WI vs IND: এক মাস ব্যপী ক্রিকেটীয় লড়াইয়ের পর অবশেষে যবনিকা পড়লো ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) সিরিজের। টেস্ট এবং একদিনের সিরিজে প্রতিপক্ষকে হারালেও টি-২০’র ময়দানে বাজি উলটে দিলো ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি র্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা ভারতকে হারিয়ে সিরিজ নিজেদের পকেটে পুরে নিলো উইন্ডিজ। ত্রিনিদাদ এবং গায়ানায় প্রথম দুই ম্যাচে সহজে জয় ছিনিয়ে নেওয়ার পর হার্দিক বাহিনীর বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ ম্যাচে হেরে খানিক হোঁচট খেয়েছিলো রোভম্যান পাওয়েলের দল। প্রথম দল হিসেবে কোনো টি-২০ সিরিজে ২-০ পিছিয়ে পড়েও সিরিজে সমতা ফিরিয়েছিলো ভারত। ফ্লোরিডার ফোর্ট লডারহিলের মাঠে নির্ণায়ক ম্যাচে অবশ্য ছন্দে ফিরলেন ক্যারিবিয়ানরা। ৮ উইকেটে ভারতকে হারিয়ে ৩-২ ফলে সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। দুই ওপেনারকে শুরুতেই ফিরিয়ে দেন আকেল হোসেন। এরপর তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়াকে খানিক স্থিরতা দেন। সূর্যকুমারের ব্যাটে এলো সিরিজের দ্বিতীয় অর্ধশতরান। তিনি ৬১ রান করে ফিরতেই অবশ্য তাসের ঘরের মত ভাঙলো ভারতের ব্যাটিং। পরপর উইকেট তুলে নেন রোমারিও শেপার্ড। শেষমেশ ১৬৫ রান স্কোরবোর্ডে তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কাইল মেয়ার্সের উইকেট হারালেও দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরে উইন্ডিজ। ব্র্যান্ডন কিং এবং নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংস ২ ওভার বাকি থাকতেই সিরিজ জিতিয়ে দেয় উইন্ডিজকে। ম্যাচে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রোমারিও শেপার্ড।
Read More: WI vs IND: ফ্লোরিডার বাইশ গজে রাজত্ব ‘কিং’-এর, পুরান কাঁটায় বিদ্ধ ভারত শেষটা করলো সিরিজ হেরেই !!
‘উইকেট নিতে হবে…’ পরিকল্পনার কথা জানালেন শেপার্ড-
একটা সময় ২-০ এগিয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনের ফলে সিরিজ ২-২ হয়ে পড়েছিলো। প্রতিকূলতার মুখে আজকের জয়টা দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে উইন্ডিজ শিবিরে যে শাপমুক্তির আনন্দ তা বোঝা গেলো ম্যাচের সেরা রোমারিও শেপার্ডের চোখ মুখ দেখেই। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে জায়গা করে নিতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ এর একদিনের বিশ্বকাপেও বাদ পড়েছে যোগ্যতা অর্জন পর্ব থেকে। ক্যারিবিয়ান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন অনেকেই। আজকের জয় সেই সন্দেহ অনেকখানি দূর করলো। ক্যারিবিয়ান ক্রিকেট সমুদ্রে জাগালো নতুন ঢেউ।
হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল এবং আর্শদীপ সিং, ম্যাচের সেরা হওয়ার পথে চার ভারতীয়কে সাজঘরে পাঠিয়েছেন রোমারিও শেপার্ড। গোটা সিরিজ জুড়েই বেশ ধারাবাহিক ছিলেন তিনি। আজ কেরিয়ারের সেরা বোলিং করে ম্যাচের সেরা নির্বাচিত হয়ে তিনি জানান, “আমার খুব ভালো লাগছে। আমরা জিততে পেরেছি অবশেষে। (নিকোলাস) পুরান ও দলের বাকিদের অসংখ্য ধন্যবাদ। একদিনের ক্রিকেট থেকে এই টি-২০ সিরিজ, আমি বেশ ভালো বল করছি। আমার মনে হয় কেরিয়ারে এত ভালো বল আগে করি নি। আজ আমার পরিকল্পনা ছিলো কেবল উইকেট নিতে হবে। এই জয় আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। খুব কঠিন সময়ের মোকাবিলা আমাদের করতে হয়েছে গত কয়েক মাসে।”
Also Read: WI vs IND: “এদের লজ্জায় ডুবে মরা উচিত…”, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারায় চরম ট্রোলের শিকার টিম ইন্ডিয়া !!