WI vs IND: একদিকে বিশ্ব র্যাঙ্কিং-এ পয়লা নম্বরে থাকা ভারত, অন্যদিকে অনেক খানি পিছিয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের সম্মুখ সমরে টিম ইন্ডিয়াকেই এগিয়ে রেখেছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। কিন্তু ক্রিকেটের লড়াই যে খাতায়কলমে নয়, বরং হয় বাইশ গজে, তার প্রমাণ আবার দেখা গেলো উইন্ডিজ বনাম ভারত (WI vs IND) সিরিজে। টেস্ট ও একদিনের খেলায় এগিয়ে ছিলো ভারতই। কিন্তু টি-২০’র ময়দানে হার্দিক পান্ডিয়ার দলকে হারিয়ে বাজিমাত উইন্ডিজের। ত্রিনিদাদ ও গায়ানায় ২-০ এগিয়ে গিয়েও সাময়িক হোঁচট খেয়েছিলেন আকেল হোসেন, জেসন হোল্ডাররা। কিন্তু ফ্লোরিডার ফোর্ট লডারহিলে নির্ণায়ক ম্যাচে জ্বলে উঠলেন তাঁরা। টিম গেমের দুরন্ত নজির রেখে ম্যাচ জিতে ৩-২ ফলে সিরিজ নিজেদের নামে করে নিলেন।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। দুই ওপেনারকে শুরুতেই ফিরিয়ে দেন আকেল হোসেন। এরপর তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়াকে খানিক স্থিরতা দেন। সূর্যকুমারের ব্যাটে এলো সিরিজের দ্বিতীয় অর্ধশতরান। তিনি ৬১ রান করে ফিরতেই অবশ্য তাসের ঘরের মত ভাঙলো ভারতের ব্যাটিং। পরপর উইকেট তুলে নেন রোমারিও শেপার্ড। শেষমেশ ১৬৫ রান স্কোরবোর্ডে তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কাইল মেয়ার্সের উইকেট হারালেও দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরে উইন্ডিজ। ব্র্যান্ডন কিং এবং নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংস ২ ওভার বাকি থাকতেই সিরিজ জিতিয়ে দেয় উইন্ডিজকে। ২০১৬ সালের পর এই প্রথম ভারতকে কোনো দ্বিপাক্ষিক সিরিজে হারালো ক্যারিবিয়ানরা। জয়ের পর স্বভাবতই উচ্ছ্বসিত অধিনায়ক রোভম্যান পাওয়েল।
Read More: WI vs IND: ফ্লোরিডার বাইশ গজে রাজত্ব ‘কিং’-এর, পুরান কাঁটায় বিদ্ধ ভারত শেষটা করলো সিরিজ হেরেই !!
‘দেশের মানুষ ভালো কিছুর আশায় ছিলেন…’ বলছেন রোভম্যান-
ক্রিকেট ইতিহাসে প্রথমবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ দল। দুইবারের বিশ্বসেরাদের হাঁড়ির হাল নিয়ে মুখ খুলেছেন দেশ-বিদেশের ক্রিকেট ব্যক্তিত্বরা। অনেকেই সন্দিহান ছিলেন আদৌ ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা। সেই চর্চা খানিক বন্ধ হলো রোভম্যান পাওয়েলের দল ভারতকে টি-২০ সিরিজে ৩-২ হারানোয়। ম্যাচ জিতে তৃপ্ত অধিনায়ক বলছেন, “আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমার ভাঁড়ারে বিশেষণ কম পড়ছে। অনেক কিছু নির্ভর করছিলো এটার উপরে। গতকাল আমরা একটা বৈঠক করেছিলাম। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মানুষ ভালো কিছু প্রত্যাশায় ছিলেন।”
সাফল্যের পিছনে কোচিং স্টাফদের অবদানকে ভোলেন নি ক্যারিবিয়ান অধিনায়ক। বলেন, “আমরা হারের পর চাপে পড়ে যেতে পারতাম। কিন্তু আমাদের পরিকল্পনা ঠিকঠাক ছিলো। আমি চাই খেলোয়াড়রা ভালো করুক। একজন ভালো খেললে তার সুফল দলই লাভ করে।” সিরিজ সেরা নিকোলাস পুরানকে নিয়ে বলেন, “পুরান আমাদের দলের একজন বড় খেলোয়াড়। আমরা ওকে বলেছিলাম পাঁচ ম্যাচের অন্তত তিনটিতে আমাদের হয়ে ভালো পারফর্ম করতে। ও সেটা করেছে। সব ম্যাচেই ভালো করা কারও পক্ষেই সম্ভব নয়। তাই আমরা পাঁচটার মধ্যে তিনটের কথা বলেছিলাম।”
রোমারিও শেপার্ড আজ নিয়েছেন ৪ উইকেট। আকেল হোসেন গোটা সিরিজ জুড়ে অনবদ্য বোলিং করেছেন। তাঁদের সাধুবাদ জানিয়ে অধিনায়ক বলেন, “বোলিং বিভাগকে কৃতিত্ব দিতেই হয়। ওরা যেভাবে ভারতের শক্তিশালী ব্যাটিং আক্রমণকে সামলালো। আমাদের সমর্থকদেরও ধন্যবাদ। যখন আমরা পিছিয়ে পড়েছিলাম ওনারা আমাদের সমর্থন যুগিয়েছেন। কেবল মাঠে উপস্থিত থেকেই নয়, সোশ্যাল মিডিয়াতেও। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।”
Also Read: WI vs IND: “পুরান এবং গোটা দলকে ধন্যবাদ…” ম্যাচের সেরা হয়ে আবেগতাড়িত রোমারিও শেপার্ড।