআই ক্রিকেটে জাতীয় দলে দরজা খুলতে পারে বাংলার মুকেশ কুমারের (Mukesh Kumar) জন্যও। ত্রিনিদাদ টেস্টে দুই ইনিংসেই নিয়ন্ত্রণ বজায় রেখে বোলিং করেছেন তিনি। নিয়েছেন ২ উইকেট। একদিনের ক্রিকেটেও তাঁর উপর আস্থা রাখতে পারেন কোচ দ্রাবিড়।

এছাড়া স্পিন বিভাগে থাকতে পারেন চায়নাম্যান কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সাথে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বাঁ-হাতি অফস্পিনও থাকবে উইন্ডিজের বিপক্ষে। ব্যাটারদের মধ্যে রোহিত, শুভমান, বিরাট কোহলির পর চার নম্বরে আরও একটা সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব (Surayakumar Yadav)। উইকেটরক্ষক-ব্যাটার কে হবেন তা নিয়ে জোর লড়াই ঈশান কিষণ (Ishan Kishan) এবং সঞ্জু স্যামসনের মধ্যে। তবে টেস্ট সিরিজের পারফর্ম্যান্সের পর সঞ্জুকে (Sanju Samson) সরিয়ে ঈশানই প্রথম একাদশের টিকিট পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Also Read: World Cup 2023: ভারত-পাক ম্যাচের পারদ চড়ছে মাঠের বাইরেও, আকাশ ছুঁয়েছে বিজ্ঞাপনের দর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *