WI vs IND: “আগামী ম্যাচেও লড়াই হবে…” ম্যাচ জিতিয়ে আত্মবিশ্বাসী উইন্ডিজ অধিনায়ক শে হোপ !! 1

WI vs IND: খাতায়-কলমে এই ম্যাচে এগিয়ে ছিলো ভারতই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেয়েছিলো তারা। এমনকি দিন দুয়েক আগেই একদিনের সিরিজের প্রথম ম্যাচেও জয়ী হয়েছিলো টিম ইন্ডিয়াই (Team India)। কিন্তু শনিবার বার্বাডোজে সব হিসেবনিকেশ উলটে দিলো ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে ৬ উইকেটে হারিয়ে কেবল সিরিজে ১-১ সমতাই ফেরালো না তারা, সাথে দিনকয়েক আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারার ক্ষতেও খানিক প্রলেপ দিলো ক্যারিবিয়ানরা। অন্য দিকে বিশ্বকাপের আগে আপাতদৃষ্টিতে দুর্বল উইন্ডিজের বিরুদ্ধে অবাক হারের পর অনেক প্রশ্ন উঠে গেলো টিম ইন্ডিয়াকে নিয়ে।

আজকের ম্যাচের আজকের প্রথম একাদশে চমক রেখেছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। দলের মূল দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) একাদশেই রাখেন নি তিনি। বরং হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়কের ভূমিকায় রেখে একেবারে নবীন দলকে এগিয়ে দিয়েছিলেন উইন্ডিজের মোকাবিলা করতে। টসে জিতে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুর ওভারগুলোতে এগিয়ে ছিলো ‘মেন ইন ব্লু।’ ঈশান কিষণ (৫৫), শুভমান গিলের (৩৪) ব্যাটে ক্রুজ কন্ট্রোলে এগোচ্ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পরে তাসের ঘরের মত ভাঙলো ব্যাটিং লাইক আপ। অধিনায়ক হার্দিক ফিরলেন ৭ করে। সঞ্জু স্যামসন (Sanju Samson) প্রত্যাবর্তনের ম্যাচে করলেন ৯। সূর্যকুমার যাদবের ২৪ এবং শার্দুলের ১৬ ভারতকে পৌঁছে দেয় ১৮১ রানে।

আগের ম্যাচে ১১৪ রানে গুটিয়ে গিয়েছিলো উইন্ডিজ। আজ সেই হারের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে ব্যাট করতে নেমেছিলেন ক্যারিবিয়ানরা। আগ্রাসী ব্যাটিং করে ৩৬ রান করেন কাইল মেয়ার্স (Kyle Mayers)। শার্দুলকে (Shardul Thakur) বোলিং-এ এনে পালটা আঘাতের পথে হেঁটেছিলো ভারত। পরপর ৩ উইকেট তুলেও নেন তিনি। সাথে কুলদীপের ঝুলিতে জমা হয় শিমরন হেটমায়ারের উইকেট। যখন আরও একটা থ্রিলারের অপেক্ষায় ক্রিকেটজনতা তখন ব্যাট হাতে ম্যাচ ভারতের থেকে অনেকখানি দূরে নিয়ে যান উইন্ডিজ অধিনায়ক শে হোপ (Shai Hope) এবং তরুণ কেসি কার্টি (Kacey Carty)। দুজনের ৯১ রানের জুটি জয় এনে দেয় ক্যারিবিয়ানদের। সিরিজে সমতা ফিরিয়ে আনন্দিত ওয়েস্ট ইন্ডিজ দল। আত্মবিশ্বাসী শোনালো তাঁদের অধিনায়ক শে হোপকে।

Read More: WI vs IND: “অতিরিক্ত আত্মবিশ্বাসই ডোবালো আজ…” উইন্ডিজের বিরুদ্ধে হেরে ক্ষুব্ধ নেটজনতার ভর্ৎসনার মুখে টিম ইন্ডিয়া !!

আমি নয়, আমরা’র সুর শে হোপের গলায়-

Shai Hope | WI vs IND | Image: Getty Images
Shai Hope | WI vs IND | Image: Getty Images

গত ম্যাচে বাকিদের ব্যর্থতার মাঝেও তাঁর ব্যাট থেকে এসেছিলো ৪৩ রান। আর আজকেও ২টি চার এবং ২টি ছক্কা মেরে ৬৩* রানের অপরাজিত ইনিংস খেললেন উইন্ডিজ অধিনায়ক শে হোপ (Shai Hope)। দলকে ২০১৯ সালের পর ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জয় এনে দিলেন তিনি। খেলা শুরুর আগে তাঁর দলকে বিশেষ ধার্তব্যের মধ্যেও রাখেন নি অধিকাংশ বিশেষজ্ঞ। কিন্তু সকলকে ভুল প্রমাণ করলেন তিনি। অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচের সেরাও নির্বাচিত হলেন হোপ (Shai Hope)। উইন্ডিজ শিবিরে নতুন আশার সঞ্চার করে তিনি জানালেন, “আমি খুব খুশি। আমি পঞ্চাশ করলাম, বা সেঞ্চুরি করলাম অথবা ডাবল সেঞ্চুরি করলাম, তাতে কিছু যায় আসে না। আসল কথা দল জিতেছে।”

জয়ের নেপথ্য কাহিনী জানাতে গিয়েছে হোপ (Shai Hope) বলেন, “এই উইকেটে দ্রুত রান তোলার কোনো না কোনো উপায় খুঁজে নিতে হবে। বিশেষ করে ভারতের মত শক্তিশালী বোলিং-এর বিরুদ্ধে। বেশ তৃপ্ত আমি। একটা ম্যাচ জিতেছি। সিরিজ জিততে গেলে আগামী ম্যাচটাও জিততে হবে। আমরা ফের সর্বস্ব দিয়েই মাঠে নামবো। কঠিন লড়াই হবে। আমরা মানসিক কাঠিন্যের কথা বারবার বলি। আজ আমরা মাঠে তা দেখিয়েছি। আমাদের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। মাঠে ব্যাটিং-বোলিং-এ আরও ধারাবাহিক হতে হবে।”

তৃপ্ত অধিনায়ক ম্যাচ শেষে সঞ্চালক স্যামুয়েল বদ্রীকে (Samuel Badree) আরও জানান, “এটাকে একটা পুর্ণাঙ্গ পারফর্ম্যান্স বলতে পারি আমরা। পিচ বেশ কঠিন ছিলো, কিন্তু আমাদের ব্যাটাররা বেশ ভালো করেছে। আমরা জয়ী হতে চাই, তার জন্য যা যা করণীয় তা করতে চাই। আমি নিশ্চিত আমরা সেই সাফল্য অর্জন করতে পারবো।” ২৭ এবং ২৯ জুলাই বার্বাডোজের কেনসিংটন ওভালের দুই ম্যাচের পর সিরিজের তৃতীয় এবং নির্ণায়ক ম্যাচ খেলতে দুই দল এবার পাড়ি দেবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। সেখানে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি মাঠে আগামী ১ অগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Also Read: WI vs IND: “বিশ্বকাপের কথা ভেবে আশঙ্কিত…” বিরাট-রোহিতহীন ভারতের ব্যাটিং ব্যর্থতা চিন্তায় ফেলেছে সমর্থকদের !!

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *