wi-vs-ind-shubman-gill-depart-3rd-t20

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টি-২০ ম্যাচে টানা হারের পর আজ অস্তিত্ব রক্ষার লড়াইতে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এক দশকেরও বেশী সময় কোনো দ্বিপাক্ষিক সিরিজ হারে নি ভারত। আজ সেই ট্র্যাডিশনে ছেদ পড়ুক তা চাইবে না ‘মেন ইন ব্লু।’ অধিনায়ক হিসেবে এর আগে চার সিরিজে মাঠে নেমেছেন হার্দিক (Hardik Pandya)। একটিতেও হারেন নি তিনি। আজ আচমকাই পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস থাকবে তাঁরও। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে উইন্ডিজ। অধিনায়ক রোভম্যান পাওয়েলের ২০ বলে ৪০* রানের ক্যামিও তাদের পৌঁছে দিয়েছে ১৫৯ রানে।

গায়ানার মন্থর পিচে ১৬০ রানের লক্ষ্য তাড়া করা যে কঠিন হবে তা অনুধাবন করতে পেয়েছে ভারতীয় শিবির। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল চেয়েছিলেন স্কোরবোর্ডকে সচল রাখতে। অভিষেক ম্যাচে প্রথম ওভারেই বড় শট মারতে গিয়ে আউট হন যশস্বী। তাঁর ওপেনিং পার্টনার শুভমানের ইনিংসও লম্বা হলো না। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই রানের মধ্যে নেই তিনি। একমাত্র তৃতীয় একদিনের ম্যাচে ৮৫ রানের ইনিংস ছাড়া একটিও অর্ধশতক নেই। গত দুই টি-২০ ম্যাচে করেছিলেন যথাক্রমে ৩ ও ৭। ব্যর্থতার ছবিটা বজায় রইলো আজও। ক্রিজে সাবলীল ছিলেন না তিনি। বড় শটের মুখ দেখায় প্রত্যাশায় আলঝারি জোসেফের ফাঁদে পা দেন তিনি। শর্ট-বলে পুল মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন জনসন চার্লসের হাতে। ১১ বলে ৬ রান করে উইকেট খোয়ালেন শুভমান।

দেখে নিন শুভমান গিলের উইকেটের ভিডিওটি-

Also Read: WI vs IND: “আজ সেরাটা দিতেই হবে…” তৃতীয় টি-২০তে ভারতীয় ব্যাটিং নিয়ে আশঙ্কায় নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *