WI vs IND

WI vs IND: আজ থেকে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টি-২০ সিরিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে মুখোমুখি দুই দেশ। টেস্ট ও একদিনের সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। কুড়ি-বিশের সিরিজেও সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য দলের। আগামী বছর টি-২০ বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। তার আগে এই সিরিজ পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেবে ক্রিকেটারদের। আজকের ম্যাচ শুরুর আগে জানিয়েছেন দলনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি বলেছেন টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের এই সিরিজে ঘুরিয়েফিরিয়ে দেখে নেওয়া হবে। ভারতীয় দল যে পরীক্ষানিরীক্ষা করছে তা পরিষ্কার প্রথম একাদশ থেকেই। একই সাথে অভিষেক হয়েছে তিলক বর্মা এবং মুকেশ কুমারের।

টি-২০ ক্রিকেটে গত এক বছরে ভারতকে ভুগিয়েছে ডেথ বোলিং। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), আর্শদীপ সিং-রা (Arshdeep Singh) পাওয়ার প্লে’তে নিয়ন্ত্রিত বোলিং করলেও শেষের ওভারে এসে বারবার খেই হারিয়ে ফেলেছেন। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে দেখা গিয়েছে এই চিত্র, দেখা গিয়েছে ২০২২-এর এশিয়া কাপেও। পাকিস্তানের বিরুদ্ধে ১৯তম ওভারে ১৯ রান খরচ করে প্রায় হাতের মুঠোয় থাকা ম্যাচ হাতছাড়া করেছিলেন ভুবনেশ্বর কুমার। নানা সময় হর্ষল প্যাটেল, মহম্মদ শামিদেরও (Mohammed Shami) দেখা গিয়েছে এই একই সমস্যায় পড়তে। চোটের কারণে ডেথ বোলিং স্পেশ্যালিস্ট বুমরাহ না থাকায় বিপদের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। অবশেষে দীর্ঘ অপেক্ষা শেষে আরও এক ডেথ বোলিং বিশেষজ্ঞকে পেলো ভারত। অভিষেকেই অনবদ্য বোলিং করে নজর কাড়লেন মুকেশ কুমার (Mukesh Kumar)।

Read More: WI vs IND: উড়ন্ত হেটমায়ারের হাতে ধরা পড়লেন সূর্যকুমার যাদব, তৃতীয় উইকেটে খুইয়ে চাপে পড়লো টিম ইন্ডিয়া !!

অভিষেকে দুর্দান্ত বোলিং মুকেশের-

Mukesh Kumar | WI vs IND | Image: Getty Images
Mukesh Kumar | WI vs IND | Image: Getty Images

দ্বিতীয় ভারতীয় হিসেবে একই বিদেশ সফরে তিন ফর্ম্যাটেই অভিষেক হলো মুকেশ কুমারের (Mukesh Kumar)। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সুযোগ পেয়েছিলেন টি নটরাজন। টেস্ট, একদিনের ম্যাচের পর টি-২০ ক্রিকেটেও আজ মাঠে নামলেন তিনি। বাংলার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই জাতীয় দলের জার্সি গায়ে চাপালেন মুকেশ। অভিষেক ম্যাচেই ডেথ বোলিং-এর মত কঠিন চ্যালেঞ্জের সামনে তাঁকে ফেললেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

এর আগে ত্রিনিদাদের মাটিতে টেস্ট ক্রিকেটে অনবদ্য বোলিং করেছিলেন তিনি। তারুবার মাঠেই একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম স্পেলে তিন উইকেট তুলে নিয়ে উইন্ডিজের ব্যাটিং মেরুদণ্ড ভেঙেছিলেন নিজের হাতে। আর আজও নজর কাড়লেন মুকেশ। উইকেট না পেলেও তাঁর নিয়ন্ত্রিত বোলিং মুখের হাসি চওড়া করেছে নেতা হার্দিক এবং কোচ দ্রাবিড়ের।শুরুতে এক ওভার বল করিয়ে মুকেশকে (Mukesh Kumar)  ডেথ ওভারের জন্য তুলে রেখেছিলেন হার্দিক। ১৮তম ওভারের দায়িত্ব দেন তাঁকে। সামনে তখন মারমুখী রোভম্যান পাওয়েল। উল্টোদিকে ছিলেন শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। বিগ হিটার হিসেবে সুপরিচিত তিনিও। মাথা ঠান্ডা রেখে বোলিং করতে দেখা গেলো মুকেশকে।

একবারের জন্যও মনে হলো না প্রথম ম্যাচ খেলছেন তিনি। ইয়র্কার এবং লো ফুল টসের বিকল্প ব্যবহার করে ব্যাটারদের ব্যতিব্যস্ত করলেন তিনি। শত চেষ্টা করেও বড় শট মারতে পারেন নি হেটমায়ার এবং পাওয়েল (Rovman Powell)। ৬ রানই করতে পারেন তাঁরা। ইনিংসের শেষ ওভারেও নিয়ন্ত্রণ বজায় রাখলেন মুকেশ (Mukesh Kumar)। অসাবধানবশত একটি নো বল হয়ত করলেন, কিন্তু লাইন-লেন্থে ভুলচুক করেন নি তিনি। শেষ ওভারে ৯ রান মাত্র নিতে পেরেছে উইন্ডিজ। ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন তিনি। ধারাভাষ্যকারেরাও মাঠেই মাতেন মুকেশের প্রশংসায়।

Also Read: WI vs IND: “ও আসল ফর্মে ফিরে এসেছে…”, তিন রান করে প্যাভিলিয়নে ফিরতেই নোংরা ট্রোলের শিকার শুভমান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *