wi-vs-ind-no-jaiswal-in-xi-irk-twitter

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে ভারতীয় দল। আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকা টিম ইন্ডিয়া খাতায়কলমে বেশ দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের দিন ত্রিনিদাদে ৪ রানের হারের পর বেশ কটাক্ষের মুখে। এই দল নিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নকে নেহাৎ দিবাস্বপ্ন বলতেও ছাড়েন নি অনেক ক্রিকেটপ্রেমী। চাপে থাকা ভারতের জন্য গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ জয় একান্ত জরুরী। আজ জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। গত ম্যাচে টসে হেরে রান তাড়া করতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। আজ অবশ্য টসের মুদ্রা পড়লো হার্দিকের পক্ষেই। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ দলে কোনোরূপ পরিবর্তন না করলেও কুলদীপ যাদব খানিক চোট পাওয়ায় বাধ্য হয়েই তাঁর বদলে রবি বিষ্ণোইকে খেলাচ্ছে ভারত।

Read More: দুর্দান্ত পারফরমেন্স করেও বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় চাহালের, অধিনায়ককে নিয়ে করলেন এই মন্তব্য !!

Yashasvi Jaiswal | WI vs IND | Image: Getty Images

টিম ইন্ডিয়ার একাদশ নিয়ে নেটজনতার মনে খানিক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষ করে ঈশান কিষণকে ওপেনার হিসেবে ফের সুযোগ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। যা না-পসন্দ অনেকেরই। শেষ ১৩টি টি-২০ ম্যাচে ঈশানের ব্যাটিং গড় ১৩’র আশেপাশে। একদিনের ক্রিকেটে ভালো খেললেও কুড়ি-বিশের খেলার আদৌ কোনো প্রভাব বিস্তার করতে পারছেন না ঈশান। আজ অনেকেই চেয়েছিলেন তাঁর বদলে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া হোক। উইকেটরক্ষক হিসবে দস্তানা হাতে উইকেটের পিছনে বরং দাঁড়ান সঞ্জু স্যামসন। সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন ঈশান। “আর যশস্বীকে কবে খেলাবে?’ প্রশ্ন করেছেন জনৈক নেটিজেন। ‘টি-২০তে লাগাতার ব্যর্থ হয়েও দলে ঈশান, এটাই পক্ষপাতিত্ব’, মন্তব্য আরও একজনের।

Ravi Bishnoi | WI vs IND | Image: Twitter

কুলদীপের বদলে রবি বিষ্ণোইয়ের আগমনে অবশ্য খুশি দেশের বহু ক্রিকেটপ্রেমী। লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন প্রতিভাবান লেগস্পিনার। তাঁকে টি-২০ বিশ্বকাপের আগে পরখ করে দেখুক দল, এমনটা গত ম্যাচের আগেই চেয়েছিলেন অনেকে। যুজবেন্দ্র চাহালের সাথে তাঁর জুটি কেমন জমে সেইদিকে তাকিয়ে আজ ক্রিকেট দর্শকেরা। তবে ব্যাটারদের উদ্দেশ্যে সাবধানবাণী শুনিয়েছেন অনেকেই। আগের ম্যাচে মাত্র ১৫০ রান তাড়া করতে ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়ারা। তাঁদের উদ্দেশ্যে এক নেটিজেনের মন্তব্য, ‘গত দিনের ভুল আজও করলে আর কিছু বলার থাকবে না।’ কুড়ি-বিশের ক্রিকেটে বিশেষ করে সূর্যকুমারের ব্যাটে রানের ফোয়ারা দেখতে চান নেটিজেনরা। শুভেচ্ছা থাকছে গত ম্যাচে দারুণ ব্যাটিং করা তিলক বর্মার জন্যও।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: WC 2023: “ও একাই ভারতকে হারিয়ে দেবে…” এশিয়া কাপের আগে চরম সতর্কতা জারি করলেন ওয়াকার ইউনিস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *