WI vs IND: টেস্ট সিরিজ দিয়ে ক্যারিবিয়ান সিরিজের শুরুটা করেছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) প্রথম টেস্ট ম্যাচে সফরকারী দল সহজেই হারিয়ে দিয়েছে স্বাগতিক দেশকে। ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে ডোমিনিকায় জয় পেয়েছে ভারত। ১-০ এগিয়ে থেকে আত্মবিশ্বাস সঙ্গী করে ত্রিনিদাদে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সাইকেলটি ভারত শেষ করেছে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে। ২০২৩-২৫ সাইকেলের শুরুটা জয় দিয়ে করে ইতিমধ্যেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ‘মেন ইন ব্লু।’ ক্যুইন্স পার্ক ওভালেও জয় ছিনিয়ে নিয়ে সাফল্যের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতীয় দলের।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kriagg Braithwaite)। হোল্ডার, রোচ, গ্যাব্রিয়েলদের বোলিং আক্রমণের বিরুদ্ধে সাবলীলই লেগেছে ভারতীয় ব্যটারদের। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা (Rohit Sharma) জোড়া অর্ধশতক করেন। কেরিয়ারের ৫০০তম ম্যাচে শতরান আসে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে জোড়া অর্ধ-শতরান এলো রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) ব্যাট থেকেও। প্রায় দেড় দিন ব্যাট করে স্কোরবোর্ডে ৪৩৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। আপাতত চালকের আসনেই বলা যায় তাদের। ব্যাট হাতে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেললেও চুলের কারণে কটাক্ষ শুনতে হলো ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
Read More: WI vs IND: ক্যারিবিয়ান ক্যালিপ্সোর তালে মাতোয়ারা ‘কিং কোহলি’, ভাইরাল হলো অনুশীলনের ভিডিও !!
উইন্ডিজের বিরুদ্ধে চমৎকার ফর্মে রোহিত-

গত কয়েকটি ম্যাচে রান পাচ্ছিলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে শতরান করার পর থেকে শান্তই ছিলো তাঁর ব্যাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি তিন টেস্ট বা একদিনের ম্যাচে সাফল্য আসে নি। গোটা আইপিএল মরসুমেও বিশেষ উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলেন নি তিনি। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে দুই ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এসেছিলো যথাক্রমে ১৫ এবং ৪৩। দুই ইনিংসেই এলবিডব্লু হয়েছিলেন ভারতের অধিনায়ক। একমাসের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে মাঠে ফিরে খারাপ সময় কাটিয়ে ফেলার ইঙ্গিত দিলেন রোহিত (Rohit Sharma)। বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরা স্বস্তি যোগাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
ডোমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টেস্টে কেরিয়ারের দশম শতরান করেছিলেন তিনি। ১০৩ রানের চমৎকার ইনিংস খেলতে দেখা গিয়েছিলো রোহিতকে। যেখানে শেষ করেছিলেন উইন্ডসর পার্কে, ঠিক সেখান থেকেই দ্বিতীয় টেস্টে নিজের ইনিংস শুরু করেন তিনি। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের ক্যুইন্স পার্ক ওভালে ওপেন করতে নেমে ঝড় তোলেন তিনি। ট্রেডমার্ক পুল শট যেমন মেরেছেন, তেমন কভার ড্রাইভ, ফ্লিকের মত শটও দেখা গিয়েছে তাঁর ব্যাট থেকে। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে জুটি গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন রোহিত। ডোমিনিকায় ২০০ রানের বেশী ওপেনিং জুটিতে তুলেছিলো ভারত। ত্রিনিদাদে তুললো ১৩৯ রান। ব্যক্তিগত ৮০ রানের মাথায় জোমেল ওয়ারিকানের (Jomel Warrican) বলে বোল্ড হন রোহিত।
হেয়ারস্টাইল নিয়ে ট্রলড রোহিত শর্মা-

ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টেস্টটির গুরুত্ব দুই দেশের জন্যই অপরিসীম। লাল বলের খেলায় ১০০তম ম্যাচে মুখোমুখি হয়েছে ‘মেন ইন ব্লু’ এবং ‘মেন ইন মেরুন।’ এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার খেলা শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের (Kriagg Braithwaite) হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারাও (Brian Lara) উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। টুপি খুলে ক্রিকেটের রাজপুত্র লারার হাত থেকে স্মারক সংগ্রহ করেন রোহিত। তখন তাঁর চুলের হালত দেখে মষ্করা করার লোভ সামলাতে পারেন নি নেটিজেনরা।
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার আমান্ডা ওয়েলিংটনও (Amandar Wellinton) যোগদান করেছেন এই কথোপকথনে। লেগস্পিনার আমান্ডা অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট, ১৪টি একদিনের ম্যাচ এবং ৮টি টি-২০ খেলেছেন। ট্যুইটারে রোহিত শর্মাকে (Rohit Sharma) ট্যাগ করে তিনি লেখেন, “আমি বলি কি, রোহিত শর্মার একবার চুল কাটানো অবশ্যই প্রয়োজন।” আমান্ডার (Amanda Wellington) ট্যুইটটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে। অনেকে তাঁর সাথে ঠাট্টায় যোগদানও করেন। আবার অনেক রোহিত ভক্ত প্রিয় তারকারে হেয়ারস্টাইলের সমালোচনা মেনে নিতে পারেন নি। তারা আমান্ডার ট্যুইটটির প্রতিবাদ জানান।
দেখে নিন অজি ক্রিকেটারের সেই ট্যুইটটি-
I tell you what, @ImRo45 needs a hair cut 😂 #INDvsWI
— Amanda Wellington (@amandajadew) July 20, 2023