WI vs IND

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ প্রথম টি-২০ ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল (Team India)। টেস্টে সহজ জয়ের পর একদিনের সিরিজে খানিক হোঁচট খেতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিলো ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। শেষমেশ অবশ্য সিরিজ নিজেদের পকেটেই ভরেছে ‘মেন ইন ব্লু।’ কুড়ি-বিশের সিরিজে অবশ্য কোনোরকম পথের কাঁটা চাইছেন না অধিনায়ক হার্দিক। তাঁর তরুণ দলের মন্ত্র একটাই। তা হলো জয়। পাঁচ ম্যাচের সিরিজ জিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ‘ক্লিন স্যুইপ’ করে সামনের দিকে তাকাতে চাইছে ভারত। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারত মুকেশ কুমার, তিলক বর্মাদের মত তরুণদের সুযোগ দিয়েছে আজ।

Read More: WI vs IND: প্রথম টি-২০ ম্যাচে ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ, বল হাতে জ্বললেন ইউজি-আরশদীপ !!

টসে জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ১৪৯ রান। কাইল মেয়ার্স এবং ব্র্যান্ডন কিং-এর ওপেনিং জুটি ভাঙেন যুজবেন্দ্র চাহাল। একই ওভারে দুই ওপেনারকেই সাজঘরে ফেরান তিনি। তিনে নামা জনসন চার্লসকে আউট করেন কুলদীপ যাদব। কুল-চা’র আক্রমণ সামলে ঊইন্ডিজ ইনিংসের ভিত গড়েন নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েল। তাঁদের যথাক্রমে ৪১ এবং ৪৮ রানের ইনিংস লড়াইয়ের জায়গায় এনে দিয়েছে ক্যারিবিয়ানদের। ভারতের হয়ে দুই উইকেট পান আর্শদীপ সিং। একটি পান হার্দিক পান্ডিয়া। অভিষেকে নিয়ন্ত্রিত বোলিং করে নজর কাড়লেও উইকেট পান নি মুকেশ কুমার। ১৫০ রানের লক্ষ্য নিয়ে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল এবং ঈশান কিষণ। বেশীদূর এগোলো না ভারতের ওপেনিং জুটি। তৃতীয় ওভারেই আউট হলেন শুভমান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা মোটেই ভালো করতে পারেন নি ভারতের তরুণ তারকা শুভমান গিল। আইপিএলে ৮৯০ রান করার পর থেকেই তাঁর ব্যাটে রানের খরা দেখা দিয়েছে। বেশ কিছু ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। টেস্টে অনভ্যস্ত তিন নম্বরে ব্যাট করতে নেমে সফল হন নি। সাফল্য আসে নি প্রথম দুই একদিনের ম্যাচেও। করেন যথাক্রমে ৭ ও ৩৪ রান। তবে ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা অ্যাকাডেমিতে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের জার্সিতে ৮৫ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। আশাবাদী হয়েছিলেন শুভমান অনুরাগীরাও। কিন্তু আজ একই মাঠে প্রথম টি-২০তে ফের অফ-ফর্মের কবলে তিনি। তৃতীয় ওভারে আকেল হোসেনের বলে স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। কিন্তু ফ্লাইট এবন টার্নে মাত হন তিনি। স্টাম্প করতে ভুল করেন নি উইকেটরক্ষক। মাত্র ৩ রান করে আউট হলেন শুভমান।

দেখে নিন শুভমান গিলের উইকেট’টি-

Also Read: WI vs IND: “সহজেই আজ জিতবে ভারত…” উইন্ডিজের বিপক্ষে টিম ইন্ডিয়ার বোলিং পারফর্ম্যান্সে মুখে হাসি নেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *