WI vs IND: “কোচ ও ক্যাপ্টেনই দায়ী…” উইন্ডিজের বিরুদ্ধে হারের পর দ্রাবিড়-হার্দিককে নিশানা ভেঙ্কটেশ প্রসাদের !! 1

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও একদিনের সিরিজে হারালেও ক্যারিবিয়ান সফরের শেষটা সুখের হলো না টিম ইন্ডিয়ার জন্য। পাঁচ ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টি-২০ সিরিজে ৩-২ হারতে হলো ভারতকে। প্রথম দুই ম্যাচে ত্রিনিদাদ এবং গায়ানার মাঠে ‘মেন ইন ব্লু’কে যথাক্রমে ৪ রান এবং ২ উইকেটের ব্যবধানে পিছনে ফেলেছিলেন নিকোলাস পুরান (Nicholas Pooran), রোভম্যান পাওয়েলরা (Rovman Powell)। এরপরের দুই ম্যাচ জিতে দারুণ ভাবে লড়াইতে ফিরলেও নির্ণায়ক টি-২০’র চাপ সামলাতে পারলেন না ভারতের তরুণ ক্রিকেটাররা। গতকাল ফ্লোরিডার ফোর্ট লডারহিলের মাঠে ২ ওভার বাকি থাকতেই ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় উইন্ডিজ।

ভারতের জন্য সামনেই রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023)। তারপর ছন্দে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে দল। এরপর অক্টোবরের গোড়া থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের (ICC World Cup) লড়াই। সামনের কয়েক মাসের কঠিন পরীক্ষার আগে খাতায়-কলমে অনেকটা পিছিয়ে থাকা উইন্ডিজের বিরুদ্ধে হার বেশ কিছু প্রশ্নের সম্মুখীন করেছে টিম ইন্ডিয়াকে। আদৌ পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই উপহার দেওয়ার জায়গায় রয়েছে ‘মেন ইন ব্লু’? সন্দিহান অনেকেই। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) ওডিআই এবং টি-২০ সিরিজে দল নিয়ে কাটাছেঁড়া করাকে অহেতুক বলছেন অনেকেই। গতকাল পঞ্চম টি-২০ হেরে প্রায় ৭ বছর পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খোয়ানো ভারতীয় দলের অধিনায়ক হার্দিক (Hardik Pandya) ও কোচ দ্রাবিড’কে এক হাত নিতে দেখা গেলো ভেঙ্কটেশ প্রসাদকে (Venkatesh Prasad)।

Read More: WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-২০ সিরিজ হেরে এই লজ্জার রেকর্ড হার্দিকদের, ডুবলো ধোনি-বিরাটের মুখ !!

বিস্ফোরক ট্যুইট ভেঙ্কটেশ প্রসাদের-

Venkatesh Prasad | WI vs IND | Image: Getty Images
Venkatesh Prasad | Image : Getty Images

কড়া সমালোচনা করা থেকে কখনোই বিরত থাকেন না ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। বরাবরই চাঁচাছোলা ভাষাতেই আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। এর আগে অফ ফর্মের সাথে যুঝতে থাকা কে এল রাহুলের (KL Rahul) বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হারের পরেও কোনো রাখঢাক না করেই আক্রমণের পথে হেঁটেছেন তিনি। এক ট্যুইটবার্তায় আজ সকালে তিনি লেখেন, “সীমিত ওভারের ফর্ম্যাটে বেশ কিছুদিন হলো ভারতকে একেবা্রেই সাধারণ স্তরের দল মনে হচ্ছে। মাসকয়েক আগে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজ শিবির ভারতকে উচিৎ শিক্ষা দিলো। আমরা একদিনের সিরিজে বাংলাদেশের বিরুদ্ধেও হেরেছিলাম। আশা করি এবার দল আত্মসমালোচনার পথে হাঁটবে হাস্যকর কিছু মন্তব্য করা থেকে বিরত থেকে।”

প্রসঙ্গত হারের পর হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বলতে শোনা গিয়েছে “এক-দুটো হারে তেমন কিছু আসে যায় না।” সেদিকেই সম্ভবত আঙুল তুলছেন ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। কোচ দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পরীক্ষানিরীক্ষা করার নীতি যে আদৌ তাঁর পছন্দ নয় তা সরাসরি জানিয়ে দিয়েছেন প্রসাদ। আরও একটি বিস্ফোরক ট্যুইটে জনৈক ফলোয়ারের প্রশ্নের জবাবে তিনি লেখেন, “ওরা (হার্দিক ও দ্রাবিড়) এই বিপর্যয়ের জন্য দায়ী। ওদের দায় নিতেই হবে। ‘প্রসেস’ শব্দটি এখন অপব্যবহার হয়। MS (ধোনি) সত্যিই এটা করে দেখিয়েছিলো। কিন্তু এখন যাঁরা রয়েছেন, তাঁরা কেবল মুখে বলছেন এই শব্দটি। দল নির্বাচনে কোনো ধারাবাহিকতা নেই। এলোমেলো কার্যকলাপ চলছে প্রায়শই।”

এক ফলোয়ার প্রসাদের (Venkatesh Prasad) ট্যুইটের পর জানিয়েছিলেন টি-২০ নয়, বরং ওডিআই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। তাঁকে শুধরে দিয়ে প্রসাদ লেখেন, “কেবল ৫০ ওভার নয়, গত বছরের অক্টোবর-নভেম্বর মাসের টি-২০ বিশ্বকাপের যোগ্যতাও উইন্ডিজ অর্জন করতে পারে নি। দেখে খারাপ লাগে যে ভারত খারাপ পারফর্ম করলে তা ধামাচাপা দেওয়ার জন্য ‘প্রসেস’ জাতীয় শব্দ ব্যবহার করা হয়। সেই ক্ষিদে, আগুনটা নিখোঁজ আর আমরা একটা বিভ্রমের মধ্যে বাস করছি।”

দলের পাশেই থাকছেন হার্দিক-দ্রাবিড়-

Hardik Pandya and Rahul Dravid | WI vs IND | Image: getty Images
Hardik Pandya and Rahul Dravid | Image: Getty Images

সাদা বলের ফর্ম্যাটে পরীক্ষানিরীক্ষা চালু হয়েছিলো গত বছরের শেষ থেকেই। টি-২০ বিশ্বকাপের হারের পর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে বাদ দেওয়া হয় কে এল রাহুল (KL Rahul), রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) মত সিনিয়র ক্রিকেটারদের। বদলে জায়গা করে দেওয়া হয়েছিলো তরুণ মুখদের। নেতৃত্বভারও রোহিতের হাত থেকে তুলে দেওয়া হয়েছিলো হার্দিক পান্ডিয়ার হাতে। সেই ধারা ওয়েস্ট ইন্ডিজ (WI vs IND) সফরেও জারি রাখলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কেবল টি-২০ নয়, তার আগে ওডিআই সিরিজের দুই ম্যাচেও তিনি একাদশে রাখলেন না সিনিয়রদের। সাদা বলের ফর্ম্যাটের দুই সিরিজের প্রায় গোটাটা জুড়েই চললো নতুনদের পরখ করে নেওয়ার প্রচেষ্টা। সব সময় যে এই পরীক্ষানিরীক্ষা ফলপ্রসূ হয়েছে তা অবশ্য নয়। একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে। খোয়াতে হয়েছে আস্ত টি-২০ সিরিজ।

অপ্রত্যাশিত ব্যর্থতার পরেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিলেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বরং হার নিয়ে বিশেষ চিন্তিত যে তিনি নন তা জানিয়ে দেন। সাক্ষাৎকারে দলের পাশে দাঁড়িয়ে কোচ বলেন,এটা একটা নবীন দল এখোনো আমরা উন্নতি করছি কিছু সময় আমাদের ওঠানামার মধ্যে দিয়ে যেতেই হবেম্যাচের পর দলের পাশে থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, “বেশী কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সব ঠিকই রয়েছে। কখনও কখনও হারটা ভালোই। আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। আমি জানি দলের ছেলেরা কেমন। আমাদের দলের সদস্যরা অনেক কিছু শিখতে পেরেছে এই সিরিজে। সেটাই এই সিরিজের ইতিবাচক দিক আমার কাছে।”

 Also Read: Asia Cup 2023: এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা, এই তারকা খেলোয়াড় দেখলেন বাইরের পথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *