WI vs IND: বার্বাডোজে গতকাল কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলো টিম ইন্ডিয়া (Team India)। এশিয়া কাপের আগে আর মাত্র গুটিকয় একদিনের ম্যাচ বাকি রয়েছে ভারতের। তার পরে আবার রয়েছে একদিনের বিশ্বকাপ। দুর্বল উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে হেরে চাপে পড়ে গেলো ভারতীয় দল। পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে চেয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু শেষমেশ ব্যুমেরাং হয়ে ফিরলো সেই ভাবনা। টেস্ট সিরিজ জিতে ক্যারিবিয়ান সফরের শুরুটা ভালো করেছিলো ভারত। জিতে নিয়েছিলো প্রথম একদিনের ম্যাচও। কিন্তু গতকাল হেরে সিরিজ জয়ের সুযোগ হারালো তারা।
আজকের ম্যাচের আজকের প্রথম একাদশে চমক রেখেছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। দলের মূল দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) একাদশেই রাখেন নি তিনি। বরং হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়কের ভূমিকায় রেখে একেবারে নবীন দলকে এগিয়ে দিয়েছিলেন উইন্ডিজের মোকাবিলা করতে। কিন্তু মাত্র ১৮১ রানের মধ্যে গুটিয়ে যায় তারা। ঈশান কিষণের ৫৫ এবং শুভমান গিলের ৩৪ ছাড়া উল্লেখযোগ্য রান নেই কারও ব্যাটে। জবাবে শে হোপের ৬৩* এবং কেসি কার্টির ৪৮*-এর সুবাদে সহজেই জয় পায় উইন্ডিজ। মরসুমের গুরুত্বপূর্ণ সময়ে এহেন পরীক্ষানিরীক্ষার জন্য কোচ দ্রাবিড়ের দিকে কটাক্ষের তীর ছুঁড়েছেন অনেকে। রেহাই পান নি অধিনায়ক রোহিত’ও। বিরাটকে একাদশে বাইরে রাখায় কোহলিভক্তদের আকক্রমণের মুখে হিটম্যান।
Read More: WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচেই পদস্খলন ভারতের, বিরাট-রোহিতকে ছাড়া হারতে হল ৬ উইকেটে !!
হারের পর সমর্থকদের রোষানলে রোহিত-

উইন্ডিজের বিরুদ্ধে ভারতের অপ্রত্যাশিত হারকে রোহিত শর্মার (Rohit Sharma) দূরদর্শিতার অভাব বলেই মনে করছেন অধিকাংশ সমর্থক। কিছুদিনের মধ্যেই রয়েছে এশিয়া কাপ। তারপর অস্ট্রেলিয়া সিরিজ এবং অক্টোবরের গোড়াতে রয়েছে বিশ্বকাপ। এমন গুরুত্বপূর্ণ সময় কি ভেবে নিজেকে মাঠ থেকে সরিয়ে রাখেন রোহিত? উঠছে প্রশ্ন। এছাড়াও দলের প্রধান ব্যাটিং অস্ত্র বিরাট কোহলিকেও (Virat Kohli) অতিরিক্তের তালিকায় রাখায় রোষের মুখে কোচ দ্রাবিড়। এই সিদ্ধান্তের পিছনে দায় এড়াতে পারেন না রোহিত শর্মাও। গতকাল বার্বাডোজে দলের ব্যাটিং বিপর্যয়ের পর ভারতীয় অধিনায়ককে তীব্র আক্রমণ করতে শোনা গিয়েছে জনৈক বিরাট কোহলি (Virat Kohli) ভক্তকে। আদৌ বিশ্বকাপ জয়ের আশা রয়েছে এই ভারতের? রোহিতের দিকে আঙুল তুলে প্রশ্ন তাঁর।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক ভিডিওতে এক বিরাট কোহলি ভক্তকে বলতে শোনা গিয়েছে, “এই লোকটি (রোহিত শর্মা) এমন ক্লান্ত মানসিকতা নিয়ে নাকি বিশ্বকাপ জয়ের অভিযানে বেরিয়েছেন? উনি কোন প্রশ্নের উত্তর খুঁজছেন? যে প্রশ্নটা ওঠেই নি, যার জবাব ইনি খুঁজছেন। নিজেই প্রশ্ন খাড়া করছেন অহেতুক…” এরপর স্ক্রিনে রিজার্ভ বেঞ্চে বসা হতাশ কোহলির এক ছবি দেখিয়ে তিনি বলেন, “পিছনে যাঁর ছবি দেখছেন সেই বিরাট কোহলির সাথে এই মুহূর্তে যা অন্যায় হচ্ছে তা হয়ত অনেকেই দেখতে পাচ্ছেন না। প্রথমে রোহিত শর্মার জন্য টি-২০ ক্রিকেট থেকে বাদ পড়তে হলো কোহলিকে। রোহিত জঘন্য খেললেন, আর ফল ভুগতে হলো বিরাটকে।” ট্যুইটারে অনেকেই সমর্থন জানিয়েছেন ঐ ব্যক্তিকে। রোহিতের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের কোনো আশা নেই বলে নিশ্চিত তারা।
দেখে নিন সেই বিস্ফোরক ভিডিও-
Rohit Sharma exposed 🔥pic.twitter.com/NkJzTg2bNJ
— Mufaddal Vohra (@mufaddalVohraa) July 29, 2023