wi-vs-ind-odi-2-batting-irks-twitter

WI vs IND: আজ বার্বাডোজে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। টিম ইন্ডিয়ার ক্যারিবিয়ান সফরে এখনও অবধি দাপট দেখিয়েছে ‘মেন ইন ব্লু’ই। টেস্ট সিরিজে স্বাগতিক উইন্ডিজকে তারা হারিয়েছে ১-০ ফলে। ত্রিনিদাদে বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা ধুয়ে না গেলে হোয়াইটওয়াশের সুযোগও ছিলো ভারতের সামনে। প্রথম একদিনের ম্যাচেও প্রতিপক্ষকে মাথায় চড়ে বসার বিন্দুমাত্র সুযোগ দেয় নি টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে আটকে দিয়েছিলেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা। ব্যাটিং অর্ডারে ব্যাপক রদবদল করেও ৫ উইকেটে ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারত। আজ সেই বার্বাডোজেই দ্বিতীয় একদিনের ম্যাচেও শুরুটা ‘ফেভারিট’ হিসেবে করেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচ যত গড়ালো দাপট বাড়লো উইন্ডিজের।

আজকের প্রথম একাদশে চমক রেখেছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। দলের মূল দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একাদশেই রাখেন নি তিনি। বরং হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের ভূমিকায় রেখে একেবারে নবীন দলকে এগিয়ে দিয়েছিলেন উইন্ডিজের মোকাবিলা করতে। টসে জিতে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুর ওভারগুলোতে এগিয়ে ছিলো ‘মেন ইন ব্লু।’ ঈশান কিষণ, শুভমান গিলের ব্যাটে ক্রুজ কন্ট্রোলে এগোচ্ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পরে তাসের ঘরের মত ভাঙলো ব্যাটিং লাইক আপ। মিডল অর্ডারে বিন্দুমাত্র প্রতিরোধও গড়ে তুলতে পারলো না টিম ইন্ডিয়া। আজও দল যে অত্যধিক মাত্রায় বিরাট ও রোহিতের উপরেই নির্ভর তা প্রমাণিত হলো বার্বাডোজের মাঠে।

Read More: WI vs IND: বৃষ্টিস্নাত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন রোহিত-বিরাটহীন ভারত, জিততে হলে উইন্ডিজকে করতে হবে ১৮২ রান !!

ব্যাটিং ব্যর্থতায় ক্ষোভ জানালেন নেটজনতা-

Sanju Samson | WI vs IND | Image: Getty Images
Sanju Samson | WI vs IND | Image: Getty Images

ত্রিনিদাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করেছিলেন ঈশান কিষণ। অর্ধশতক করেন বার্বাডোজের প্রথম একদিনের ম্যাচে। আজও লাগাতার তৃতীয় অর্ধশতক করলেন তিনি। শুভমান গিলের সাথে জুটিতে যোগ করেন ৯০ রান। এরপর ৩৪ করে শুভমান ফিরতেই উইকেটের লকগেট খুলে ফেলে উইন্ডিজ। প্রথমে ঈশান, তারপর অক্ষর আউট হন দ্রুত। দীর্ঘ আট মাস পর ওডিআই দলে ফিরে ৯ রানের বেশী জুটলো না সঞ্জু স্যামসনের ভাগ্যেও। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এলো ২৪। জাদেজা আউট হলেন ১০ রানে। শার্দুল ঠাকুর ফিরলেন ১৬ রান করে। মাত্র ৪০ ওভার ৫ বলে ১৮১ রানের মধ্যেই গুটিয়ে গেলো ভারতের ইনিংসে। ৩টি করে উইকেট পান গুডাকেশ মোটি এবং রোমারিও শেপার্ড। দুই উইকেট আলঝারি জোসেফের।

ভারতীয় দলের পারফর্ম্যান্সে বেজায় বিরক্ত সমর্থকেরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ উইন্ডিজের বিরুদ্ধেই যদি নাজেহাল দশা হয় তাহলে কি করে এশিয়া কাপ বা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে টিম ইন্ডিয়া? উঠছে প্রশ্ন। ‘রোহিত আর বিরাট ছাড়া ভারতের ব্যাটিং মোটেই বিশ্বমানের নয়’, হতাশ মন্তব্য জনৈক নেটিজেনের। ‘এরা কোন মুখে বিশ্বকাপের কথা বলে?’ ট্যুইটারে লিখেছেন আরেক নেটনাগরিক। ক্রমাগত ব্যর্থতায় ক্লান্ত ভারতীয় সমর্থকেরা সরব হয়েছেন কোচ দ্রাবিড়ের ইস্তফা চেয়ে।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Also Read: WI vs IND: “এর নাকি সুযোগ প্রাপ্য ?…” বার্বাডোজে ব্যর্থ হয়ে নেটদুনিয়ার রোষানলে সঞ্জু স্যামসন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *