Shubman Gill
Shubman Gill | Image: Getty Images

WI vs IND: ডোমিনিকার উইন্ডসর পার্কে মুখোমুখি হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এক মাসের বিরতি পেয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। ছুটি কাটিয়ে, তরতাজা হয়ে মাঠে নেমেছেন তাঁরা। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলটা শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০২৩-২৫ সাইকেলের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় চাইছে ভারতীয় দল। অন্যদিকে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলও। তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ক্যারিবিয়ানরা জায়গা করে নিতে পারে নি একদিনের বিশ্বকাপে। জিম্বাবুয়ের যোগ্যতা অর্জন টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। সেই হতাশা কাটিয়ে উঠতে ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করার লক্ষ্য থাকবে তাদেরও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় একাদশে রইলো চমক। ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছিলেন যে অভিষেক হতে চলেছে যশস্বী জয়সওয়ালের। উইন্ডসর পার্কে দেখা গেলো আরও এক অভিষেককারীকে। যশস্বীর পাশাপাশি উইকেটরক্ষক ঈশান কিষণের (Ishan Kishan) হাতেও টেস্ট ক্যাপ তুলে দেয় টিম ইন্ডিয়া। রোহিতের সাথে গতকাল ভারতের হয়ে ওপেন করলেন যশস্বী জয়সওয়াল। বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তিন নম্বরে তাঁর শূন্যস্থান ভরাট করার দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। অনেক বিশেষজ্ঞের মতে তরুণ সতীর্থকে জায়গা ছেড়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন শুভমান (Shubman Gill)। দলে নিজের জায়গাও হারাতে হতে পারে তাঁকে।

Read More: WI vs IND: ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজ, ডোমিনিকায় ‘ফেভারিট’ টিম ইন্ডিয়া !!

তিন নম্বরে খেলার সিদ্ধান্ত ব্যুমেরাং হতে পারে-

Cheteshwar Pujara and Shubman Gill | WI vs IND | Image: Getty Images
Cheteshwar Pujara and Shubman Gill | Image: Getty Images

গত এক বছরে ভারতীয় দলের হয়ে অনবদ্য ক্রিকেট খেলেছেন শুভমান গিল (Shubman Gill)। ২০২২-এর উইন্ডিজ সফর থেকেই তাঁর ব্যাটে দেখা গিয়েছে রানের ফুলঝুড়ি। বৃষ্টির জন্য উইন্ডিজের বিরুদ্ধেই প্রথম ওডিআই শতরান করতে পারেন নি। অপেক্ষা করতে হয়েছিলো জিম্বাবুয়ে সফর অবধি। এরপর আর থামানো যায় নি তাঁকে। গত বছরের শেষের দিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শতরান করেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচেও স্পর্শ করেন তিনি অঙ্কের রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বছর ২৩-এর তরুণ। একদিনের ম্যাচে শতরান করেন, সাথে করেন দ্বিশতরানও। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতক স্পর্শ করার রেকর্ড গড়েন তিনি। বছরের গোড়ার দিকে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিলো শুভমানের (Shubman Gill)। আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসে অপরাজিত ১২৬ রান। তিন ফর্ম্যাটেই শতরান করার বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি।

শুভমানের (Shubman Gill) অনবদ্য ফর্ম বজায় ছিলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতেও। আহমেদাবাদের মাঠে দ্বিতীয় টেস্ট শতরান করেন তিনি। এরপর আইপিএলে বিধ্বংসী মেজাজে দেখা যায় তাঁকে। ১৭ ম্যাচে করেন ৮৯০ রান। জেতেন কমলা টুপি। ব্যাট হাতে শুভমানের যাবতীয় সাফল্য ওপেন করেই। এর আগে ইন্ডিয়া-এ’র হয়ে কিছু ম্যাচে তিন বা চারে খেললেও ইনিংসের সূচনা করতেই সাবলীল তিনি। শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে যশস্বীকে (Yashasvi Jaiswal) জায়গা করে দিতে নিজেই ওপেনিং স্লট তাঁকে ছেড়ে দিয়েছেন তিনি। চেতেশ্বর পূজারার শূন্যস্থান পূরণের দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে। এর আগে শেহবাগের (Virender Sehwag) জন্য নিজের ওপেনিং স্লট ছেড়ে দিয়ে ফর্ম হারিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শুভমানের সাথেও তেমন কিছু হলে ক্ষতি আদতে ভারতীয় ক্রিকেটের।

ডোমিনিকায় এগিয়ে টিম ইন্ডিয়া-

WI vs IND | Image: Getty Images
WI vs IND | Image: Getty Images

ডোমিনিকায় প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনেকটা এগিয়ে রয়েছে ভারতীয় দল। সদ্যই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে খালি হাতে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। মনে করা হয়েছিলো ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে তারা। কিন্তু উইন্ডসর পার্কে ম্যাচ যত গড়ালো, ততই পরিষ্কার হলো উইন্ডিজ ক্রিকেটের কঙ্কালসার ছবিটা। ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের উত্তরসূরিরা ভারতের বিরুদ্ধে নূন্যতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারলেন না গতকাল। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kriagg Braithwaite)। স্পিনের ঘূর্ণিতে ব্যাটারদের রীতিমত নাজেহাল করলেন অশ্বিন (Ravichandran Ashwin)। ঘরের মাঠে ক্যারিবিয়ান ইনিংস থামলো মাত্র ১৫০ রানে।

ওপেন করতে নেমে সাবধানী ব্যাটিং করছিলেন ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। প্রথম ঝটকা দেন অশ্বিন। চন্দ্রপলকে ফেরান তিনি। এরপর তাঁর শিকার হন ব্রেথওয়েট। প্রথম ইনিংসে ৬০ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন তিনি। ৩ উইকেট জাদেজার (Ravindra Jadeja)। বাকি দুইটি গিয়েছে শার্দুল ঠাকুর (Shardul Thakur) এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ঝুলিতে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান অভিষেককারী অ্যালিক অ্যাথানাজের (Alick Athanaze) ৪৭। জবাবে ব্যাট করতে নেমে ভারত শেষ করেছে বিনা উইকেটে ৮০ রানে। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৪০*) এবং রোহিত শর্মা (৩০*)।

Also Read: অধিনায়কের দায়িত্ব পেলেন নীতিশ রানা, ক্রিকেট মাঠে ফের দেখা যাবে যুবরাজ সিং’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *