WI vs IND: শুভমান গিলের ব্যাটে অব্যাহত রান খরা, মোটির বলে উইকেট হারালেন ভারতীয় ওপেনার !! 1

WI vs IND: প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথমে বোলিং করে উইন্ডিজকে ১১৪ রানে গুটিয়ে দিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। এরপর ব্যাটিং লাইন আপে বেশ কিছু রদবদল করে ভারত। বিশেষ করে তরুণদের এগিয়ে দেওয়া হয় ব্যাটিং-এর জন্য। ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ‘মেন ইন ব্লু।’ সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটিং করেন নি বিরাট কোহলি (Virat Kohli)। বার্বাডোজে সহজ জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশেই রোহিত-বিরাটকে রাখেন নি কোচ রাহুল দ্রাবিড়। হার্দিক পান্ডিয়াকে দেওয়া হয়েছে নেতৃত্বভার। দলে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসনও (Sanju Samson)।

টসে জিতে ভারতকেই দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক শে হোপ (Shai Hope)। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে কোহলি এবং রোহিতের মত মহারথীর অবর্তমানে আজ তরুণ ক্রিকেটারদের সামনে বড় সুযোগ নিজেদের মেলে ধরার। টেস্ট সিরিজে রান পান নি শুভমান গিল (Shubman Gill)। প্রথম একদনের ম্যাচেও বড় রান আসে নি তাঁর ব্যাট থেকে। আজ বড় রানের আশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু আশাপূরণ হলো না তাঁদের। সাবধানী ইনিংস খেললেও স্কোরবোর্ডে বড় রান যোগ করার আগেই সাজঘরে ফিরতে হলো তরুণ ওপেনারকে। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম উইকেট খোয়ালো টিম ইন্ডিয়া।

Read More: WI vs IND: “এই তৃতীয়-মানের দলের বিরুদ্ধেও…”, ফের বড় রান করতে ব্যর্থ হওয়ায় নোংরা ট্রোলের শিকার শুভমান !!

মোটির বলে আউট হলেন শুভমান গিল-

Shubman Gill | WI vs IND | Image: Getty Images
Shubman Gill | WI vs IND | Image: Getty Images

২০২৩-এর গোড়া থেকেই রানের মধ্যে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কা,নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান এমনকি একদিনের ম্যাচে দ্বিশতরানও করেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে শতরান করেছেন। টেস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছেন শতরান। আইপিএলেও বিধ্বংসী ইনিংস খেলতে দেখা গিয়েছে তাঁকে। ১৭ ম্যাচে করেছেন ৮৯০ রান। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লীগের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে চেনা ছন্দে দেখা যায় নি তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে দুই ইনিংসে করেছেন ১৩ এবং ১৮। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৬, ১০ এবং ২৯*। প্রথম একদিনের ম্যাচেও আউট হয়েছিলেন ৭ রান করে। অফ ফর্মের কাঁটা আজ দ্বিতীয় একদিনের ম্যাচে তুলে ফেলার লক্ষ্যে ছিলেন তিনি।

ইনিংসের শুরুতে নেমে নিজেকে সময় দেওয়ার পথে হেঁটেছিলেন শুভমান (Shubman Gill)। অপর প্রান্তে ঈষান কিষণ ঝোড়ো ভঙ্গিতে রান তুললেও বেশ সাবধানী হয়ে ব্যাট করতে দেখা গেলো আজ শুভমানকে। অহেতুক ঝুঁকি পূর্ণ শট মারা থেকে বিরত থাকছিলেন তিনি। বাউন্ডারি নয়, বরং জোর দিচ্ছিলেন শর্ট রানের দিকেই। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০০ রানের মাইলস্টোনও স্পর্শ করলেন আজ। ইঙ্গিত ছিলো বড় ইনিংসের। কিন্তু সতেরোতম ওভারে ধৈর্য্য হারিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি। বাঁ-হাতি স্পিনার গুডাকেশ মোটির (Gudakesh Motie)বলে স্টেপ আউট করে লং অফের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টায় ছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু ব্যাটে-বলে সঠিক সংযোগ হয় নি তাঁর। লং অফে আলঝারি জোসেফের (Alzahrri Joseph) হাতে ধরা পড়েন তিনি। ৪৯ বলে ৫টি চারের সাহায্যে ৩৪ রান করে আউট হন তিনি। ৯০ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি।

দেখে নিন শুভমান গিলের উইকেটটি-

Also Read: WI vs IND: ক্যারিবিয়ান সিরিজ চলাকালীন ক্রিকেটকে ‘আলবিদা’ বললেন বিরাটের বন্ধু, চরম সমস্যায় টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *