WI vs IND: “এটা কোনো যুক্তি হতে পারে না…”সরফরাজকে বাদ দেওয়ার পিছনে আগ্রাসী উদযাপন, ক্রিকেটারের পাশেই নেটমাধ্যম !! 1

WI vs IND: আগামী জুলাই মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাচ্ছে ভারতীয় দল। সেখানে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-২০ সিরিজ খেলবে তারা। সফর শুরু হচ্ছে টেস্ট ম্যাচ দিয়ে। ১২ জুলাই থেকে জেসন হোল্ডার (Jason Holder), রস্টন চেজদের (Roston Chase) বিরুদ্ধে প্রথম টেস্ট টিম ইন্ডিয়ার। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজগামী টেস্ট এবং একদিনের সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানে হারের পর টেস্ট দলে বেশ কিছু রদবদল চোখে পড়েছে। মিডল অর্ডারের স্তম্ভ চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন পেসার উমেশ যাদবও (Umesh Yadav)। বিশ্রামে পাঠানো হয়েছে মহম্মদ শামিকে। তাঁদের বদলে দলে এসেছেন একঝাঁক নতুন মুখ। জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এছাড়াও বাংলার পেসার মুকেশ কুমারকে প্রথমবার টেস্ট দলের অংশ করা হয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নবদীপ সাইনিও।

উইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে একাধিক নতুন মুখকে জায়গা দেওয়া হলেও সুযোগ হয় নি সরফরাজ খানের (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ ব্যাটারের বাদ পড়া চমকে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। অনেকেই মনে করছেন বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নেয় নি এই ক্ষেত্রে। ঘরোয়া ক্রিকেটে সরফরাজের ব্যাটিং গড় ৭৯.৬৫। কেরিয়ারে ৩৭ ম্যাচে করেছেন ৩৫০৫ রান। রয়েছে ১৩টি শতরান, দ্বিশতক এমনকি ত্রিশতরানও। ২০১৯ থেকে ২০২২-টানা চার বছর ১০০’র বেশী ব্যাটিং গড় রেখেছেন তিনি। গত তিন বছরে রঞ্জি মরসুমে তাঁর রান সংখ্যা ৯২৮, ৯৮২ এবং ৫৫৬। গড় যথাক্রমে ১৫৪.৬, ১২২.৭ এবং ৯৩। রানের পাহাড় গড়েও আসছে না সুযোগ। সরফরাজ (Sarfaraz Khan) কি দ্বিতীয় অমল মুজুমদার হতে চলেছেন? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। নিয়মিত ভালো পারফর্ম করেও সরফরাজের জায়গা পাওয়া নিয়ে বোর্ড যে যুক্তি সামনে এনেছে তা মনে ধরছে না অধিকাংশ নেটনাগরিকেরই। তাঁরা পাশে দাঁড়িয়েছেন তরুণ ব্যাটারের।

Read More: WI vs IND: ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পরিসংখ্যান সত্ত্বেও কেন বারবার বাদ সরফরাজ খান ? সামনে এলো প্রকৃত তথ্য !!

চেতনের দিকে আঙুল তুলে বাদের খাতায় সরফরাজ ?

Sarfaraz Khan | WI vs IND | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলো ভারতীয় দল। শোনা গিয়েছিলো এই সফরে দলে জায়গা পেতে পারেন সরফরাজ খান (Sarfaraz Khan)। কিন্তু শেষমেশ সুযোগ আসে নি। সরফরাজ পরে জানিয়েছিলেন যে নির্বাচকেরা তাঁকে তৈরি থাকতে বললেও চূড়ান্ত দলে জায়গা দেন নি আর। এরপর ফেব্রুয়ারী-মার্চে দেশের মাটিতে বসেছিলো বর্ডার-গাওস্কর ট্রফির আসর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার ব্যাপারেও আশাবাদী ছিলেন সরফরাজ। কিন্তু বাদের খাতাতেই রাখা হয় তাঁকে। ঘরোয়া ক্রিকেটে মুম্বই, অথবা ভারত-এ দলের হয়ে বড় রানের ইনিংস খেলা সত্ত্বেও শিকে ছেঁড়ে নি তাঁর ভাগ্যে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের জন্য দল বাছার সময়েও ভেবে দেখা হয় নি তাঁর কথা। ব্রাত্য রইলেন উইন্ডিজ সফর থেকেও। সমাজমাধ্যম, সংবাদমাধ্যমে সরফরাজের (Sarfaraz Khan) সুযোগ না পাওয়া নিয়ে হইচই হওয়ায় বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ফিটনেস ও শৃঙ্খলাজনিত কারণেই বাদ পড়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, “সরফরাজকে ওর ফিটনেসে উন্নতি করতে হবে। এবং মাঠ ও মাঠের বাইরে আচরণেও পরিবর্তন করতে হবে।” সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে যে গত রঞ্জি মরসুমে দিল্লীর বিরুদ্ধে শতরান করার পর গ্যালারিতে উপস্থিত তৎকালীন নির্বাচক প্রধান চেতন শর্মার (Chetan Sharma) দিকে আঙুল উঁচিয়ে যে সেলিব্রেশন করেছিলেন সরফরাজ (Sarfaraz Khan), আদপে তাই গিয়েছে তাঁর বিপক্ষে। এই আচরণ ভালোভাবে নিচ্ছে না বোর্ড। আগ্রাসন ছেঁটে না ফেললে জাতীয় দলে জায়গা হবে না বলেই বুঝিয়ে দেওয়া হচ্ছে বিসিসিআই-এর তরফ থেকে। তবে এই যুক্তিকে বিশেষ আমল দিতে রাজী নন নেটনাগরিকেরা। ভিডিও পোস্ট করে অনেকেই বলেছেন চেতনের দিকে আঙুল তোলেন নি সরফরাজ (Sarfaraz Khan)। বরং সাজঘরে কোচ অমল মুজুমদারের (Amol Muzumdar) দিকে ইঙ্গিত করেছিলেন তিনি। টুপি খুলে অভিবাদন জানান অমলও। অনেকে আবার বলছেন, “শতরান করে চেতনের পা ছুঁয়ে নমস্কার করা উচিৎ ছিলো নাকি?” ভারতীয় দলে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে সুযোগ পাওয়ার অভিযোগ নতুন নয়। সরফরাজের ক্ষেত্রেও উঠছে একই কথা। রঞ্জি, দলীপ, ইরানী ট্রফিতে ভালো খেলে লাভ কি? প্রশ্ন তুলেছেন ক্রিকেটমহলের একাংশ।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Also Read: “টেস্ট ক্রিকেটের সাথে ও…” লাল বলের ফর্ম্যাটে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যত সম্পর্কে বিস্ফোরক মন্তব্য রবি শাস্ত্রীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *