WI vs IND: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে হারের পর এক মাস বিরতিতে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সংবাদমাধ্যম হোক বা সামাজিক যোগাযোগ মাধ্যম- এই এক মাসে বারবার তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁদের। যাবতীয় কটাক্ষের জবাব দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টকেই বেছে নিলো টিম ইন্ডিয়া (Team India)। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার যোগ্যতা অর্জন করতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। সেই হতাশা ভুলতে ভারতের বিরুদ্ধে (WI vs IND) ক্যারিবিয়ানদের থেকে ভালো পারফর্ম্যান্স আশা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু রোহিতবাহিনীর অশ্বমেধের ঘোড়ার সামনে থই পেলেন না জেসন হোল্ডার, ক্রেগ ব্রেথওয়েটরা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (WI vs IND) টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শেষ হলো মাত্র তিন দিনেই। ডোমিনিকার উইন্ডসর পার্কে দাপটের সাথে জিতেই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের সূচনাটা করলো ভারতীয় দল।
টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফেরে তাদেরই দিকে। রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) ঘূর্ণির কোনো জবাব ছিলো না তেজনারায়ণ চন্দ্রপল, ক্রেগ ব্রেথওয়েটরা। একমাত্র অভিষেককারী অ্যালিক অ্যাথানাজ খানিক লড়লেন। তিনি ৪৭ রান করেন। প্রথম ইনিংসে ৫ উইকেট পান রবিচন্দ্রণ অশ্বিন। ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিক দেশ। এরপর ব্যাট হাতে রানের পাহাড় গড়ে ভারত। অভিষেক টেস্টে ১৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শতরান করেন রোহিত শর্মাও। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৭৬। ৪২১ রানের মাথায় ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। লাল বল হাতে ফের একবার ধ্বংসযজ্ঞে মাতেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট নিয়ে ভাঙেন উইন্ডিজকে। ১৩০ রানে অল-আউট হয়ে ইনিংস ও ১৪১ রানে তারা।
ডোমিনিকায় ভারতের ব্যাটিং বিক্রমের দিনে ম্লান শুভমান গিল (Subman Gill)। অনভ্যস্ত পজিশনে ব্যাট করতে নেমে ব্যর্থ হলেন তিনি। অজিদের পর উইন্ডিজের বিপক্ষেও রান পেলেন না শুভমান। অবশ্য এতে ভেঙে পড়তে রাজী নন ভারতের তরুণ তারকা। বরং মাঠে জয় তারিয়ে তারিয়ে উপভোগ করতে দেখা গেলো তাঁকে।
Read More: Asian Games 2022: ভাগ্য খুললো রিঙ্কু সিংয়ের, এশিয়ান গেমসে পেলেন ‘টিম ইন্ডিয়া’য় ডাক !!
ক্যারিবিয়ান ক্যালিপ্সোতে সামিল শুভমান-
ডোমিনিকায় ব্যাট হাতে নতুন পজিশনে দেখা গেলো শুভমান গিলকে (Shubman Gill)। এমনিতে তিনি ওপেনার হিসেবেই খেলেন ভারতীয় দলে। ইনিংসের সূচনা করেও ইতিমধ্যে দুটি টেস্ট শতরান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে লড়াকু ৯১’ও এসেছে ওপেনার হিসেবেই। এছাড়াও সীমিত ওভারের ক্রিকেটেও পাঞ্জাবের বছর ২৩-এর ক্রিকেটার ওপেন করেই স্পর্শ করেছেন শতরান এমনকি দ্বিশতরানও। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (WI vs IND) প্রথম টেস্টে শুভমানকে (Shubman Gill) দেখা গেলো তিন নম্বরে। চেতেশ্বর পূজারাকে ক্যারিবিয়ান সফরে বাদ দিয়েছে বিসিসিআই। টেস্ট দলে তাঁর শূন্য জায়গা ভরাট করার দায়িত্ব দেওয়া হয়েছিলো শুভমানকে। ওপেনিং-এ রোহিত শর্মার (Rohit Sharma) সাথে দেখা গিয়েছিলো যশস্বী জয়সওয়ালকে। যে প্রত্যাশা তাঁকে নিয়ে ছিলো তা পূরণ করতে পারেন নি শুভমান। মাত্র ৬ রান করে জোসেফ ওয়ারিকানের বলে আউট হন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আইপিএলে অনবদ্য খেললেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) শান্তই ছিলো শুভমান গিলের ব্যাট। দুই ইনিংসেই স্কট বোল্যান্ডের (Scott Boland) শিকার হন তিনি। রান করেন যথাক্রমে ১৩ ও ১৮। এরপর উইন্ডিজের বিরুদ্ধেও ব্যর্থ হলেন। সরতে হলো পছন্দের ওপেনিং থেকে। টানা তিন ইনিংসে না রান না পেলেও মানসিক চাপে নেই তিনি। বরং ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ যে উপভোগ করছেন, বোঝা গেলো তা। ডোমিনিকায় উইন্ডিজের প্রথম ইনিংস চলছে তখন, সিলি পয়েন্টে দাঁড়িয়ে গ্যালারির বাদ্যযন্ত্রের তালে রীতিমত কোমর দোলাতে দেখা গেলো তাঁকে। নাচের ছন্দেই ক্রিকেটকে উপভোগ করলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত সুপারস্টার। অদূরে দাঁড়িয়ে শুভমানের (Shubman Gill) সেই নাচ প্রত্যক্ষ করেন স্বয়ং বিরাট কোহলি (Virat Kohli)।
দেখে নিন সেই নাচের ভিডিও-
DO NOT MISS! Keep your eyes 👀 on the right side of the screen, we have a surprise Shubman Gill package for you!
He is truly enjoying the Caribbean atmosphere 🥳 🎉🕺🏻#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/jZRlqFdofl
— FanCode (@FanCode) July 12, 2023