WI vs IND: আগামী জুলাই মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাচ্ছে ভারতীয় দল। সেখানে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-২০ সিরিজ খেলবে তারা। সফর শুরু হচ্ছে টেস্ট ম্যাচ দিয়ে। ১২ জুলাই থেকে জেসন হোল্ডার (Jason Holder), রস্টন চেজদের (Roston Chase) বিরুদ্ধে প্রথম টেস্ট টিম ইন্ডিয়ার। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজগামী টেস্ট এবং একদিনের সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানে হারের পর টেস্ট দলে বেশ কিছু রদবদল চোখে পড়েছে। মিডল অর্ডারের স্তম্ভ চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন পেসার উমেশ যাদবও (Umesh Yadav)। বিশ্রামে পাঠানো হয়েছে মহম্মদ শামিকে। তাঁদের বদলে দলে এসেছেন একঝাঁক নতুন মুখ। জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এছাড়াও বাংলার পেসার মুকেশ কুমারকে প্রথমবার টেস্ট দলের অংশ করা হয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নবদীপ সাইনিও।
উইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে একাধিক নতুন মুখকে জায়গা দেওয়া হলেও সুযোগ হয় নি সরফরাজ খানের (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ ব্যাটারের বাদ পড়া চমকে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। অনেকেই মনে করছেন বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নেয় নি এই ক্ষেত্রে। ঘরোয়া ক্রিকেটে সরফরাজের ব্যাটিং গড় ৭৯.৬৫। কেরিয়ারে ৩৭ ম্যাচে করেছেন ৩৫০৫ রান। রয়েছে ১৩টি শতরান, দ্বিশতক এমনকি ত্রিশতরানও। ২০১৯ থেকে ২০২২-টানা চার বছর ১০০’র বেশী ব্যাটিং গড় রেখেছেন তিনি। গত তিন বছরে রঞ্জি মরসুমে তাঁর রান সংখ্যা ৯২৮, ৯৮২ এবং ৫৫৬। গড় যথাক্রমে ১৫৪.৬, ১২২.৭ এবং ৯৩। রানের পাহাড় গড়েও আসছে না সুযোগ। সরফরাজ (Sarfaraz Khan) কি দ্বিতীয় অমল মুজুমদার হতে চলেছেন? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। নিয়মিত ভালো পারফর্ম করেও সরফরাজের জায়গা পাওয়া নিয়ে বোর্ড যে যুক্তি সামনে এনেছে তা মনে ধরছে না অধিকাংশ নেটনাগরিকেরই। তাঁরা পাশে দাঁড়িয়েছেন তরুণ ব্যাটারের।
Read More: WI vs IND: ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পরিসংখ্যান সত্ত্বেও কেন বারবার বাদ সরফরাজ খান ? সামনে এলো প্রকৃত তথ্য !!
চেতনের দিকে আঙুল তুলে বাদের খাতায় সরফরাজ ?
গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলো ভারতীয় দল। শোনা গিয়েছিলো এই সফরে দলে জায়গা পেতে পারেন সরফরাজ খান (Sarfaraz Khan)। কিন্তু শেষমেশ সুযোগ আসে নি। সরফরাজ পরে জানিয়েছিলেন যে নির্বাচকেরা তাঁকে তৈরি থাকতে বললেও চূড়ান্ত দলে জায়গা দেন নি আর। এরপর ফেব্রুয়ারী-মার্চে দেশের মাটিতে বসেছিলো বর্ডার-গাওস্কর ট্রফির আসর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার ব্যাপারেও আশাবাদী ছিলেন সরফরাজ। কিন্তু বাদের খাতাতেই রাখা হয় তাঁকে। ঘরোয়া ক্রিকেটে মুম্বই, অথবা ভারত-এ দলের হয়ে বড় রানের ইনিংস খেলা সত্ত্বেও শিকে ছেঁড়ে নি তাঁর ভাগ্যে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের জন্য দল বাছার সময়েও ভেবে দেখা হয় নি তাঁর কথা। ব্রাত্য রইলেন উইন্ডিজ সফর থেকেও। সমাজমাধ্যম, সংবাদমাধ্যমে সরফরাজের (Sarfaraz Khan) সুযোগ না পাওয়া নিয়ে হইচই হওয়ায় বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ফিটনেস ও শৃঙ্খলাজনিত কারণেই বাদ পড়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, “সরফরাজকে ওর ফিটনেসে উন্নতি করতে হবে। এবং মাঠ ও মাঠের বাইরে আচরণেও পরিবর্তন করতে হবে।” সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে যে গত রঞ্জি মরসুমে দিল্লীর বিরুদ্ধে শতরান করার পর গ্যালারিতে উপস্থিত তৎকালীন নির্বাচক প্রধান চেতন শর্মার (Chetan Sharma) দিকে আঙুল উঁচিয়ে যে সেলিব্রেশন করেছিলেন সরফরাজ (Sarfaraz Khan), আদপে তাই গিয়েছে তাঁর বিপক্ষে। এই আচরণ ভালোভাবে নিচ্ছে না বোর্ড। আগ্রাসন ছেঁটে না ফেললে জাতীয় দলে জায়গা হবে না বলেই বুঝিয়ে দেওয়া হচ্ছে বিসিসিআই-এর তরফ থেকে। তবে এই যুক্তিকে বিশেষ আমল দিতে রাজী নন নেটনাগরিকেরা। ভিডিও পোস্ট করে অনেকেই বলেছেন চেতনের দিকে আঙুল তোলেন নি সরফরাজ (Sarfaraz Khan)। বরং সাজঘরে কোচ অমল মুজুমদারের (Amol Muzumdar) দিকে ইঙ্গিত করেছিলেন তিনি। টুপি খুলে অভিবাদন জানান অমলও। অনেকে আবার বলছেন, “শতরান করে চেতনের পা ছুঁয়ে নমস্কার করা উচিৎ ছিলো নাকি?” ভারতীয় দলে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে সুযোগ পাওয়ার অভিযোগ নতুন নয়। সরফরাজের ক্ষেত্রেও উঠছে একই কথা। রঞ্জি, দলীপ, ইরানী ট্রফিতে ভালো খেলে লাভ কি? প্রশ্ন তুলেছেন ক্রিকেটমহলের একাংশ।
দেখে নিন ট্যুইটার চিত্র-
In India unfortunately, aggression is only validated when you’re super successful. Virat Kohli staring Ganguly is considered ‘cool and thug life’ in popular culture. Sarfaraz Khan pointing a finger suddenly becomes a problem. (not defending anyone, just sharing my viewpoint)
— Siddhesh Khirwadkar (@sid_khirwadkar) June 25, 2023
So? That can’t be the reason for him not getting a chance
The selectors have to build thick skin and do what’s right for the team
— Aarihant Aaryan (@AarihantAaryan) June 25, 2023
“Jor Bina Patta te Thapi Vajdi Na.
Hankaar nhi eh Rutba Sarfaraz Da.
He deserve to be part of India cricket team.(Original word is Moosewale )
— simran singh (@wakeupkeepup) June 26, 2023
The harm that chetan sharma has done to team india is immeasurable first removing kohli from captaincy then belittling him ,dropping test team’s most faithful servant pujara not picking sarfaraz khan who has performed for straight 2-3 seasons.still KING THE STANDS TALL.
— Shivam (@msgoutam09) June 25, 2023
“Yea Viv, Talk Nah” That’s what West Indies Wicket Keeper Denesh Ramdin shown to West Indies legend Viv Richards after his century against England pic.twitter.com/BDwJUj1DiI
— Sachiin Ramdas Suryavanshi (@sachiinv7) June 25, 2023
It’s only ok if Kohli does it ,he should’ve known that
— Qiot_Riot (@SirChanceALost) June 25, 2023
Well done Sarfraz, you cannot keep talent hidden, play him as he richly merits the opportunity to demonstrate that you don’t have to be super handsome and slim to be great, let’s show the world we are for diversity not simply discriminating
— Shiv Bagga (@Sbagga53) June 25, 2023
If Kholi does the same the same folks admire his aggression! C’mon these selectors are useless/ kind of rigged…making Pujara a scapegoat? Test we need a separate side! 🏏
— Murali (@murali_iygr) June 25, 2023
Then why virat playing it’s not the matter, the matter is bcci only saw sarfraz fitness that Sunny Gavaskar told in recent interview and he didn’t perform much greater in IPL but play first class cricket fabulously. Average over 100 isn’t any one cup of tea.
— Lipu 🇮🇳 (@SuvakantaBeher4) June 25, 2023
Ego of a few selectors has been hurting Indcricket for a https://t.co/D74g0yQ6Zp what if a player did that?If that hunger/passion drives them 2perform so be it. @RayuduAmbati 2019 WC,now Sarfaraz.India is a rudderless rich ship that needs professional selection committee w/vision
— Naga Parvath (@Naga_Parvath) June 25, 2023
He surely deserves chance in tests ,this can’t be the reason for non selection
— ✶ 🎀 𝒟𝒶𝓀𝓈𝒽 𝑔𝒾𝓁𝓁 🎀 ✶ (@screwgauge77) June 25, 2023
I have seen the likes of Rohit Sharma, Pant play intl cricket with their respective “visible” fitness.
They doing pretty fine.
I have seen guys like Virat and Siraj go over the top in antics and verbals 24*7
So unless its a prithvi shaw type off field issues, this is poor
— Rex (@rex_cricket) June 25, 2023
If he keeps posting stories and doing this type of celebration in front of selectors , he should be kept of waiting as long as possible. If he gets selected by posting stories then tomorrow someone else will do the same and thats not right for the Indian Cricket.
— 𝐊𝐨𝐡𝐥𝐢𝐧𝐚𝐭!𝟎𝐧_👑🚩 (@bholination) June 26, 2023
Aise isare karega to yehi hoga
— Desertian Boy (@username_007_) June 26, 2023
Second Rohit Sharma banega ye to…vada pav kam khaya karo Sarfaraz Khan bhai 🙏🏻
— Dr Liberal (@coolfunnylib) June 25, 2023
Meanwhile Sarfaraz’s coach to selectors –
“Humne kaha tha k Sarfaraz dhokha nahi dega.
Sarfaraz badtameezi nahi karega iska wada kabhi nahi kiya tha!”— S H A H I D (@reelshahid) June 25, 2023