WI vs IND: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে শোচনীয় হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। একমাসব্যপী সফরে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচ টি-২০ খেলবে ‘মেন ইন ব্লু।’ ডোমিনিকার মাঠে আগামী ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ। চলবে ১৬ তারিখ অবধি। এরপর দ্বিতীয় টেস্ট রয়েছে ত্রিনিদাদে। ২০ জুলাই থেকে ২৪ জুলাই ক্যুইন্স পার্ক ওভালে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল হার দিয়ে শেষ করেছে ভারত। ২০২৩-২৫ সাইকেলের শুরুটা জয় দিয়েই করতে চাইছে তারা।
ওভালের হারের পর টেস্ট দলে বদল আনার পথে হেঁটেছে ভারতীয় শিবির। বিসিসিআই ছেঁটে ফেলেছে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবদের মত সিনিয়র তারকাদের। বিশ্রামে পাঠানো হয়েছে মহম্মদ শামিকে। বদলে দলে জায়গা দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমারদের। ‘নিউ লুক’ ভারতের সামনে উইন্ডিজ সিরিজ একটা বড় পরীক্ষা। তারুণ্যের সাথে অভিজ্ঞতার ভারসাম্য খোঁজার প্রচেষ্টা থাকবে কোচ রাহুল দ্রাবিড়ের।
গত কয়েক বছর টেস্টে ভারতের ব্যাটারদের পারফর্ম্যান্স নিয়ে চলছে বিস্তর সমালোচনা। রোহিত শর্মার ব্যাটিং গড় গত দুই বছরে থেকেছে ৪৩.২, শুভমান গিলের (Shubman Gill) ৩২। পূজারা এবং কোহলির (Virat Kohli) ক্ষেত্রে এই সংখ্যা রয়েছে ২৯-এর আশেপাশে। ট্রফি জিততে হলে এই পরিসংখ্যানকে যে অনেক উন্নত করতে হবে তা জানেন ভারতীয় দলের মহাতারকারা। উইন্ডিজের বিরুদ্ধে সাফল্য পাওয়ায় লক্ষ্যে নিজেদের মধ্যেই দু দলে ভাগ হয়ে অনুশীল ম্যাচ খেললো ভারত। ৯০ ওভারের এই ম্যাচে ভারতের ব্যাটিং নিয়ে রয়েই গেলো চিন্তা। কোহলি, রাহানেদের ব্যাট হাতে সাবলীল মনে হলো না কখনোই।
Read More: WI vs IND: নির্বাচক বদল হলেও ভাগ্য বদলালো না রিঙ্কু সিংয়ের, BCCI-এর নজরে রইলেন বাদের খাতায় !!
অনুশীলন ব্যাটে শান্তই রইলো কোহলির ব্যাট-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে একটিও প্রস্তুতি ম্যাচ খেলে নি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর কোচ দ্রাবিড়ের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছিলো। প্রশ্নের উত্তরে সময়ের অভাবের কথা উল্লেখ করেছিলেন কোচ। উইন্ডিজ সফরে অবশ্য ম্যাচ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই গিয়েছে দল। পরিবেশ ও পিচের সাথে মানিয়ে নিতে নিজেদের মধ্যেই দুই দল তৈরি করে এক অনুশীলন ম্যাচ খেললেন ক্রিকেটাররা। ৯০ ওভারের এই ম্যাচে এক দিকে ছিলেন ব্যাটাররা। আর অন্যদিকে ছিলেন বোলার’রা। ভারতীয় ব্যাটার এবং বোলারদের আভ্যন্তরীন যুদ্ধে ব্যাটিং সমস্যা প্রকট হয়ে পড়লো আবার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে স্কট বোল্যান্ডের (Scott Boland) অফ স্টাম্পের অনেক বাইরের বল অহেতুক তাড়া করে কভার ড্রাইভ মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় স্লিপে তাঁকে তালুবন্দী করেছিলেন স্টিভ স্মিথ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও তাঁকে তাড়া করে বেড়ালো সেই পুরনো রোগই। জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat) বল তাড়া করতে গিয়ে আউট হলেন তিনি। এছাড়া সদ্য ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব ফিরে পাওয়া অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane) ব্যাট হাতে হতাশ করেছেন অনুশীলন ম্যাচে।
নজর কাড়লেন যশস্বী, রান পেলেন রোহিত-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে শতরান করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নাগপুরের সেই ইনিংসের পর থেকে রানের খরা চলছে ভারতীয় অধিনায়কের ব্যাটে। আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হতাশ করেছিলেন হিটম্যান। তবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাঁর ব্যাটিং আশা জাগাচ্ছে ভারতীয় সমর্থকদের মনে। ওপেন করতে নেমে অপরাজিত অর্ধশতক করেন তিনি। তারপর মাঠ ছেড়ে উঠে যান। অনুশীলন ম্যাচে অধিনায়কের সাথে ওপেনিং করতে শুভমান গিল (Shubman Gill) নয়, বরং দেখা গেলো যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। ২১ বর্ষীয় তরুণ হতাশ করেন নি। অপরাজিত অর্ধশতক করে মাঠ ছাড়েন তিনিও। ১২ জুলাই থেকে ম্যাচে শুভমানকে বাইরে রেখে যশস্বীকেই কি খেলানো হবে? উঠছে প্রশ্ন।
*India Practice match update*
Team India squad was divided into two teams for a 90-over, two-day game. One team included pure batsmen, while the other included bowlers.
Here are the highlights from the match:
– Virat Kohli dismissed similar to the one in the WTC Final.
-… pic.twitter.com/mboCzenRSU— Vipin Tiwari (@vipintiwari952) July 6, 2023
বাকিদের মধ্যে অক্ষর প্যাটেল (Axar Patel) এবং কে এস ভরতকে (KS Bharat) দেখে ব্যাট হাতে সাবলীল মনে হয়েছে। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম বলা চলে জয়দেব উনাদকাটকে। দুই উইকেট নিয়েছেন তিনি। এছাড়া মুকেশ কুমার (Mukesh Kumar) এবং নভদীপ সাইনির (Navdeep Saini) বোলিং নজর কেড়েছে। লম্বা স্পেল করতে দেখা গিয়েছে রবিচন্দ্রণ অশ্বিন এবং মহম্মদ সিরাজকেও। বুধবার ভারত তিন পেসার ও দুই স্পিনার ছকে মাঠে নামবে নাকি ফের ওভালের মত চার পেসারেই আস্থা রাখবেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায় নি।